সমন্বিত ৬ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি | Combined 6 Bank Assistant Programmer Job Circular 2021

সমন্বিত ৬ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

Combined 6 Bank Job Circular: ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভূক্ত বিভিন্ন ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে নিম্ন বর্ণিত সংখ্যক শূন্য পদসমূহ প্রতিযােগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে Online এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।আমাদের আরো চাকরির খবর পড়ুন।

Combined 6 Bank Assistant Programmer Job Circular 2021

পদের নাম: সহকারী প্রােগ্রামার (২০১৯ সাল ভিত্তিক)

পদ সংখ্যা: ৭৬টি {সােনালী ব্যাংক লিঃ (১৭টি), জনতা ব্যাংক লিঃ (১৫টি), রূপালী ব্যাংক লিঃ(২৯টি), বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন(০৮টি), প্রবাসী কল্যাণ ব্যাংক(৫টি) ও পল্লী সঞ্চয় ব্যাংক(০২টি)}।

Combined 4 Bank jobs 2021

বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর টাকা ২২০০০-২৩১০০-২৪২৬০… … -৪৮১২০-৫০৫৩০-৫৩০৬০ স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।

শিক্ষাগত যোগ্যতা: (ক) স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান/কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল/ইনফরমেশন টেকনােলজি

Combined 6 Bank job

ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনােলজি/ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইজ্ঞিনিয়ারিং/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অথবা চার বছর মেয়াদী স্নাতক/স্নাতক(সম্মান) ডিগ্রী থাকতে হবে।

(খ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূধ্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০২(দুই) টিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারী নীতিমালা প্রযােজ্য হবে।

(গ) কোন পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য হবে না।
(ঘ) স্বীকৃত/নিবন্ধিত কোনাে প্রফেশনাল কম্পিউটার সােসাইটির সদস্য/সহযােগী সদস্য হতে হবে।
(ঙ) গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৬/২০০৯ ও ০২/০৩/২০১০ তারিখের
প্রজ্ঞাপন নং শিম/শাঃ১১/৫-১(অংশ)/৫৮২ এবং শিম/শাঃ১১/১৯-১/২০০৭/১৭৪ অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত, সিজিপিএ এর বিপরীতে পূর্বের ১ম ও ২য় বিভাগ/শ্রেণি নিম্নরূপে নির্ধারিত হবে।

এস.এস.সি বা সমমান এবং এইচ.এস.সি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে-

জিপিএ ৩.০০ বা তদূধ্বপ্রথম বিভাগ
জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কমদ্বিতীয় বিভাগ

অনুমােদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে-

          অর্জিত সিজিপিএসমতুল্য শ্রেণি /   বিভাগ
৪.০০ পয়েন্ট স্কেলে/ ৫.০০ পয়েন্ট স্কেলে 
৩.০০ বা তদূধ্ব/৩.৭৫ বা তদূধ্বপ্রথম বিভাগ/শ্রেণি
২.২৫ বা তদূধ্ব কিন্তু ৩.০০ এর কম/২.৮১৩ বা তদূধ্ব কিন্তু ৩.৭৫ এর কমদ্বিতীয় বিভাগ/শ্রেণি

বয়স: ক) মুক্তিযযােদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোাচ্চ ৩০ বছর। খ) মুক্তিযােদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন নিয়ম: Online Application Form: শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়ােগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) এর online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন শেষ তারিখ: ১৪ জানুয়ারি ২০২১ তারিখ ১১:৫৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।

All Job News Papers

অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুন:

Combined 6 BankJob Circular

Combined 6 BankJob Circular

Combined 6 BankJob Circular 2021

পল্লী উন্নয়ন একাডেমী নিয়োগ বিজ্ঞপ্তি

 

Check Also

সরকারি যানবাহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারি যানবাহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

সরকারি যানবাহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সরকারি যানবাহন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *