পরিবার পরিকল্পনা সমিতি বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ -Family Planning Association of Bangladesh (FPAB) Job Circular 2023: বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) -এর কুমিল্লা, যশোর, জামালপুর, খুলনা, কুষ্টিয়া, সিলেট ও টাঙ্গাইল শাখার জন্য “মেডিকেল অফিসার” পদে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
চাকরির ধরন | এনজিও চাকরি |
জেলা নাম | উল্লেখিত জেলা |
প্রতিষ্ঠানের দাতা নাম | পরিবার পরিকল্পনা সমিতি বাংলাদেশ |
ওয়েবসাইট | http://www.fpab.org.bd |
পদ সংখ্যা | ০৫টি |
খালি পদ | অসংখ্য |
শিক্ষাগত যোগ্যতা | ৮ম/এইচএসসি/স্নাতকোত্তর |
আবেদনের শেষ তারিখ | ১৫ ডিসেম্বর, ২০২৩ |
আবেদন নিয়ম | আগ্রহী প্রার্থীরা bdjobs মাধ্যমে আবেদন করতে পারবেন |
আবেদনের মাধ্যম | ই-মেইল/ডাকযোগে |
পরিবার পরিকল্পনা সমিতি নিয়োগ ২০২৩
যোগ্যাতাঃ এমবিবিএস ডিগ্রী এবং বিএমডিসি কর্তৃক নিবন্ধিত। সংশ্লিষ্ট কাজে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। (প্রজনন ও যৌন স্বাস্থ্য/মাতুস্বাস্থ্য/স্ত্রীরোগ বিষয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে) মাসিক বেতন: ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা (সর্বসাকল্যে)। এফপিএবি-এর চাকুরিবিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। বয়সঃ সর্বোচ্চ ৩৫ বৎসর। (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিল যোগ্য) আগ্রহী প্রার্থীদের নিম্নোক্ত তথ্যাদিসহ আবেদনপত্র প্রেরণ করতে হবে।
১। প্রার্থীর নাম ২। স্বামী/পিতার নাম ৩। মাতার নাম ৪। বর্তমান ঠিকানা ৫। স্থায়ী ঠিকানা ৬। জন্ম তারিখ ৭। শিক্ষাগত যোগ্যতা ৮। প্রশিক্ষণ ৯। প্রজনন ও যৌন স্বাস্থ্য/প্রসূতি/স্ত্রীরোগ বিষয়ে কর্ম-অভিজ্ঞতা (যদি থাকে) ১০। অতিরিক্ত যোগ্যতা (যদি থাকে)। নাগরিকত্ব ও শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি ও ২ কপি সত্যায়িত ছবি, টেলিফোন/মোবাইল/ই-মেইল নম্বরসহ, আগামী ১৫ ডিসেম্বর ২০২৩ তারিখের মধ্যে আহবায়ক, তত্ত্বাবধায়ক বডি, এফপিএবি, ২ নয়াপল্টন, ঢাকা-১০০০ এই ঠিকানায় অথবা hr@fpab.org.bd ই-মেইল ঠিকানায় আবেদনপত্র পৌঁছাতে হবে। ডাক বা কুরিয়ার যোগে প্রেরণের ক্ষেত্রে খামের উপর পদের নাম এবং ই-মেইলের মাধ্যমে প্রেরণের ক্ষেত্রে Subject line-এ পদের নাম লিখতে হবে। প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। যে কোন আবেদনপত্র গ্রহণ/বাতিল এবং নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী সংযোজন/শিথিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।