বাংলাদেশ মেরিন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি – Bangladesh Marine Academy Job Circular 2021

বাংলাদেশ মেরিন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

বাংলাদেশ মেরিন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি, নিম্নবর্নিত মেরিটাইম শিক্ষা/প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ২০২১-২০২২ সালে ক্যাডেট ভর্তির জন্য অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। আমাদের আরো চাকরির খবর পড়ুন।

Bangladesh Marine Academy Job Circular 2021

১. বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম (আসন সংখ্যা: পুরুষ-১৬০ জন ও মহিলা-২০ জন)।

২. বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনা (আসন সংখ্যা: পুরুষ-৫০ জন)।

৩. বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল (আসন সংখ্যা: পুরুষ-৫০ জন)।

৪. বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুর (আসন সংখ্যা: পুরুষ-৫০ জন)।

বাংলাদেশ মেরিন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি

৫. বাংলাদেশ মেরিন একাডােম, সিলেট (আসন সংখ্যা: পুরুষ-৫০ জন)।

৬. মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম (আসন সংখ্যা: পুরুষ-৬৫ জন ও মহিলা-০৫ জন)।

৭. ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি, ঢাকা (আসন সংখ্যা: পুরুষ-১০০ জন)।

৮. মাস মেরিন একাডেমি, চট্টগ্রাম (আসন সংখ্যাঃ পুরুষ-৬০ জন)।

Merin job circular 2021

৯. ওসেন মেরিটাইম একাডেমি, চট্টগ্রাম (আসন সংখ্যা: পুরুষ-১০০ জন)।

১০. ওয়েষ্টার্ণ মেরিটাইম একাডেমি, ঢাকা (আসন সংখ্যা: পুরুষ-৫৩ জন)।

১১. ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রেনিং একাডেমি, ঢাকা (আসন সংখ্যা: পুরুষ-৫০ জন)।

Shipping jobs in Bangladesh

আবেদনের যােগ্যতা:
(ক) বয়স: ০১-০১-২০২১ইং তারিখে সর্বোাচ্চ ২১ বছর(পুরুষ/মহিলা)।
আবেদনকারীদের যােগ্যতা “বাংলাদেশ নৌ-বাণিজ্যিক জাহাজ অফিসার ও নাবিক প্রশিক্ষণ, সনদায়ন, নিয়ােগ, কর্মঘন্টা এবং ওয়াচকিপিং বিধিমালা, ২০১১ অনুসারে নির্ধারিত হবে অথবা সমমানের হবে।

আবেদনকারীদের শিক্ষাগত যােগ্যতা: এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে প্রথম বিভাগ অর্থাৎ ৬০% নম্বর অথবা জিপিএ ৩.৫০ প্রাপ্ত হইয়া উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি পরীক্ষায় পদার্থবিদ্যা ও গণিতসহ প্রথম বিভাগ অর্থাৎ ৬০% নম্বর বা জি.পি.এ-৩.৫০ থাকতে হবে এবং পদার্থবিদ্যা ও গণিত বিষয়ে আলাদাভাবে ৬০% নম্বর এবং ইংরেজী বিষয়ে ৫০% নম্বর প্রাপ্ত হইয়া উত্তীর্ণ হতে হবে; ইংরেজী ৫০% নম্বর বা জিপিএ ৩.০০ এর ঘাটতি থাকলে IELTS পরীক্ষায় ৫.৫ স্কোর থাকতে হবে অথবা সমমানের
মিডিয়াম পাঠ্যক্রমের আওতায় পদার্থবিদ্যা ও গণিতসহ C গ্রেডে A-Level সনদপ্রাপ্ত এবং পদার্থবিদ্যা, গণিত, ইংরেজীসহ ন্যূনতম ৫টি বিষয় নিয়ে C গ্রেডে 0-Level সনদপ্রাপ্ত অথবা সমমানের হবে।

Marine Academy Job Circular 2021

উচ্চতা: পুরুষ-৫’ ৪” এবং মহিলা-৫’ ২”, ওজন: বিশ্ব স্বাস্থ্য সংস্থার BMI চাঁট মােতাবেক হতে হবে (BMI ন্যূনতম ১৭ এবং সর্বােচ্চ ২৭; যেমন-৫ ৪”: ৪৫-৭১ কেজি বা ৫’ ৬”: ৪৮-৭৬ কেজি। দৃষ্টিশক্তি নটিক্যাল ক্যাডেটদের জন্য ৬/৬: ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের জন্য ৬/১২ (চেশমাসহ অবশ্যই ৬/৬ হতে হবে)। আবেদনকারীকে বাংলাদেশী নাগরিক এবং অবিবাহিত হতে হবে। তবে বিদেশী নাগরিক ভর্তির ক্ষেত্রে সরকারের সংশিষ্ঠ নিয়মনীতি/শর্তাদি প্রযােজ্য হবে।

মেরিন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি

চূড়ান্ত নির্বাচন পদ্ধতির ধাপসমূহ:
(ক) এস.এস.সি ও এইচ.এস.সি এর জিপিএ এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী নির্বাচন মূল্যায় করা
জিপিএ এর ১৫ গুন = ৭৫ নম্বর (সর্বোচ্চ); এইচ.এস.সি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ২৫ গুন = ১২৫ নম্বর (সর্বোচ্চ); ভর্তি পরীক্ষা নৈ্ব্যক্তিক (MCQ পদ্ধতি) = ১০০ নম্বর; সর্বমােট = ১০০ নম্বর এর বিষয় ভিত্তিক নম্বর বিভাজন:- পদার্থবিজ্ঞান-২৫, হবে; এস.এস.সি/সমমান পরীক্ষায় প্রাপ্ত = ৩০০ নম্বর; ভর্তি পরীক্ষা: নৈর্ব্যক্তিক (MCQ পদ্ধতি) গণিত-২৫, বাংলা-১০, ইংরেজী-২৫ ও সাধারণ জ্ঞান-১৫)। পরীক্ষায় মােট ২০০টি প্রশ্ন থাকবে।

মেরিন জব সার্কুলার

(খ) ভর্তি পরীক্ষায় প্রাশ নম্বর ৪০%।

(গ) পরীক্ষার ফলাফল ও পছন্দের ক্রমানুসারে নির্বাচিত প্র্থীরা নির্ধারিত প্রতিষ্ঠানে প্রাথমিক শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং প্রাথমিক শারীরিক যােগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহন করবে।

মেরিন একাডেমি নিয়োগ

প্রশিক্ষন:
চড়ান্তভাবে মনােনীত
একাডেমিতে ০২ বছর প্রশিক্ষণ শেষে একাডেমী প্রদত্ত প্রি-সী নটিক্যাল সায়েন্স অথবা প্রি-সী মেরিন ইঞ্জিনিয়ারিং সনদপ্রাপ্ত হবেন।

আবেদন ও লিখিত পরীক্ষার তারিখ/সময়/কেন্দ্র: লিখিত পরীক্ষার তারিখ/সময়/কেন্দ্র পরবর্তীতে মােবাইলে এসএমএস এর মাধ্যমে জানানাে হবে।

Bangladesh Naval Academy Job Circular

আবেদন নিয়ম: www.dos.gov.bd এ-র মধ্যেমে আবেদন করতে পারবেন।

আবেদন শেষ তারিখ: ০৫ মার্চ ২০২১।

অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুন:

বাংলাদেশ মেরিন একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি

Marine Academy Job Circular 2021

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কতৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি

 

Check Also

সরকারি যানবাহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারি যানবাহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

সরকারি যানবাহন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সরকারি যানবাহন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *