Breaking News

সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | SETU NGO Job Circular

সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ -SETU NGO Job Circular 2022: ৫ টি পদে ২৮৬ জনকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেতু এনজিও। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবে। আবেদন করতে পারবেন ২৬ মে, ২০২২ র্পযন্ত। সকল চাকরির খবর আপডেট পেতে ভিজিট করুন priojob.com

চাকরির ধরন সরকারি চাকরি
জেলা নাম উল্লেখিত জেলা
প্রতিষ্ঠানের দাতা নাম সেতু এনজিও
অফিসিয়াল ওয়েবসাইট https://setu-ngo
পদ সংখ্যা ০৫ টি
খালি পদ ২৮৬ জন
শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রী
আবেদন পত্র প্রেরণ এর ঠিকানা বরাবর
সহকারী পরিচালক (মানব সম্পদ বিভাগ)
সোশ্যাল ডেভেলপমেন্ট ইউনিটি-সেতু
প্রধান কার্যালয় প্লট-৯১, ব্লক-২, রোড-১২,
টাঙ্গাইল হাউসিং স্টেট, পশ্চিম আকুর টাকুর পাড়া, টাঙ্গাইল।
আবেদনের শেষ তারিখ ২৬ মে, ২০২২
আবেদনের মাধ্যম ডাকযোগে

আরো দেখুন: চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা

সেতু এনজিও নিয়োগ ২০২২

সোসাল এডভান্সমেন্ট ভ্রু ইউনিটি (সেতু) জাতীয় পর্যায়ের একটি ক্ষুদ্রঋণ সহায়তাকারী সংস্থা। উক্ত সংস্থা পিকেএসএফ, বিভিন্ন ব্যাংক ও দাতা প্রতিষ্ঠান এর অর্থায়নে পরিচালিত। সংস্থার মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির (এমআরএ) সনদ নং- ০০০০০৪৭ ও এনজিও বিষয়ক ব্যুরোর সনদ নং-৭৯৫। সংস্থার মাঠ পর্যায়ে টাংগাইল, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ ও বগুড়া জেলায় সমন্বিত উন্নয়ন ও ক্ষুদ্রণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জরুরী ভিত্তিতে নিম্নে বর্ণিত পদ ও শর্তে বেশ কিছুসংখ্যক উন্নয়ন কর্মী নিয়োগ করা হবে। বর্ণিত পদে নিয়োগ পেতে আগ্রহী, সৎ, পরিশ্রমী ও উদ্যমী প্রার্থীদের নিকট থেকে আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে।

পদের নামঃ জোনাল ম্যানেজার, গ্রেড-৬-বি
পদ সংখ্যাঃ ৬ টি।
বেতনঃ ৫৩,১০০ টাকা।
বয়সঃ ৩৫-৪০ বছর।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর ডিগ্রী। ২-৫ বছরের কাজের অভিজ্ঞতা।

পদের নামঃ এরিয়া ম্যানেজার, গ্রেড-৭-বি
পদ সংখ্যাঃ ১০ টি।
বেতনঃ ৪০,৩০০ টাকা।
বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর ডিগ্রী। ২-৫ বছরের কাজের অভিজ্ঞতা।

পদের নামঃ শাখা ব্যবস্থাপক, গ্রেড-৮-বি
পদ সংখ্যাঃ ৩০ টি।
বেতনঃ ৩২,৯০০ টাকা।
বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর ডিগ্রী। ২ বছরের কাজের অভিজ্ঞতা।

পদের নামঃ শিক্ষানবিস শাখা ব্যবস্থাপক, গ্রেড-৮-বি
পদ সংখ্যাঃ ৪০ টি।
বেতনঃ ৩২,৯০০ টাকা।
বয়সঃ ২৮-৩৫ বছর।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর ডিগ্রী।

পদের নামঃ ক্রেডিট অফিসার, গ্রেড-১০-বি
পদ সংখ্যাঃ ২০০ টি।
বেতনঃ ২১,৯০০ টাকা।
বয়সঃ ২২-৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী।

আবেদনের পদ্ধতিঃ প্রার্থীকে স্বহস্তে লিখে ডাকযোগে আবেদনপত্র প্রেরণ করতে হবে। আবেদন পত্রের সাথে পূর্ণ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ পত্র, অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয় পত্রের অনুলিপি, ছবি ও মোবাইল নাম্বার সহ দরখাস্ত আগামী ২৬/০৫/২০২২ তারিখের মধ্যে নিম্নের ঠিকানায় প্রেরণ করতে হবে।

আবেদনের ঠিকানা
বরাবর
সহকারী পরিচালক (মানব সম্পদ বিভাগ)
সোশ্যাল ডেভেলপমেন্ট ইউনিটি-সেতু
প্রধান কার্যালয় প্লট-৯১, ব্লক-২, রোড-১২,
টাঙ্গাইল হাউসিং স্টেট, পশ্চিম আকুর টাকুর পাড়া, টাঙ্গাইল।

অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুনঃ

SETU NGO Job Circular 2022

শর্তাবলীঃ

প্রার্থীকে আবেদন পত্র স্ব-হস্তে লিখতে হবে। আবেদন পত্রে নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা (পাশের সন ও প্রাপ্ত বিভাগ/জিপিএ সহ), জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, অভিজ্ঞতা, সঢল মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সাথে সদ্যতোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের অনুলিপি, ইউনিয়ন পরিষদ, পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের মূল সনদপত্র/ভোটার আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করতে হবে।

সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

শিক্ষানবিশ শাখা ব্যবস্থাপক পদে নির্বাচিত প্রার্থীদের ১ (এক) বছর প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রথম ৪ মাস সরাসরি মাঠ পর্যায়ে সদস্য নির্বাচন, সদস্য সংগঠিত করা, সমিতি গঠন, সদস্যদের সাথে সঞ্চয় ও ঋণ কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। পরবর্তী ৪ মাস শাখার যাবতীয় হিসাব পরিচালনায়, কম্পিউটার ও রিপোর্টিং এর উপর দক্ষতা অর্জন করতে হবে।

প্রথম ও দ্বিতীয় ধাপ শেষে মূল্যায়নের ভিত্তিতে যাচাই করে তৃতীয় ধাপে উন্নীত করা হবে। তৃতীয় ধাপে উন্নীত প্রার্থীদের ৪ মাসের জন্য একটি শাখার ভারপ্রাপ্ত শাখা ব্যবস্থাপক পদে দায়িত্ব দেয়া হবে। উল্লেখিত সময়ে দায়িত্ব সঠিকভাবে পালন করলে মূল্যায়নের ভিত্তিতে নিম্নমতকরণসহ স্থায়ী ভাবে শাখা ব্যবস্থাপক পদে দায়িত্ব প্রদান করা হবে। প্রতি ধাপে মূল্যায়নের ক্ষেত্রে অকৃতকার্য হলে, প্রতি বাপে প্রশিক্ষণকাল ৩ মাস বৃদ্ধি হতে পারে। যোগদানের সময়ে প্রার্থীকে ন্যূনতম এ বছর চাকুরী করার নিশ্চয়তা সম্পর্কিত হলফ নামা প্রদান করতে হবে।

সেতু নিয়োগ

তবে সরকারী চাকুরীর নিশ্চয়তা থাকলে শর্তটি শিথিলযোগ্য। ক্রেটি অফিসার, গ্রেড-১০-বি পদে নির্বাচিত প্রার্থীকে নিয়োগের পর প্রথম ১ (এক) মাস প্রশিক্ষণার্থী হিসেবে কাজ করতে হবে। প্রশিক্ষণকাল সফলতার সাথে শেষ হলে শিক্ষানবিশকালে উন্নীত করা হবে। শিক্ষানবিশ শাখা ব্যবস্থাপক পদ ব্যতিত, সকল পদে শিক্ষানবিকাল ৬ (ছয়) মাস। শিক্ষানবিশকাল সফলতার সাথে উত্তীর্ণ হওয়ার পর সংস্থার নিয়ম অনুযায়ী চাকুরীতে নিয়মিতকরণ করা হবে।

নিয়মিত হলে প্রভিডেন্ট ফান্ড (কন্ট্রিবিউটরি), গ্র্যাচুইটির সুবিধা (চাকুরীকাল ৫ বছর পূর্ণ হলে ১টি, ১০ বছরে ২টি ও ১৫ বছরে ৩টি করে সর্বশেষ মূল বেতন প্রদান করা হবে) ও বছরে ৩টি উৎসব ভাতা (মূল বেতনের সমান ২টি ও ১টি মূল বেতনের ৫০% ) প্রদান করা হবে। ৬. নির্বাচিত প্রার্থীকে ২নং পদের জন্য আমানত বাবদ এককালীন ২০,০০০/- (বিশ হাজার) টাকা, ৩ ও ৪নং পদের জন্য ১৫,০০০/- (পনের হাজার) টাকা এবং ৫নং পদ প্রার্থীদের

১০,০০০/-(দশ হাজার) টাকা (যা ফেরতযোগ্য) সংস্থার প্রধান কার্যালয়ের হিসাব বিভাগে জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে। প্রার্থীকে আবেদন পত্রের সাথে পরীক্ষার ফি বাবন ২০০/- (দুইশত) টাকা “সোসাল এডভান্সমেন্ট প্রু ইউনিটি (সেতু)” এই নামে সোনালী ব্যাংক লি., টাংগাইল বাজার শাখা, টাংগাইল, হিসাব নং-৬০২-৬০০-১০০-১০৪৪-এ অন লাইনে জমা দিয়ে জমার রশিদ সংযুক্ত করতে হবে অথবা সংস্থার মার্চেন্ট বিকাশ নাম্বারে (০১৮৮১-০০৮৮০) ২০৫/- (দুইশত পঁচ) টাকা (রেফারেন্স এ নিজ মোবাইল নাম্বার উল্লেখ করে ) প্রদান করে Transaction ID নাম্বার আবেদন পত্রে উল্লেখ করতে হবে।

আগামী ২৬/০৫/২০২২খ্রি. তারিখের মধ্যে ডাকযোগে/হাতে হাতে অফিস চলাকালীন সময়ে সহকারী পরিচালক (মানব সম্পদ) বরাবরে সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু), প্রধান কার্যালয়, পুঁট-১১, ব্লক-২, রোড-১২, টাংগাইল হাউজিং এস্টেট, পশ্চিম আকুর টাকুর পাড়া, টাংগাইল এই ঠিকানায় আবেদন পত্র পৌঁছাতে হবে। শর্তাবলী পূরণে অক্ষম প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।

SETU Job Circular 2022

আবেদনকারী ১-৪নং পনের প্রার্থীদের লিখিত, মৌখিক ও কম্পিউটার টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ৫নং পদের প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার অংশগ্রহণ করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও স্থান এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের কোন প্রকার TA/DA প্রদান করা হবে না।

Check Also

খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | (শূন্যপদ ১৩৭৭ টি)

খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ -(Directorate General of Food dgfood Job Circular 2023): খাদ্য অধিদপ্তর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *