ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্পে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | UNICEF Health Project Job Circular

ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্পে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ -(UNICEF Health Project Job Circular 2024): নিয়োগ দিবে ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্পে। বাংলাদেশ সরকার “স্বাস্থ্য অধিদপ্তর” কর্তৃক অনুমদিত সাপেক্ষ দাতা সংস্থা জাইকা, লন্ডন, আমেরিকা ও ইউনিসেফ গন স্বাস্থ্য প্রকল্প হাউজ নং-৬৫, আগারগাঁও এর যৌথ উদ্যেগে স্বাস্থ্য কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কাজ করে আসছে। ইউনিসেফ (গন স্বাস্থ্য প্রকল্প) কার্যক্রমটি দুস্থ, গরিব, অসহায় মা ও শিশুদের ক্যাম্পিং এর মাধ্যমে স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার লক্ষে কাজ করে আসছে। বাংলাদেশের সকল জেলা/থানা/ইউনিয়নের প্রকৃত নাগরিক পুরুষ, মহিলাগনের নিকট থেকে ১৫ বছর স্থায়ী ভাবে মানবতার কল্যানে কাজ করার নিম্নিত্তে দরখাস্ত করার জন্য আহব্বান করছি।

চাকরির ধরনসরকারি চাকরি
জেলা নামউল্লেখিত জেলা পদে পাশে
প্রতিষ্ঠানের দাতা নামইউনিসেফ স্বাস্থ্য প্রকল্পে
অফিসিয়াল ওয়েবসাইটhttp://unicef.org/
পদ সংখ্যা০৮ টি
খালি পদ১১৯১ জন
শিক্ষাগত যোগ্যতা৮ম/এস.এস.সি/এইচ.এস.সি/স্নাতকোত্তর
আবেদনের শেষ তারিখ০৪ জানুয়ারি, ২০২৪
আবেদনের মাধ্যমই-মেইলে

আরো দেখুনঃ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা

ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্পে নিয়োগ ২০২৪

পদের নামঃ উপজেলা অফিসার
পদ সংখ্যাঃ ৯৮ টি।
যোগ্যতাঃ বিএ/সমমান। উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তাদের পরিচালনা ও প্রতিবেদন তৈরী করতে হবে।
বেতন স্কেলঃ ৩১,৭৫০/- টাকা।

পদের নামঃ ইউনিট অফিসার
পদ সংখ্যাঃ ১১০ টি।
যোগ্যতাঃ এইচএসসি/সমমান। ইউনিটের সকল কর্মকর্তাদের
পরিচালনা করতে হবে।।
বেতন স্কেলঃ ২৬,৫৫০/- টাকা।

পদের নামঃ কমিউনিটি ম্যানেজার
পদ সংখ্যাঃ ১৩৮ টি।
যোগ্যতাঃ এইচএসসি/সমমান। সকল কর্মকর্তাদের কাজ পরিচালনা করতে হবে।
বেতন স্কেলঃ ২৭,৫০০/- টাকা।

পদের নামঃ পরিবার পরিকল্পনা পরিদর্শক
পদ সংখ্যাঃ ১৪৮ টি।
যোগ্যতাঃ এইচএসসি/সমমান। 

বেতন স্কেলঃ ২৯,২৫০/- টাকা।

পদের নামঃ কর্মসূচী সংগঠক
পদ সংখ্যাঃ ১৬০ টি।
যোগ্যতাঃ এইচএসসি/এসএসসি। 
বেতন স্কেলঃ ২৭,০০০/- টাকা।

পদের নামঃ অফিস সহকারী
পদ সংখ্যাঃ ১৫০ টি।
যোগ্যতাঃ এইচএসসি/সমমান।

বেতন স্কেলঃ ২১,৭৫০/- টাকা।

পদের নামঃ ইউনিয়ন পরিদর্শক
পদ সংখ্যাঃ ১৭৭ টি।
যোগ্যতাঃ এইচএসসি/এসএসসি। 
বেতন স্কেলঃ ২১,৮০০/- টাকা।

পদের নামঃ স্বাস্থ্য কর্মকর্তা
পদ সংখ্যাঃ ১৭৭ টি।
যোগ্যতাঃ এসএসসি/অষ্টম । 
বেতন স্কেলঃ ১৯,৫০০/- টাকা।

UNICEF Health Project Job Circular 2024

আবেদনের নিয়মাবলীঃ- ইইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদিত স্মারক নং-ইউ/স্বা/কে- ১১০০৭০৮, নিয়োগ-২ ডেনমার্ক ও IUHPE এর অর্থায়নে ও সহযোগিতায় আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র- এর মাধ্যমে দেশব্যাপী জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে সকল প্রকার স্বাস্থ্য সেবা, জাতীয় পুষ্টি সেবা, মা ও শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে কাজ করতে আগ্রহী পুরুষ/মহিলাদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আবেদনের নিয়মাবলীঃ আগ্রহী প্রার্থী এক কপি পিপি সাইজ ছবি, মোবাইল নম্বর ও পদের নাম এবং জীবন বৃত্তান্তসহ আগামী ০৪/০১/২০২৪ইং তারিখের মধ্যে দরখাস্ত শুধুমাত্র নিম্নের ই-মেইলে পাঠাতে হবে। স্বাস্থ্য বীমাসহ এককালীণ ভাতা প্রদান করা হবে। উপজাতি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হেব। লিখিত পরীক্ষা ও প্রশিক্ষণের জন্য মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নির্বচিত প্রার্থীদের প্রশিক্ষণের ক্ষেত্রে প্রার্থীদের যাতায়াত ভাতা ও ডিএ প্রদান করা হবে। সকল কর্মকর্তাদের কর্মস্থল নিজ জেলা ও উপজেলার মধ্যে রাখা হবে। ববাবর, পরিচালক (স্বাস্থ্যসেবা বিভাগ) “ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র” প্রধান কার্যালয়ঃ- রোড-০৭, বাড়ি-৪১৭/১১, ডিওএইচএস, বারিধারা, ঢাকা ১২০৬। সূত্র: বিডিজবস ১৮/১২/২৩ইং
ই-মেইলঃ unioncskbd@gmail.com

ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্পে নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের নিম্নে বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরন করতে হবেঃ- উপরক্ত পদে নিয়োগের ক্ষেত্রে ইউনিসেফ কর্তৃক জারিকৃত জনবল নিয়োগ সংক্রান্ত সকল বিধি-বিধান অনুসরন করতে হবে। উল্লেখিত পদেও সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে এ ক্ষেত্রে কর্তৃপক্ষের যে কোন সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। 

কর্তৃপক্ষে প্রয়োজনে যে কোন দরখাস্ত বাতিল করার অধিকার সংরক্ষন করেন। নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ চলাকালিন সময়ে সকল শিক্ষগত যোগ্যতার মূলকপি প্রদর্শন করতে হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের ব্যাংক ড্রাফট বাবদ শিশু কল্যাণ ট্রাস্টে নগদ ৫৮০/- টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে হবে। টাকা জমা দেওয়ার ২৪ঘন্টার মধ্যে যোগদান পত্র প্রদান করা হবে।

UNICEF Health Job Circular 2023

আবেদনের নিয়মাবলীঃ- ই-মেইলে আবেদন পত্র দাখিল করতে হবে অবশ্যই নির্ভূল তথ্য ও সততার সাথে প্রেয়ন করতে হবে, এক্ষেত্রে আগ্রহী প্রার্থীগণ সদ্যতোলা ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল ক্ষিক্ষগত যোগ্যতার সার্টিফিকেট/মার্কশিট, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন এবং মোবাইল নম্বর উল্লেক্ষ পূর্বক আবেদন পত্রের সাথে ১টি বায়োডাটা (CV) প্রদত্ত ই-মেইলে unicefhealthproject1@gmail.com পাঠাতে হবে। ১ ও ২নং পদের জন্য মটর সাইকেল প্রদান করা হবে। আবেদনের শেষ তারিখ: ১৫/০৬/২০২৩ ইং [বিঃদ্রঃ] শুধু মাত্র বাছাইকৃত/নির্বাচিত প্রার্থীদের ফোন/ক্ষুদে বার্তা (SMS) এর মাধ্যমে জানানো হবে। সূত্র মানব জমিন, প্রথম আলো।

ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্পে নিয়োগ

  1. চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা
  2. সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা

Check Also

কৃষি তথ্য সার্ভিসে বিভিন্ন পদে নিয়োগ প্রকাশ।

Agriculture Information Service AIS Job Circular 2024

Agriculture Information Service AIS Job Circular 2024 Filled by the undersigned from genuine citizens of …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *