প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচী ও প্রবেশপত্র ডাউনলোড ২০২৪ | Primary Assistant Teacher Admit Card Download

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচী ও প্রবেশপত্র ডাউনলোড ২০২৪ – Primary Assistant Teacher Admit Card Download 2024: পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন উক্ত বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার পাঁচ দিন আগে পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোডে সমস্যা হলে হেল্পলাইনে টেলিফোন বা এসএমএস করে যোগাযোগের পরামর্শ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রবেশপত্র ডাউনলোডের হেল্পলাইনের দুইটি টেলিফোন নম্বরও প্রকাশ করা হয়েছে। হেল্পলাইন নম্বর ০১৩০৫৭০৩৮৬৫ এবং ০১৩০৫৭০৩৮৭১। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা  2য় ধাপে আগামী ০২ ফেব্রুয়ারি ২০২৪ থেকে শুরু হবে। এই পরীক্ষায় পদ ৩২ হাজার ৫৭৭টি পদে নিয়োগ সাথে আরো অতিরিক্ত নিয়োগ দিবে মোট নিয়োগ হবে ৪৫ হাজার। যা বাংলাদেশের সরকারি চাকরির সব চেয়ে বড নিয়োগ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষায় অংশ নিতে ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী আবেদন করেছেন।পরীক্ষার প্রবেশ পত্র ডাউনলোড।

চাকরির ধরনসরকারি চাকরি
জেলা নামসকল জেলা
প্রতিষ্ঠানের দাতা নামপ্রাইমারী স্কুল
অফিসিয়াল ওয়েবসাইটhttp://www.dpe.gov.bd
পদ সংখ্যাসহকারী শিক্ষক
খালি পদ৩২ হাজার ৫৭৭টি
শিক্ষাগত যোগ্যতাস্নাতক ডিগ্রী
এডমিড কার্ড ডাউনলোড লিংকhttp://dpe.teletalk.com.bd
এডমিড ধাপ১ম & ২য় & ৩য়
এডমিড মাধ্যমঅনলাইনে

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচী ও প্রবেশপত্র ডাউনলোড

Admit Card Download

Admit Download By User Id/ Password: Click here to Download Admit Card

Admit Download By SSC Roll/ Board/Year: Click here to Download Admit Card

প্রাথমিক শিক্ষক নিয়োগের ৩য় ধাপের পরীক্ষা ০৩ জুন ২০২২ খ্রি. তারিখে সকাল ১০.৩০ ঘটিকা থেকে ১২:০০ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে সকল ১০:০০ ঘটিকায় মধ্যে উপস্থিত হতে বলা হয়েছে।

স্থগিতকৃত সিলেট জেলা সহ তৃতীয় পর্যায়ের প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় মোট ৩২ জেলার (সম্পূর্ণ/আংশিক) প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩য় ধাপে প্রাথমিকের যেসব জেলার সব উপজেলার পরীক্ষা হবে

৩য় ধাপে যেসব জেলার সব উপজেলায় পরীক্ষা হবে তার তালিকা নিচের অনুচ্ছেদে দেখুন।

জয়পুরহাট, বগুড়া, পাবনা, চুয়াডাঙ্গা, নড়াইল, মেহেরপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, কক্সবাজার, ঝালকাঠী, ভোলা, বরগুনা, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও সিলেট (স্থগিতকৃত)।

তৃতীয় ধাপে যেসব জেলার আংশিক উপজেলার পরীক্ষা হবে

যেসব জেলার কিছু উপজেলায় পরীক্ষা হবে তার তালিকা দেখুন।

নওগাঁ (আত্রাই, বদলগাছী, ধামুরহাট, মহাদেবপুর, মান্দা)।

নাটোর (নলডাঙ্গা, সদর, সিংড়া)।

কুষ্টিয়া (ভেড়ামারা দৌলতপুর, কুমারখালী)।

ঝিনাইদহ (কোটচাঁদপুর, মহেশপুর, শৈলকুপা)।

সাতক্ষীরা (আশাশুনি, শ্যামনগর, তালা)।

বাগেরহাট (সদর, চিতলমারী, ফকিরহাট, রামপাল)।

জামালপুর (বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, সরিষাবাড়ী)।

রাজবাড়ী (বালিয়াকান্দি, সদর)।

পিরোজপুর (ভাণ্ডারিয়া, ইন্দুরকানী, মঠবাড়িয়া)।

পটুয়াখালী (বাউফল, দশমিনা, গলাচিপা)।

সুনামগঞ্জ (ছাতক, দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই, ধর্মপাশা)।

হবিগঞ্জ (আজমিরীগঞ্জ, বানিয়াচং, বাহুবল, চুনারুঘাট)।

কুড়িগ্রাম (ভুরুঙ্গামারী, চিলমারী, সদর, নাগেশ্বরী)।

গাইবান্ধা (সদর, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী)।

প্রাথমিক নিয়োগের তৃতীয় ধাপে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ লক্ষ ৪৬ হাজার ৫৯৮ জন। কেন্দ্রের সংখ্যা ৬৫২টি।

তথ্য বিভ্রাট এড়াতে নিচের বিজ্ঞপ্তি হতে ৩য় ধাপের নিয়োগ পরীক্ষার জেলা/উপজেলার তালিকা দেখুন।

প্রাথমিক নিয়োগ পরীক্ষা ২০২২ দ্বিতীয় ধাপের জেলা ও উপজেলার তালিকা

প্রাথমিকের দ্বিতীয় ধাপের নিয়োগের লিখিত পরীক্ষা পরীক্ষা ২০ মে ২০২২ খ্রি. তারিখ সকাল ১১:০০ টা হতে ১২:০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষায় মোট ৩০ জেলার (আংশিক/সম্পূর্ণ) প্রার্থীদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ৮৪ হাজার ৭২৫ জন এবং কেন্দ্রের সংখ্যা ৬৫৩টি।

২য় ধাপে যেসব জেলার সব উপজেলার প্রার্থীদের পরীক্ষা হবে

২য় ধাপে যেসব জেলার সব উপজেলায় পরীক্ষা হবে তার তালিকা নিম্নে দেওয়া হলো।

রাজশাহী, খুলনা, ফরিদপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, রংপুর ও বরিশাল জেলা।

দ্বিতীয় ধাপে যেসব জেলার আংশিক উপজেলার পরীক্ষা হবে

যেসব জেলার (আংশিক) কিছু উপজেলায় পরীক্ষা হবে সেগুলো হলো—

নওগাঁ (সদর, নিয়ামতপুর, পত্নীতলা, রানীনগর, পোরশা, সাপাহার)।

নাটোর (বাগাতিপাড়া, বড়াইগ্রাম, গুরুদাশপুর, লালপুর)।

সিরাজগঞ্জ (রায়গঞ্জ, শাহজাদপুর, সদর, তাড়াশ)।

কুষ্টিয়া (খোকসা, সদর, মিরপুর)।

ঝিনাইদহ (হরিণাকুণ্ডু, সদর, কালিগঞ্জ)।

যশোর (অভয়নগর, চৌগাছা, সদর, বাঘেরপাড়া)।

সাতক্ষীরা (সদর, দেবহাটা, কলারোয়া, কালিগঞ্জ)।

বাগেরহাট (মোল্লারহাট, মোংলা, মোড়লগঞ্জ, কচুয়া, শরণখোলা)।

জামালপুর (সদর, মাদারগঞ্জ, মেলান্দহ)।

ময়মনসিংহ (মুক্তাগাছা, সদর, নান্দাইল, ফুলপুর, তারাকান্দা, ত্রিশাল)।

নেত্রকোনা (খালিয়াজুড়ী, মদন, মোহনগঞ্জ, সদর, পূর্বধলা)।

কিশোরগঞ্জ (সদর, কুলিয়াচর, মিঠামইন, নিকলী, পাকুন্দিয়া, তাড়াইল)।

টাঙ্গাইল (কালিহাতি, মধুপুর, মির্জাপুর, নাগরপুর, সফিপুর, বাসাইল)।

রাজবাড়ি (কালুখালী, গোয়ালন্দ, পাংশা)।

কুমিল্লা (দেবিদ্বার, হোমনা, লাকসাম, লালমাই, সদর দক্ষিণ, মনোহরগঞ্জ, মুরাদনগর, নাগলকোট, তিতাস)।

নোয়াখালী (বেগমগঞ্জ, চাটখিল, কোম্পানিগঞ্জ, হাতিয়া)।

পিরোজপুর (নাজিরপুর, নেছারাবাদ, সদর)।

পটুয়াখালী (কলাপাড়া, মির্জাগঞ্জ, সদর, রাঙ্গাবালি, দুমকি)।

সুনামগঞ্জ (দোয়ারাবাজার, জগন্নাথপুর, জামালগঞ্জ, শাল্লা, সদর, তাহিরপুর)।

হবিগঞ্জ (সদর, লাখাই, মাধবপুর, নবীগঞ্জ, শায়েস্তাগঞ্জ)।

কুড়িগ্রাম (ফুলবাড়ী, রাজারহাট, রাজীবপুর, রৌমারী, উলিপুর)।

গাইবান্ধা (সাদুল্যাপুর, ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ)।

বিভ্রান্তি এড়াতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রকাশিত নিচের বিজ্ঞপ্তি থেকে ২য় ধাপের নিয়োগ পরীক্ষার জেলা/উপজেলার তালিকা দেখুন

প্রাথমিক নিয়োগের ২য় ধাপের নিয়োগ পরীক্ষার জেলা/উপজেলার তালিকা

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার্থীদের জন্য নির্দেশাবলীঃ 

১.০ পরীক্ষার দিন পরীক্ষা শুরু হওয়ার ৬০ মিনিট আগেই পরীক্ষার্থীদের স্ব স্ব পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে। এরপর তাদের প্রবেশের অনুমতি থাকবে না।

২.০ পরীক্ষার্থীদের জন্য সাধারন নির্দেশনা

পরীক্ষার্থীরা আসন গ্রহণ করার পর একজন কক্ষ পরিদর্শক পরীক্ষার্থীদের জন্য সাধারণ নির্দেশিকাটি পড়ে শােনাবেন। (নির্দেশনাসমূহ পরিশিষ্ট-১ এ দেয়া আছে।)

৩.০ ওএমআর ফরম বিতরণ ও পূরন করা

ওএমআর ফরমের একটি নমুনা পরিশিষ্ট-২ দেয়া আছে। পরীক্ষা শুরুর ২০ মিনিট আগে ওএমআর ফরম দেয়া হবে। ওএমআর ফরম বিতরণ শেষে একজন কক্ষ পরিদর্শক ওএমআর ফরমের পূরণ করার বিভিন্ন বিষয় বুঝিয়ে দিবেন। ওএআর ফরম-এ যে তথ্যগুলাে দিতে হবে, সেগুলাে হল- (ক) রােল নম্বর, (খ) পুরুষ/মহিলা, (গ) সেট কোড, (ঘ) প্রার্থীর নাম, (ঙ) পিতার নাম, (চ) মাতার নাম, (ছ) জেলার নাম (নিজ জেলা) ও (জ) প্রার্থীর স্বাক্ষর।

৪.০ পরীক্ষার্থীর হাতের লেখা সংরক্ষণ

ওএমআর ফরমের নির্দিষ্ট বক্সে বাংলায় ৩(তিন)টি বাক্য ও ইংরেজীতে ২(দুই)টি বাক্য আবশ্যিকভাবে লিখতে হবে।। রােল নম্বরের বৃত্তগুলাে ও সেট কোডের বৃত্ত ভরাট করতে ভুল করলে কিংবা হাজিরা শীটে (একটি নমুনা পরিশিষ্ট-৩ এ দেয়া আছে) স্বাক্ষর ও উপস্থিতি বৃত্তটি ভরাট না করলে তার পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। ওএমআর ফরমে সেট কোডের ঘরে প্রবেশপত্রে উল্লিখিত সেট কোডটির বিপরীতে বৃত্ত ভরাট করতে হবে।

