প্রাথমিক সহকারী শিক্ষক ১ম ধাপের নিয়োগ পরীক্ষার ফলাফল ২০২৩ -Primary Assistant Teacher 1st Phase Exam Result 2023: সহকারী শিক্ষক ১ম ধাপের নিয়োগ পরীক্ষার পরীক্ষার রেজাল্ট ২০২৩ প্রকাশিত হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে www.dpe.gov.bd প্রকাশ করা হয়েছে। আমাদের ওয়েবসাইট থেকে সহজেই প্রাথমিক শিক্ষক নিয়োগের ফলাফল পেতে পারেন।
এ ফলাফল সাময়িক ফলাফল হিসেবে গণ্য হবে। এ ফলাফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীগণ কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এ ফলাফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত “সহকারী শিক্ষক নিয়োগ এর কোন শূন্য পদে নিয়োগের জন্য কোন নিশ্চয়তা প্রদান করে না। প্রকাশিত ফলাফলের যে কোন পর্যায়ে কোন প্রকার ভুল-ভ্রান্তি/ত্রুটি-বিচ্যুতি/মুদ্রণজনিত ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন করার বা প্রয়োজনবোধে সংশ্লিষ্ট ফলাফল বাতিল করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
কোন প্রার্থী ইচ্ছাকৃতভাবে কোন ভুল তথ্য প্রদান করলে কিংবা কোন তথ্য গোপন করেছেন মর্মে প্রতীয়মান/প্রমাণিত হলে কর্তৃপক্ষ তার ফলাফল বা নির্বাচন বাতিল করতে পারবে। প্রার্থীদের লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, অনুসরণপূর্বক নিয়োগের জন্য চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে।
উল্লেখ্য যে, প্রাইমারি নিয়োগ প্রথম ধাপে পরীক্ষায় অংশগ্রহণ করে ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন প্রার্থী। এর মাঝে নিয়োগ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোট ৪০ হাজার ৫৪১ জন প্রার্থী। ১ম ধাপে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে ৪ লাখ ৮৪ হাজার ৭২৪ জন। পরীক্ষা শেষে যার উত্তরপত্র মূল্যায়নে কাজ চলছে আশা করা যাচ্ছে অতি দ্রুতই প্রকাশ করা হবে ১ম ধাপের প্রাইমারি পরীক্ষার ফলাফল।
প্রাইমারির বর্তমান কোটার হিসাব
নিয়োগ বিধিমালা-২০১৯ অনুসারে…সহকারী শিক্ষক পদে
১। ৬০ শতাংশ নারী কোটা
২। ২০ শতাংশ পোষ্য কোটা ও
৩। ২০ শতাংশ পুরুষ কোটা।
এই ৩ কোটার প্রতিটি ক্যাটাগরিতে অবশ্যই ২০ শতাংশ বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতে হবে। তবে এভাবে তিন কোটায় বিজ্ঞান বিষয়ের যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া যাবে।