ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্পে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ -(UNICEF Health Project Job Circular 2023): ১৫৬৩ নিয়োগ দিবে ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্পে। বাংলাদেশ সরকার “স্বাস্থ্য অধিদপ্তর” কর্তৃক অনুমদিত সাপেক্ষ দাতা সংস্থা জাইকা, লন্ডন, আমেরিকা ও ইউনিসেফ গন স্বাস্থ্য প্রকল্প হাউজ নং-৬৫, আগারগাঁও এর যৌথ উদ্যেগে স্বাস্থ্য কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কাজ করে আসছে। ইউনিসেফ (গন স্বাস্থ্য প্রকল্প) কার্যক্রমটি দুস্থ, গরিব, অসহায় মা ও শিশুদের ক্যাম্পিং এর মাধ্যমে স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার লক্ষে কাজ করে আসছে। বাংলাদেশের সকল জেলা/থানা/ইউনিয়নের প্রকৃত নাগরিক পুরুষ, মহিলাগনের নিকট থেকে ১৫ বছর স্থায়ী ভাবে মানবতার কল্যানে কাজ করার নিম্নিত্তে দরখাস্ত করার জন্য আহব্বান করছি।
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা নাম | উল্লেখিত জেলা পদে পাশে |
প্রতিষ্ঠানের দাতা নাম | ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্পে |
অফিসিয়াল ওয়েবসাইট | http://unicef.org/ |
পদ সংখ্যা | ০৪ টি |
খালি পদ | ১৫৬৩ জন |
শিক্ষাগত যোগ্যতা | ৮ম/এস.এস.সি/এইচ.এস.সি/স্নাতকোত্তর |
আবেদনের শেষ তারিখ | ১৫ জুন, ২০২৩ |
আবেদনের মাধ্যম | ই-মেইলে |
আরো দেখুনঃ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা
ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্পে নিয়োগ ২০২৩
পদের নামঃ উপজেলা স্বাস্থ্য পরিদর্শক
পদ সংখ্যাঃ ১৫৮ টি।
যোগ্যতাঃ যে কোন স্বীকৃত ডিগ্রী, স্নাতকোত্তর/সমমানের ডিগ্রী।
বেতন স্কেলঃ ৩৫,৫০০/- টাকা।
পদের নামঃ প্রকল্প অফিসার
পদ সংখ্যাঃ ২৪৮ টি।
যোগ্যতাঃ যে কোন এইচ.এস.সি সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেলঃ ২৯৪৮০/- টাকা।
পদের নামঃ ইউনিয়ন অফিসার
পদ সংখ্যাঃ ৬৮৭ টি।
যোগ্যতাঃ এস.এস.সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেলঃ ২৬,৪৮০/- টাকা।
পদের নামঃ স্বাস্থ্য কর্মী
পদ সংখ্যাঃ ৪৭০ টি।
যোগ্যতাঃ ৮ম শ্রেণী-জেএসসি, ৫ম শ্রেণী-
পিএসসি, সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেলঃ ২৪,৫৭০/- টাকা।
UNICEF Health Project Job Circular 2023
ইউনিসেফ স্বাস্থ্য প্রকল্পে নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের নিম্নে বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরন করতে হবেঃ- উপরক্ত পদে নিয়োগের ক্ষেত্রে ইউনিসেফ কর্তৃক জারিকৃত জনবল নিয়োগ সংক্রান্ত সকল বিধি-বিধান অনুসরন করতে হবে। উল্লেখিত পদেও সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে এ ক্ষেত্রে কর্তৃপক্ষের যে কোন সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
কর্তৃপক্ষে প্রয়োজনে যে কোন দরখাস্ত বাতিল করার অধিকার সংরক্ষন করেন। নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ চলাকালিন সময়ে সকল শিক্ষগত যোগ্যতার মূলকপি প্রদর্শন করতে হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের ব্যাংক ড্রাফট বাবদ শিশু কল্যাণ ট্রাস্টে নগদ ৫৮০/- টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে হবে। টাকা জমা দেওয়ার ২৪ঘন্টার মধ্যে যোগদান পত্র প্রদান করা হবে।
UNICEF Health Job Circular 2023
আবেদনের নিয়মাবলীঃ- ই-মেইলে আবেদন পত্র দাখিল করতে হবে অবশ্যই নির্ভূল তথ্য ও সততার সাথে প্রেয়ন করতে হবে, এক্ষেত্রে আগ্রহী প্রার্থীগণ সদ্যতোলা ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল ক্ষিক্ষগত যোগ্যতার সার্টিফিকেট/মার্কশিট, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন এবং মোবাইল নম্বর উল্লেক্ষ পূর্বক আবেদন পত্রের সাথে ১টি বায়োডাটা (CV) প্রদত্ত ই-মেইলে unicefhealt[email protected] পাঠাতে হবে। ১ ও ২নং পদের জন্য মটর সাইকেল প্রদান করা হবে। আবেদনের শেষ তারিখ: ১৫/০৬/২০২৩ ইং [বিঃদ্রঃ] শুধু মাত্র বাছাইকৃত/নির্বাচিত প্রার্থীদের ফোন/ক্ষুদে বার্তা (SMS) এর মাধ্যমে জানানো হবে। সূত্র মানব জমিন, প্রথম আলো।