৫.০ ওএমআর-এর সেট কোড ও প্রশ্নের সেট কোডের যােগসূত্রের ফরম যােগসূত্রের ফরমটি কি? পরীক্ষার্থীদের প্রবেশ পত্র (একটি নমুনা পরিশিষ্ট-৪ এ দেয়া আছে)-এ একটি সেট কোড লেখা থাকবে এবং সেই সেট কোডটি ওএমআর ফর্মে পূরণ করবে হবে। যেমন- পদ্মা, মেঘনা, যমুনা……… ইত্যাদি। কিন্তু প্রশ্নের সেট কোড হবে ভিন্ন। যেমন- 1, 2, 3……….ইত্যাদি।

কোন পরীক্ষার্থী কোন সেট কোডের প্রশ্নের উত্তর করবে তার একটি ম্যাপিং করা থাকে। যেমন- যে সকল পরীক্ষার্থীর প্রবেশপত্রে পদ্মা লেখা থাকবে তারা হয়তাে 2 সেট কোডের প্রশ্ন পাবে, যাদের প্রবেশ পত্রে মেঘনা লেখা থাকবে তারা হয়তাে 1 কোডের প্রশ্ন পাবে, ইত্যাদি। পরীক্ষা কক্ষের বাের্ডে আগে থেকেই ওএমআর-এর সেট কোড ও প্রশ্নের সেট কোডের যােগসূত্রের ফরমটি এঁকে রাখা হবে।

২২ এপ্রিল যেসব জেলা ও উপজেলার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে

২২ এপ্রিল ২০২২ খ্রি. তারিখ সকাল ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত যেসব জেলা ও উপজেলার প্রাথমিকের ১ম ধাপের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে-চাঁপাইনবাবগঞ্জ, মাগুরা, শেরপুর, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, ঢাকা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার, লালমনিরহাট জেলার সব উপজেলার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া, বেলকুচি, চৌহালী, কামারখন্দ, কাজীপুর; যশোর জেলার ঝিকরগাছা, কেশবপুর, মনিরামপুর, শার্শা; ময়মনসিংহ জেলার ভালুকা, ধোবাউড়া, ফুলবাড়িয়া, গফরগাঁও, গৌরীপুর, হালুয়াঘাট, ঈশ্বরগঞ্জ।

নেত্রকোনা জেলার আটপাড়া, বারহাট্টা, দুর্গাপুর, কমলকান্দা, কেন্দুয়া; কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম, বাজিতপুর, ভৈরব, হোসেনপুর, ইটনা, করিমগঞ্জ, কটিয়াদি; টাঙ্গাইল জেলার সদর, ভূয়াপুর, দেলদুয়ার, ধনবাড়ি, ঘাটাইল, গোপালপুর। কুমিল্লা জেলার বরুয়া, ব্রাক্ষণপাড়া, বুড়িচং, চান্দিনা, চৌদ্দগ্রাম, সদর, মেঘনা, দাউদকান্দি এবং নোয়াখালী জেলার কবিরহাট, সদর, সেনবাগ, সোনাইমড়ি, সুবর্ণচর উপজেলার প্রার্থীদের পরীক্ষা ২২ এপ্রিল নেওয়া হবে।

তবে দ্বিতীয় ধাপের প্রাথমিকের নিয়োগ পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত হবে এবং কো কোন জেলার পরীক্ষা হবে, সে সম্পর্কে নিশ্চিত কোন তথ্য পাওয়া যায় নি।

Check Also

অনার্স ৩য় বর্ষের রেজাল্ট ২০২৪

অনার্স ৩য় বর্ষের রেজাল্ট ২০২৪ – NU Honours 3rd Year Result 2024: অ্যাকাডেমিক কাউন্সিল ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *