Breaking News

পরিবার পরিকল্পনা সমিতি বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | FPAB Job Circular

পরিবার পরিকল্পনা সমিতি বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ -Family Planning Association of Bangladesh (FPAB) Job Circular 2023: আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প (২য় পর্যায়) এর সহযোগী বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) কর্তৃক পরিচালিত গাজীপুর সিটি কর্পোরেশন, পিএ-১ এর রাবেয়া আনোয়ার নগর মাতৃসদন এবং নগর স্বাস্থ্য কেন্দ্রের আওতাধীন ইএসপি কার্যক্রমের পদসমূহের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

চাকরির ধরন এনজিও চাকরি
জেলা নাম উল্লেখিত জেলা
প্রতিষ্ঠানের দাতা নাম পরিবার পরিকল্পনা সমিতি বাংলাদেশ
ওয়েবসাইট http://www.fpab.org.bd
পদ সংখ্যা ০৫টি
খালি পদ অসংখ্য
শিক্ষাগত যোগ্যতা ৮ম/এইচএসসি/স্নাতকোত্তর
আবেদনের শেষ তারিখ ০৫ ডিসেম্বর, ২০২৩
আবেদন নিয়ম আগ্রহী প্রার্থীরা bdjobs মাধ্যমে আবেদন করতে পারবেন
আবেদনের মাধ্যম ই-মেইল/ডাকযোগে

পরিবার পরিকল্পনা সমিতি নিয়োগ ২০২৩

পদের নাম: স্পেশালিস্ট ফিজিশিয়ান (শিশু বিশেষজ্ঞ), পদের সংখ্যা: ০১ জন, যোগ্যতা: এমবিবিএস, পেড্রিয়াট্রিয়ান-এ স্নাতকোত্তর
ডিগ্রি/ডিসিএইচ আবশ্যক। এছাড়া পেডিয়াট্রিয়ান বিষয়ে এনজিও ক্লিনিকে/প্রাইভেট ক্লিনিক/মাতৃসদন ব্যবস্থাপনায় ৩ বৎসরের কাজের
অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক নির্ধারিত বেতন সর্বসাকুল্যে ৫৬,৫২৫/- (ছাপ্পান্ন হাজার পাঁচশত পঁচিশ) টাকা।

পদের নাম: নার্স (মহিলা), পদের সংখ্যা: ০২ জন, যোগ্যতা: সরকারিভাবে স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে ৩ বছরের ডিপ্লোমা ইন নার্স ডিগ্রিধারী হতে হবে। নার্স হিসেবে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বিএমডিসি/নার্সিং কাউন্সিল থেকে সনদধারী ও প্রজনন স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমআর ট্রেনিং প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। মাসিক নির্ধারিত বেতন সর্বসাকুল্যে ২৭,১০০/- (সাতাশ হাজার একশত) টাকা।

পদের নাম: এডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট, পদের সংখ্যা: ০১ জন, যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাশ এবং ২য় বিভাগ থাকতে হবে। উক্ত কাজে অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক নির্ধারিত বেতন সর্বসাকুল্যে ১৯,৭৮০/- (উনিশ হাজার সাতশত আশি) টাকা।

পদের নাম: সার্ভিস প্রমোটর (মহিলা), পদের সংখ্যা: ০১ জন, যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাশ এবং ২য় বিভাগ থাকতে হবে। উক্ত কাজে অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক নির্ধারিত বেতন সর্বসাকুল্যে ১৯,৩০০/- (উনিশ হাজার তিনশত) টাকা।

পদের নাম: অ্যাম্বুল্যান্স ড্রাইভার (পুরুষ), পদের সংখ্যা: ০১ জন, যোগ্যতা: ৮ম শ্রেণী পাশ। ড্রাইভিং লাইসেন্স এবং অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক নির্ধারিত বেতন সর্বসাকুল্যে ১৭,০৪৫/- (সতের হাজার পঁয়তাল্লিশ) টাকা।

Family Planning Association of Bangladesh Job Circular 2023

প্রতিটি পদের জন্য এফপিএবি-র নিয়মানুযায়ী দুটি উৎসব ভাতা প্রাপ্য হবে নাগরিকত্ব ও শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও ২ কপি সত্যায়িত ছবি, টেলিফোন/মোবাইল/ ই-মেল নম্বরসহ আগামী ৫ ডিসেম্বর ২০২৩ তারিখের মধ্যে আহবায়ক, এফপিএবি, ২ নয়া পল্টন, ঢাকা ১০০০ ঠিকানায় অথবা [email protected] ই-মেল ঠিকানায় আবেদনপত্র পৌঁছাতে হবে। ডাক বা কুরিয়ারযোগে প্রেরণের ক্ষেত্রে খামের উপর পদের নাম এবং ই-মেইলের মাধ্যমে প্রেরণের ক্ষেত্রে Subject line- এ পদের নাম উল্লেখ করতে হবে। প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। যে কোনে আবেদনপত্র গ্রহণ/বাতিল এবং নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী সংযোজন/শিথিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন । এফপিএবি শিশু, যুব এবং ঝুঁকিগ্রস্ত প্রাপ্তবয়স্কদের নিরাপত্তা এবং সুরক্ষায় অঙ্গীকারাবদ্ধ।

পরিবার পরিকল্পনা সমিতি বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

  1. চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা
  2. সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা

Check Also

শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Teacher Registration Job Circular

শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ -(Teacher Registration Job Circular 2023): দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষক …