বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩-(Power Development Board BPD Job Circular 2023): ৮১৮ জনকে নিয়োগ দিবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে সরকারি আদেশ অনুযায়ী প্রচলিত বেতনস্কেল ও ভাতাদিতে রাজস্বখাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদানের লক্ষ্যে নিম্নোক্ত শর্তাধীনে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://bpdb.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহবান করা যাচ্ছে। অনলাইন (online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা নাম | উল্লেখিত জেলা পদে পাশে |
প্রতিষ্ঠানের দাতা নাম | বিদ্যুৎ উন্নয়ন বোর্ড |
অফিসিয়াল ওয়েবসাইট | http://www.bpdb.gov.bd/ |
পদ সংখ্যা | ০৭ টি |
খালি পদ | ৮১৮ জন |
শিক্ষাগত যোগ্যতা | অষ্টম/এসএসসি/এইচএসসি/স্নাতক |
আবেদন প্রক্রিয়া | http://bpdb.teletalk.com.bd/ |
আবেদনের শুরু তারিখ | ১৭ এপ্রিল, ২০২৩ |
আবেদনের শেষ তারিখ | ০৭ মে, ২০২৩ |
আবেদনের মাধ্যম | টেলিটক/অনলাইনে |
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ ২০২৩
পদের নামঃ নিম্নমান হিসাব সহকারী
পদ সংখ্যাঃ ৩০০ টি।
যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক ডিগ্রী।
বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০/- টাকা।
পদের নামঃ ফার্মাসিস্ট/ মেডিকেল এসিস্ট্যান্ট
পদ সংখ্যাঃ ২৫ টি।
যোগ্যতাঃ ডিপ্লোমা ইন ফার্মেসি/ ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি।
বেতন স্কেলঃ ১২৫০০-৩০২৩০/- টাকা।
পদের নামঃ সিনিয়র স্টাফ নার্স
পদ সংখ্যাঃ ০৪ টি।
যোগ্যতাঃ ডিপ্লোমা ইন নার্সিং।
বেতন স্কেলঃ ১১৩০০-২৭৩০০/- টাকা।
পদের নামঃ জুনিয়র স্টাফ নার্স
পদ সংখ্যাঃ ১০ টি।
যোগ্যতাঃ ডিপ্লোমা ইন নার্সিং।
বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০/- টাকা।
পদের নামঃ ড্রেসার
পদ সংখ্যাঃ ০৬ টি।
যোগ্যতাঃ মাধ্যমিক ডিগ্রী।
বেতন স্কেলঃ ৮৮০০-২১৩১০/- টাকা।
পদের নামঃ মিড ওয়াইফ
পদ সংখ্যাঃ ০৯ টি।
যোগ্যতাঃ মাধ্যমিক ডিগ্রী।
বেতন স্কেলঃ ৮৮০০-২১৩১০/- টাকা।
পদের নামঃ নিরাপত্তা প্রহরী
পদ সংখ্যাঃ ৪৬৪ টি।
যোগ্যতাঃ অষ্টম শ্রেণী।
বেতন স্কেলঃ ৮২৫০-২০০১০/- টাকা।
Power Development Board Job Circular 2023
- আবেদন শুরু তারিখঃ ১৭ এপ্রিল, ২০২৩
- আবেদনের শেষ তারিখঃ ০৭ মে, ২০২৩
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি
শর্তাবলীঃ
বর্ণিত পদের জন্য বয়সসীমা ১৭-০৪-২০২৩ তারিখে ১৮-৩০ বৎসর। বীরমুক্তিযোদ্ধা/শহীদ বীরমুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে উর্দ্ধ বয়স ৩২ (বত্রিশ) বৎসর। তবে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২ সেপ্টেম্বর, ২০২২ তারিখের ০৫.০০.০০০০.১৭০.১১.01720-18৯ নম্বর স্মারকের নির্দেশনা অনুযায়ী ২৫-০৩-২০২০ তারিখে যে সকল আবেদনকারীর বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে রয়েছে সে সকল প্রার্থীও আবেদন করতে পারবেন।
সরকারী/আধা সরকারী/স্বায়ত্বশাসিত/আধা-স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকুরীরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ পূর্বক আবেদন করতে হবে। ৩) প্রার্থীদের প্রাথমিকভাবে কোন কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে: উক্ত সময়ে আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্রাদির মূলকপি ও ০১ (এক) সেট সত্যায়িত কপি দাখিল করতে হবে। দাখিলকৃত কাগজপত্রের সঠিকতা যাচাই সাপেক্ষে তাদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি প্রদান করা হবে।
নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান সকল বিধি-বিধান ও পরবর্তীতে উক্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে। ৫। ক) ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদপত্র থাকতে হবে। জেলা প্রশাসন ব্যতীত অন্য কোন কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদ গ্রহণ করা হবে না। (খ) প্রতিবন্ধী প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা পর্যায়ের অফিসের উপ-পরিচালক/সমমর্যাদা সম্পন্ন/দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদ থাকতে হবে।
এতিম এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র থাকতে হবে। বীরমুক্তিযোদ্ধা/শহীদ বীরমুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যা প্রার্থীগণ সর্বশেষ সরকারী নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন। বীরমুক্তিযোদ্ধা/শহীদ বীরমুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের ক্ষেত্রে তাদের পিতা/মাতার অনুকূলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্বপক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব।
BPDB Job Circular 2023
ও মাননীয় মন্ত্রী/প্রতিমন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র বা ১৯৯৭-২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অধীনে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিস্বাক্ষরিত সনদপত্র থাকতে হবে। একইসাথে প্রার্থী বীরমুক্তিযোদ্ধা/ শহীদ বীরমুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনকারী যে বীরমুক্তিযোদ্ধা/শহীদ বীরমুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যা এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের কাউন্সিলর/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত সনদপত্র থাকতে হবে।
ক্রমিক নম্বর-১ এ বর্ণিত পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীরণ প্রার্থীদের ব্যবহারিক (কম্পিউটার) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ক্রমিক নম্বর ২-৭ এ বর্ণিত পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত, ব্যবহারিক (কম্পিউটার) (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি হতে পারে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কোন কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি বা সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সংশোধন বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।