পরিবার পরিকল্পনা সমিতি বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ -Family Planning Association of Bangladesh (FPAB) Job Circular 2023: আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প (২য় পর্যায়) এর সহযোগী বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) কর্তৃক পরিচালিত গাজীপুর সিটি কর্পোরেশন, পিএ-১ এর রাবেয়া আনোয়ার নগর মাতৃসদন এবং নগর স্বাস্থ্য কেন্দ্রের আওতাধীন ইএসপি কার্যক্রমের পদসমূহের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
চাকরির ধরন | এনজিও চাকরি |
জেলা নাম | উল্লেখিত জেলা |
প্রতিষ্ঠানের দাতা নাম | পরিবার পরিকল্পনা সমিতি বাংলাদেশ |
ওয়েবসাইট | http://www.fpab.org.bd |
পদ সংখ্যা | ০৫টি |
খালি পদ | অসংখ্য |
শিক্ষাগত যোগ্যতা | ৮ম/এইচএসসি/স্নাতকোত্তর |
আবেদনের শেষ তারিখ | ০৫ ডিসেম্বর, ২০২৩ |
আবেদন নিয়ম | আগ্রহী প্রার্থীরা bdjobs মাধ্যমে আবেদন করতে পারবেন |
আবেদনের মাধ্যম | ই-মেইল/ডাকযোগে |
পরিবার পরিকল্পনা সমিতি নিয়োগ ২০২৩
পদের নাম: স্পেশালিস্ট ফিজিশিয়ান (শিশু বিশেষজ্ঞ), পদের সংখ্যা: ০১ জন, যোগ্যতা: এমবিবিএস, পেড্রিয়াট্রিয়ান-এ স্নাতকোত্তর
ডিগ্রি/ডিসিএইচ আবশ্যক। এছাড়া পেডিয়াট্রিয়ান বিষয়ে এনজিও ক্লিনিকে/প্রাইভেট ক্লিনিক/মাতৃসদন ব্যবস্থাপনায় ৩ বৎসরের কাজের
অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক নির্ধারিত বেতন সর্বসাকুল্যে ৫৬,৫২৫/- (ছাপ্পান্ন হাজার পাঁচশত পঁচিশ) টাকা।
পদের নাম: নার্স (মহিলা), পদের সংখ্যা: ০২ জন, যোগ্যতা: সরকারিভাবে স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে ৩ বছরের ডিপ্লোমা ইন নার্স ডিগ্রিধারী হতে হবে। নার্স হিসেবে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বিএমডিসি/নার্সিং কাউন্সিল থেকে সনদধারী ও প্রজনন স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমআর ট্রেনিং প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। মাসিক নির্ধারিত বেতন সর্বসাকুল্যে ২৭,১০০/- (সাতাশ হাজার একশত) টাকা।
পদের নাম: এডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা: ০১ জন, যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাশ এবং ২য় বিভাগ থাকতে হবে। উক্ত কাজে অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক নির্ধারিত বেতন সর্বসাকুল্যে ১৯,৭৮০/- (উনিশ হাজার সাতশত আশি) টাকা।
পদের নাম: সার্ভিস প্রমোটর (মহিলা), পদের সংখ্যা: ০১ জন, যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাশ এবং ২য় বিভাগ থাকতে হবে। উক্ত কাজে অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক নির্ধারিত বেতন সর্বসাকুল্যে ১৯,৩০০/- (উনিশ হাজার তিনশত) টাকা।
পদের নাম: অ্যাম্বুল্যান্স ড্রাইভার (পুরুষ), পদের সংখ্যা: ০১ জন, যোগ্যতা: ৮ম শ্রেণী পাশ। ড্রাইভিং লাইসেন্স এবং অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক নির্ধারিত বেতন সর্বসাকুল্যে ১৭,০৪৫/- (সতের হাজার পঁয়তাল্লিশ) টাকা।