উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Upazila Family Planning Office Job

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ -(Upazila Family Planning Office Job Circular 2023): Paid Peer Volunteer পদে অধীনে নির্ধারিত জেলার নিম্নবর্ণিত রাজস্বখাতভুক্ত শূন্যপদ পূরণের নিমিত্ত পদের পাশে উল্লিখিত সংশ্লিষ্ট জেলা/উপজেলা/সিটি কর্পোরেশন/ইউনিয়ন/পৌরসভা/ইউনিট/ওয়ার্ডের স্থায়ী নাগরিকদের নিকট হতে শর্ত সাপেক্ষে নির্ধারিত ছকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। শুধুমাত্র উল্লেখিত জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

চাকরির ধরনসরকারি চাকরি
জেলা০১ টি জেলা
প্রতিষ্ঠানের দাতা নামউপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়
ওয়েবসাইটhttps://dgfp.gov.bd/
পদ সংখ্যাPaid Peer Volunteer
খালি পদ১৪ টি
শিক্ষাগত যোগ্যতাএসএসসি
আবেদনের শেষ তারিখ ০৬ জুন, ২০২৩
আবেদনের মাধ্যমডাকযোগে/সরাসরি/কুরিয়ারে

আরো দেখুনঃ চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা 

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ ২০২৩

উপজেলা পরিবার পরিকল্পনা নিয়োগ ২০২৩ঃ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম (সিসিএসডিপি) কাওরান বাজার, ঢাকা-এর স্মারক নং-পপঅ/সিসিএসডিপি/PPV-নিয়োগ- ৪৮২/২০২১-২২/৩২১৭, তারিখঃ ২৫-০৪-২০২৩ খ্রি. মোতাবেক স্থায়ী ও দীর্ঘমেয়াদি পদ্ধতি (LARC&PM) কার্যক্রমে গতিশীলতা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্যে আটোয়ারী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের Peer Activities কার্যক্রমে ওয়ার্ড/ইউনিট ভিত্তিক “কাজ নাই, ভাতা নাই” ভিত্তিতে * Paid Peer Volunteer” নিয়োগের জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের উল্লেখিত গ্রামের স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে নির্ধারিত ছকে আগ্রহী প্রার্থীদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

পদের নামঃ Paid Peer Volunteer
শিক্ষাগত যোগ্যতাঃ নূন্যতম এসএসসি পাশ।
বেতন স্কেলঃ দৈনিক ৪০০/- টাকা।

Upazila Family Planning Office Job Circular 2023

সবগুলো বিজ্ঞপ্তির শূণ্যপদ, আবেদনের নিয়মসহ অন্যান্য সকল কিছু একই হওয়ায় প্রথম বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেয়া হলো এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তির নিচে আবেদনের লিংক দেয়া আছে। বিস্তারিত দেখে নিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।

আবেদনপত্র মেডিকেল অফিসার(এমসিএইচ-এফপি) ও সদস্য সচিব Paid Peer Volunteer নিয়োগ/বাছাই কমিটি, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, আটোয়ারী, পঞ্চগড় বরাবর আগামী ২৯-০৫-২০২৩ খ্রি. তারিখ হতে ০৬-০৬-২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত অফিস চলাকালীন (বিকাল ৪.০০ঘটিকা) সময়ের মধ্যে (ছুটির দিন ব্যতীত) ডাকযোগে পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র গৃহীত হবে না।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

 

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

শর্তাবলিঃ

২৮/০৫/২০২৩ খ্রি. তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধি বিধান ও কোটা নীতি অনুসরণ করা হবে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধি বিধান কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

প্রার্থীর যোগ্যতা যাচাইঃ প্রার্থীগণকে বিজ্ঞাপনে উল্লিখিত কর্ম এলাকার ছয়ী বাসিন্দা এবং শুধুমাত্র বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শারীরিক ও মানসিকভাবে সু-স্বাস্থ্যের অধিকারী হতে হবে। চাকুরীতে যোগদানের সময় সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত মেডিকেল সার্টিফিকেট দাখিল করতে হবে (নিজ ব্যবস্থাপনায়)। সমাজ কল্যাণমূলক কাজ করতে আগ্রহী হতে হবে। সাহা, পরিবার পরিকল্পনা ও দৃষ্টি বিষয়ে পূর্ব অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার প্রদান করা হবে।

সম্রষ্ট স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি (LARC & PM) গ্রহীতাদের অগ্রাধিকার দেয়া হবে। দুই সন্তানের অধিক সন্তান বিশিষ্ট দম্পতি অযোগ্য হিসেবে বিবেচিত হবে। মুক্তিযোদ্ধা পোদানের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। ভবিষ্যতে তথ্যের গরমিল পাওয়া গেলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে। প্রার্থীগণকে নিম্নোক্ত সনদ/কাগজপত্রের ফটোকপি গেজেটেড কর্মকর্তা (ন্যূনতম ৯ম গ্রেড) কর্তৃক সত্যায়ন করে ১ (এক) সেট আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে।

আবেদনপত্র মেডিকেল অফিসার(এমসিএইচ-এফপি) ও সদস্য সচিব Paid Peer Volunteer নিয়োগ/বাছাই কমিটি, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, আটোয়ারী, পঞ্চগড় বরাবর আগামী ২৯-০৫-২০২৩ খ্রি. তারিখ হতে ০৬-০৬-২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত অফিস চলাকালীন (বিকাল ৪.০০ঘটিকা) সময়ের মধ্যে (ছুটির দিন ব্যতীত) ডাকযোগে পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র গৃহীত হবে না।

প্রার্থীর সদ্যতোলা পাসপোর্ট সাইজের ০৪ (চার) কপি সত্যায়িত রঙিন ছবি। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা এর স্থায়ী বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র। ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদর চারিত্রিক সনদপত্র।

জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন এর সত্যায়িত অনুলিপি। স্বামীর জাতীয় পরিচয়পত্র। বিবাহের কাবিননামা। অভিজ্ঞতার (সমাজকল্যাণ মূলক চাকুরী) সত্যায়িত সনদপত্র (যদি থাকে)। (ঝ) আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা এর পুত্র-কন্যা ও পুত্র কন্যার পুত্র কন্যা হলে আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এর পুত্র-কন্যা ও পুত্র কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত সনদ।

UFPO Job Circular 2023

(আবেদনকারীর সাথে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সম্পর্ক অবশ্যই উল্লেখ করতে হবে)। আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা এর পুত্র-কন্যা ও পুত্র কন্যার পুত্র কন্যা হলে মুক্তিযোদ্ধার প্রমাণক হিসেবে গেজেট, নাম মুক্তি বার্তা/ ভারতীয় তালিকা প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত সনদের ছায়ালিপি। মৌখিক পরীক্ষার প্রবেশপত্র সংযুক্ত করতে হবে। নির্ধারিত আবেদনপত্র, প্রবেশপত্র ছক ও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য উপজেলা নির্বাহী অভিসার, সেনবাগ নোয়াখালী এর ওয়েব পোর্টাল (https://madarganj.jamalpur.gov.bd/)।

ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, সেনবাগ নোয়াখালী এর ভয়েস পোর্টাল (https://fpo.madarganj.jamalpur.gov.bd/) পাওয়া যাবে। অস্পষ্ট, এটিপূর্ণ ও প্রার্থীর স্বাক্ষর বিহীন সরাসরি বাতিল না হলে। ১০০ (একশত) নম্বরের মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হলে। আবেদনপত্র প্রেরণের খামের উপর নিজ ইউনিয়ন, ইউনিট নম্বর ও বিশেষ কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর নাম ও পূর্ণঠিকানা। গ্রহণ করা হবেঃ- উল্লেখ পূর্বক ১০ (দশ) টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিট যুক্ত (৫০৫) ইঞ্চি বিশিষ্ট তে নাম যুক্ত করতে হলে।

Paid Peer Volunteer-দের যোগদানের সময় ৩০০/- (তিনশত) টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে নিম্নলিখিত বিষয়সমূহ উল্লেখ পূর্বক অঙ্গীকারনামা  সংশ্লিষ্ট কর্ম এলাকায় রাজদ খাতে পা কর সহকারী পদে জনবল নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। Paid Peer Volunteer পদে দায়িত্ব পালনকালে স্থায়ীকরণ এবং জাতীয় বেতনস্কেলে অন্তর্ভুককরণ সংক্রান্ত বিষয়ে কোন নারী উত্থাপন করবে না। Paid Peer Volunteer পদে স্থায়ীকরণ এবং জাতীয় বেতনভেলের সংক্রান্ত বিষয়ে কোনরূপ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের দ্বারস্থ হবে না।

এ নিয়োগ সম্পূর্ণ অস্থী, কাজ নাই ভাতা নাই ভিত্তিতে অপারেশনাল মানের মেয়াদকাল (জুন 28 ) থাকবে। মেয়াদ শেষে জয়াংন্যিভাবে উল্লিখিত নিয়োগ বাতিল বলে গণ্য হে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ভাতাদি সরকারী বিধি মোতাবেক সংশ্লিষ্ট উপজেলা হতে প্রদেয় হবে। অর্পিত দায়িত্ব পালন এবং কার্যক্রমের অগ্রগতি সন্তোষজনক কর্তৃপক্ষ নিয়োগ বাতিল করতে পারবে।

প্রতিমাসে Paid Peer Volunteer গুণের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হবে। একাধারে ০৩ (তিন) মাস অগ্রগতি সন্তোষজনক না হলে কর্তৃপক্ষ নিয়োগ বাতিলের ব্যবস্থা নিবেন।  স্বেচ্ছায় দায়িত্ব হতে অব্যাহতি নিতে চাইলে কর্তৃপক্ষকে কমপক্ষে ০১ (এক) মাস পূর্বে অবহিত করতে হবে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর হতে সরবরাহকৃত পোশাক পরিধান করে কর্ম এলাকায় কাজ করতে হবে এবং কর্ম এলাকায় অবস্থান করতে হলে।

আবেদনপত্র মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ও সদস্য সচিব Paid Peer Volunteer নিয়োগ ও বাছাই কমিটি, আগামী  ২৪/০৫/২০২৩  খ্রিঃ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে (সরকারী ছুটির দিন ব্যতীত) মেডিকল অফিসার (এমসিএইচ-এফপি), উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, মাদারগঞ্জ, জামালপুর বরাবর সরাসরি আবেদনপত্র উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে রক্ষিত সিলগালাকৃত বাক্সে দাখিল করতে হবে।। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র গৃহীত হবে না। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকেই এ নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন অথবা আংশিক বা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নিয়োগ

  1. চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা
  2. সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা

Check Also

চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা ২০২৪

চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা ২০২৪

চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা ২০২৪ Ongoing all Government Job Circular 2024 : …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *