Breaking News

৪৫তম বিসিএস প্রিলিমিনারি এমসিকিউ প্রশ্ন সমাধান ২০২৩ | 45th BCS Preliminary MCQ Question Solution

৪৫তম বিসিএস প্রিলিমিনারি এমসিকিউ প্রশ্ন সমাধান ২০২৩ – 45th BCS Preliminary MCQ Question Solution 2023: ৪৫তম বিসিএস প্রিলিমিনারি এমসিকিউ প্রশ্নের সমাধান ২০২৩. আপনি কি ৪৫ বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সলভ খুঁজছেন? এমসিকিউয়ের ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সলিউশন ২০২২ এর প্রশ্নপত্র এবং সমাধান পরীক্ষা শেষ করে এখানে প্রকাশ করা হবে।

৪৫ তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সমাধান

৪৫ বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সলভ সকল প্রার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্ত পরীক্ষার্থী অনলাইনে ৪৫ বিসিএসের একাধিক পছন্দ প্রশ্ন (এমসিকিউ) প্রশ্নের সমাধান অনুসন্ধান করছে।

45th BCS Preliminary MCQ Question Solution 2023

৪৫তম বিসিএস এমসিকিউ পরীক্ষার আসন পরিকল্পনা ৪৫ প্রকাশিত হয়েছে। ৪৫ বিসিএস পরীক্ষার আসন পরিকল্পনা ২০২৩ প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)। ৪৫তম সাধারণ বিসিএস এমসিকিউ পরীক্ষার আসন পরিকল্পনা ২০২৩ বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য সুসংবাদ। ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসন পরিকল্পনা ২০২৩ এর সমস্ত তথ্য নীচে উপলব্ধ। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) বাংলাদেশের একটি সরকারি প্রতিষ্ঠান।

৪৫ তম বিসিএস প্রশ্নের সামাধান

৪৫ তম বিসিএস এমসিকিউ পরীক্ষা ১৯ মে সকাল ১০:০০ টা থেকে ১২:০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের  তম বিসিএস প্রিলিমিনারি এমসিকিউ প্রশ্ন সমাধান ২০২৩ এখানে প্রকাশিত হবে।

৪৫তম বি.সি.এস. পরীক্ষা-২০২২ এর প্রিলিমিনারি টেস্টের (MCQ Type) আসন ব্যবস্থা, সময়সূচি ও পরীক্ষা পরিচালনার নির্দেশনা ৪৫তম, বি.সি.এস. পরীক্ষা-২০২২ এর প্রিলিমিনারি টেস্ট (MCQ Type) যা স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক আগামী ১৯.০৫.২০২৩ তারিখ, শুক্রবার, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে নিম্নলিখিত সময়সূচি এবং আসন ব্যবস্থা অনুযায়ী অনুষ্ঠিত হবে।

৪৫ তম বিসিএস প্রশ্নের উত্তর

প্রাথমিক পরীক্ষার তারিখ: ১৯ মে ২০২৩

পরীক্ষার সময়: সকাল ১০.০০ টা থেকে ১২.০০ টা

৪৫তম বিসিএস প্রিলিমিনারি এমসিকিউ প্রশ্ন উত্তর ২০২৩

৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার নম্বর বণ্টন ও সিলেবাসঃ

  1. ১। বাংলা ভাষা ও সাহিত্য- ৩৫
  2. ২। English Language and Literature- 35
  3. ৩। বাংলাদেশ বিষয়াবলি- ৩০
  4. ৪। আন্তর্জাতিক বিষয়াবলি- ২০
  5. ৫। ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব.) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা- ১০
  6. ৬। সাধারণ বিজ্ঞান- ১৫
  7. ৭। কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি- ১৫
  8. ৮। গাণিতিক যুক্তি- ১৫
  9. ৯। মানসিক দক্ষতা- ১৫
  10. ১০। নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন- ১০

মোট নম্বর : ২০০

 

Total MCQ Exam Candidates: 3,45,940

৪৫ তম বিসিএস প্রশ্ন

৪৫ তম বিসিএস প্রিলিমিনারি ২০২৩

(মনপুরা)- সেট- ০১ 

সময়: ২ ঘণ্টা, পরীক্ষার তারিখ: ১৯-০৫-২০২৩, পূর্ণমান: ২০০  

 

৪৫ তম বিসিএস প্রশ্ন নীচে নীচে উত্তর দেয়া হবে।

বাংলা অংশের সমাধানঃ

১। ‘ধ্বনি’ সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? উত্তরঃ ক. ধ্বনি দৃশ্যমান 

২। স্বরান্ত অক্ষরকে কী বলে? উত্তরঃ খ. মুক্তাক্ষর 

৩। শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি? উত্তরঃ ক. শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন 

৬। সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? উত্তরঃ খ. রাজা রামমোহন রায় 

৭। উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য-সম্মুখ স্বরধ্বনি? উত্তরঃ ঘ. এ 

৮। ‘তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি? উত্তরঃ গ. তামসিক

১০। নিচের কোনটি যৌগিক শব্দ? উত্তরঃ ঘ. মিতালি

১১। ‘সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে।’-বাক্যটিতে কয়টি ভুল আছে? উত্তরঃ গ. ৩টি 

১২। কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলে? উত্তরঃ ক. উপপদ 

১৩। ‘তোমার নাম কী?’ এখানে কী কোন প্রকারের পদ? উত্তরঃ গ. সর্বনাম পদ 

১৪। ‘সরল’ শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি? উত্তরঃ ঘ. গরল [গরল অর্থ সাপের বিষ] 

১৫। Rank শব্দের বাংলা পরিভাষা কী? উত্তরঃ খ. পদমর্যাদা

১৬। চর্যাপদের তিব্বতি অনুবাদ প্রকাশ করেন কে? উত্তরঃ ক. প্রবোধচন্দ্র বাগচী 

১৭। ‘গীতগোবিন্দ’ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? উত্তরঃ খ. লক্ষ্মণ সেনের

১৮। কবি যশোরাজ খান বৈষ্ণবপদ রচনা করেন কোন ভাষায়? উত্তরঃ ক. ব্রজবুলি

১৯। নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নন? উত্তরঃ ঘ. সৈয়দ নুরুদ্দিন

২০। কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ? উত্তরঃ ক. রসুল বিজয় 

২১। “বিদ্যাসাগর ও বাঙালি সমাজ” গ্রন্থের রচয়িতা কে? উত্তরঃ ক. বিনয় ঘোষ 

২২। প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে? উত্তরঃ খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

২৩। প্যারীচাঁদ মিত্রের “আলালের ঘরের দুলাল” প্রথম-গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে? উত্তরঃ ১৮৫৮ সালে 

২৪। শচীন, দামিনী ও শ্রীবিলাস রচীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? উত্তরঃ ক. চতুরঙ্গ

২৫। “তুমি মা কল্পতরু, আমরা সব পোষাগরু”- এই কবিতাংশটির রচয়িতা কে? উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত

২৬। মীর মশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু-মুসলমানের বিরোধ? উত্তরঃ ক. গো-জীবন 

২৭। রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোটগল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন? উত্তরঃ ঘ. ১৬ বছর 

২৮। নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়? উত্তরঃ ক. ইছামতি 

২৯। ‘আমার পথ’ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? উত্তরঃ খ. রুদ্র-মঙ্গল 

৩০। ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী কাকে তপোবন-প্রেমিক বলেছেন? উত্তরঃ গ. রবীন্দ্রনাথ ঠাকুরকে 

৩১। ‘আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস।- এখানে ‘ওর’ বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন? উত্তরঃ খ. শেখ কামালকে 

৩২। আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়? উত্তরঃ ক. গাইবান্ধায় 

৩৩। মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ‘অমিত্রাক্ষর ছন্দ’ প্রকৃত পক্ষে বাংলা কোন ছন্দের নব-রুপায়ণ? উত্তরঃ খ. অক্ষরবৃত্ত ছন্দ 

৩৪। “বুক তার বাংলাদেশের হৃদয়” কাব্যগ্রন্থের রচয়িতা কে? উত্তরঃ খ. শামসুর রাহমান 

৩৫। “দুর্দিনের দিনিলিপি” স্মৃতিগ্রন্থটি  কার লেখা? উত্তরঃ ক. আবুল ফজল 

ইংরেজি অংশের সমাধানঃ 

 

৩৬। She insisted on — leaving the house. Ans: ঘ. his

৩৭। The phrase “Achilles heel” means- Ans: গ. a weak point

৩৮। He does not adhere —- any principle. ঘ. Ans: to

৩৯। Millennium is a period of— . Ans: খ. 1000 years 

৪০। Identify the passive form of the following sentence: Who has broken this jug?” Ans: ক. By whom has this jug been broken? 

৪১।  Who is not a victorian poet? Ans: গ. William Wordsworth

৪২। Which of the following novels was written by Gorge Orwell? Ans: ক. 1984 

৪৩। Identify the correct sentence: Ans:  ঘ. She speaks English like the English. 

৪৪। When one makes a promise, one must not go —– on it. Ans: খ. back 

৪৫। I can’t put up with him any more. Ans: গ. To tolerate

৪৬। The poem “To His Coy Mistress” was written by: Ans: ক. Andrew Marvell

৪৭। The synonym of ‘altitude’ is- Ans: ক.  height 

৪৮। The character, Elizabeth Bennett, appears in the novel– Ans: ক. Pride and Prejudice 

৪৯। This could have worked if I —- been more far-sighted. Ans: খ. had 

৫০। What my be considered courteous in one culture may be arrogant in another. Here the underlined word “arrogant” means– Ans: ক. rude 

৫১। Don Juan was composed by— Ans: গ. George Gordon Byron 

৫২। Identify the imperative sentence: Ans: ক. Shut up. 

৫৩। “Black Death” is the name of a —- Ans: গ. plague pandemic

৫৪। ‘Ulysses’ is a poem written by—- Ans: ঘ. Alfred Tennyson

৫৫। Who wrote the poem ‘Ozymandias’? Ans: গ. P.B. Shelley

৫৬। Clym Yeobright is the protagonist of the novel— Ans: ঘ. The Return of the Native

৫৭। The train is running —- forty miles an hour. Ans: গ. at 

৫৮। He divided the money —- the two children. Ans: ক. Between

৫৯। No one can —- that he is clever. Ans: খ. deny

৬০। Choose the right form of verb:  The boy (to lie) on the floor yesterday. Ans: গ. lay

৬১। She played on the flute. Passive form is— Ans: খ. The flute was played on by her.

৬২। Antonym for Adieu— Ans: গ. Hello  

৬৩। `Walk fast lest you should miss the train’- This is a – Ans: গ. Complex Sentence

৬৪। A number of singers in a church is called— Ans: ক. Choir

৬৫। Put the right word in the blank. ”He reached the — of his literary career. Ans: খ. acme

৬৬। Anger may be compared —- fire. Ans: ক. to

৬৭। Choose the correct sentence: Ans: ক. He discussed the matter.

৬৮। Identify the correctly spelt word. Ans: খ. Pneumonia  

৬৯। Desdemona is a character in the following Shakespearean play: Ans: খ. Othello

৭০। Meteorology is related to— Ans: গ. weather forecasting

বাংলাদেশ বিষয়াবলি অংশের সমাধানঃ [সাধারণ জ্ঞান]  

৭১। ‘ভারত ছাড়’ আন্দোলন শুরু হয়- উত্তরঃ ঘ. ১৯৪২সালে 

৭২। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয়-উত্তরঃ ক. ১৯৪৮ সালে 

৭৩। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? উত্তরঃ ক. রাষ্ট্রপতি

৭৪। ঐতিহাসিক ’ছয় দফা’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন – উত্তরঃ খ. ২৩ মার্চ ১৯৬৬ 

৭৫। ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক – উত্তরঃ খ. শামসুল হক

৭৬। ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা’ কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? উত্তরঃ খ. ৩নং

৭৭। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে? উত্তরঃ খ. পঞ্চম তফসিল 

৭৮। বাংলাদেশের সংবিধান অনুযায়ী “কোর্ট অব রেকর্ড” হিসাবে গণ্য – উত্তরঃ ঘ. সুপ্রীম কোর্ট

৭৯। বাংলাদেশের মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? উত্তরঃ গ. ৮ (আট) টি  

৮০। বাংলাদেশের কয়টি জেলার সাথে  ’সুন্দরবন সংযুক্ত আছে? উত্তরঃ খ. ৫ (পাঁচ) টি 

৮১। মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অন্তর্ভূক্ত ছিল? উত্তরঃ ক. ২ (দুই) নং 

৮২। ‘জয় বাংলা’ কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন করা হয়? উত্তরঃ ক. ২ মার্চ ২০২২ 

৮৩। বাংলাদেশের সরকারী কর্ম কমিশন কবে গঠিত হয়? উত্তরঃ গ. ৮ এপ্রিল ১৯৭২ 

৮৪। e-TIN’ চালু করা হয় কত সালে? উত্তরঃ ক. ২০১৩

৮৫। কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয়? উত্তরঃ খ. ২০১২ সালে  

৮৬। দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? উত্তরঃ ঘ. ময়মনসিংহ

৮৭। বাংলাদেশে বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তরঃ গ. চট্টগ্রামে 

৮৮। বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত? উত্তরঃ গ. ময়মনসিংহ

৮৯। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? উত্তরঃ গ. প্রাকৃতিক গ্যাস 

৯০। ইউরিয়া সারের কাঁচামাল কী? উত্তরঃ গ. মিথেন গ্যাস 

৯১। কোনটি বিচার বিভাগের কাজ নয়? উত্তরঃ ঘ. সংবিধান  প্রণয়ন   

৯২। পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি হয়? উত্তরঃ গ. ১৯৮৫

৯৩। ‘গণহত্যা যাদুঘর’ কোথায় অবস্থিত? উত্তরঃ ঘ. খুলনা

৯৪। নভেরা আহমেদের পরিচয় কী হিসাবে? উত্তরঃ ঘ. ভাস্কর  

৯৫। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড়জেলা কোনটি? উত্তরঃ ক. রাঙামাটি

৯৬। কোন এলাকাকে Marine Protected Area (MPA) ঘোষণা করা হয়েছে? উত্তরঃ খ. সেন্টমার্টিন ও এর আশেপাশের এলাকা 

৯৭। বাংলাদেশের ভৌগলিক নির্দেশক পণ্য কয়টি? উত্তরঃ গ. ১১ (এগার) টি 

৯৮। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী  ’মুনিপুরী’ বাংলাদেশের কোন জেলায় বেশি বসবাস করে? উত্তরঃ ক. সিলেট 

৯৯। বাংলাদেশের ষষ্ঠ জাতীয় জনশুমারি ও গৃহ গণনা কোন সময়ে অনুষ্ঠিত হয়? উত্তরঃ খ. ১৫ জুন ২০২২ সাল থেকে ২১ জুন ২০২২ সাল 

১০০। কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য গত ২০২০ সালে প্রবর্তিত পুরস্কারের নাম কি? উত্তরঃ ক. বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ডিপ্লোমেটিক এক্সিলেন্স 

আন্তর্জাতিক বিষয়াবলি অংশের সমাধানঃ [সাধারণ জ্ঞান]  

১০১। বাংলাদেশ সদস্য নয়? উত্তরঃ গ. NATO 

১০২। ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয়? উত্তরঃ খ. ১৯৩০ সালে  

১০৩। কোন দেশে সমুদ্র বন্দর নাই?  উত্তরঃ ক. নেপাল 

১০৪। কোথায় ঐতিহাসিক ট্রয় নগর অবস্থিত? উত্তরঃ গ. তুরস্ক

১০৫। ক্ষুদ্রতম মহাদেশ –উত্তরঃ ক. অস্ট্রেলিয়া  

১০৬। কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত? উত্তরঃ খ. ম্যানিলা 

১০৭। কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত? উত্তরঃ ঘ. জার্মানির ফ্রাঙ্কফুর্টে 

১০৮। যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট কে ছিলেন? উত্তরঃ ঘ. ডোনাল্ড ট্রাম্প  

১০৯। TIFA এর পূর্ণরূপ কী? উত্তরঃ খ. Trade and Investment Framework Agreement

১১০। ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয় –উত্তরঃ ১৯৭৫ সালে 

১১১। ২০২২ সালে G-20 শীর্ষ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? উত্তরঃ ঘ. বালি 

১১২। চীন-ভারত যুদ্ধ কত সালে সংঘটিত হয়? উত্তরঃ গ. ১৯৬২ সালে 

১১৩। পৃথিবীর গভীরতম স্থান – উত্তরঃ ক. মারিয়ানা ট্রেঞ্চ

১১৪। ‘বেল্ট অ্যান্ড রোড’ কার্যক্রম শুরু হয় – উত্তরঃ গ. ২০১৩ সালে 

১১৫। বান্দা আচেহ কোথায় অবস্থিত – উত্তরঃ ক. ইন্দোনেশিয়া

১১৬। ফেসবুকের সদর দফতর – উত্তরঃ খ. ক্যালিফোর্নিয়া

১১৭। ‘ভিক্টোরিয়া ডিজার্ট’ কোথায় অবস্থিত? উত্তরঃ ঘ. অস্ট্রেলিয়া

১১৮। কোনটি প্রাচীন সভ্যতা? উত্তরঃ খ. মেসোপটেমিয়া 

১১৯। তিব্বত একটি –উত্তরঃ ক. উপত্যকা 

১২০। Elephant Pass অবস্থিত? উত্তরঃ গ. শ্রীলঙ্কা

ভূগোল ও পরিবেশ অংশের সমাধানঃ 

১২১। কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়? উত্তরঃ খ. আলজেরিয়া 

১২২। কোন নদীটির উৎপত্তিস্থান বাংলাদেশে? উত্তরঃ ঘ. হালদা  

১২৩। পানিতে দ্রবীভূত অক্সিজেন কোথায় অবস্থান করে? উত্তরঃ ক. পানির উপরিভাগে 

১২৪। গ্রীন হাউজ গ্যাসের কোন গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না? উত্তরঃ গ. সিএফসি 

১২৫। বাংলাদেশে সিডর কখন আঘাত হানে? উত্তরঃ ক. ১৫ নভেম্বর ২০০৭ সালে  

১২৬। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল? উত্তরঃ খ. ২০০ নটিক্যাল মাইল

১২৭। নিচের কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র? উত্তরঃ গ. তিতাস 

১২৮। ভূমিকম্প সংঘটন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে বলে – উত্তরঃ খ. এপি সেন্টার 

১২৯। বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচাৈইতে বেশি গ্রীন হাউজ গ্যাস নির্গত হয়? উত্তরঃ খ. বিদ্যুৎ ও তাপ উৎপাদন 

১৩০। উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু প্রবাহিত হয় – উত্তরঃ খ. ঘড়ির কাঁটার বিপরীতে 

সাধারণ বিজ্ঞান অংশের সমাধানঃ   

১৩১। নিচের কোনটি চার্লসের সূত্র? উত্তরঃ ক. V  T

১৩২। সোডিয়াম ক্লোরাইডের (NaCl) কেলাসের গঠন কীরূপ ? উত্তরঃ ক. পৃষ্ঠতল কেন্দ্রিক ঘনকাকৃতির

১৩৩। নিচের কোনটি প্রাইমারী দূষক? উত্তরঃ গ. NO 

১৩৪। HPLC এর পূর্ণরূপ কী? উত্তরঃ ঘ. High-performance liquid chromatography

১৩৫। নিচের কোনটি সিরামিক উপাদানের প্রধান কাঁচামাল? উত্তরঃ ক. SiO

১৩৬। সানস্ক্রিন লোশন তৈরিতে কোন ন্যানো পার্টিকেল ব্যবহৃত হয়? উত্তরঃ গ. ZnO

১৩৭। মানুষের দেহকোষে ক্রোমোজমের সংখ্যা – উত্তরঃ গ. ৪৬টি 

১৩৮। সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বিজাতীয় খাদ্যের অনুপাত? উত্তরঃ ক. ৪ : ১ : ১

১৩৯। মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি? উত্তরঃ ক. চারটি   

১৪০। আর্সেনিকের পারমানবিক সংখ্যা কত? উত্তরঃ ক. ৩৩ 

১৪১। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী? উত্তরঃ ক. ট্যাকোমিটার

১৪২। টেলিভিশনে যে তরঙ্গ ব্যবহৃত হয়- উত্তরঃ ক. রেডিও ওয়েভ

১৪৩। অণুজীব বিজ্ঞানের জনক কে? উত্তরঃ ঘ. এন্টনি ভন লিউয়েনহুক

১৪৪। বাতাস একটি – উত্তরঃ ক. ডায়াচুম্বকীয় পদার্থ

১৪৫। বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাসটি হল – উত্তরঃ ঘ. হাইড্রেজেন 

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি  অংশের সমাধানঃ  

১৪৬। GPU এর পূর্ণরূপ কী? উত্তরঃ গ. Graphics Processing Unit

১৪৭। নিচের কোনটি ALU এর আউটপুট রাখার জন্য ব্যবহৃত হয়? উত্তরঃ ক. Register

১৪৮। DBMS এর পূর্ণরূপ কী? উত্তরঃ গ. Database Management System

১৪৯। 2 কিলোবাইট মেমোরি address করার জন্য কতটি address লাইন দরকার? উত্তরঃ খ. 11 

১৫০। (2FA)16 এই হেক্সাডেসিমেল সংখ্যাটি অক্টালে রূপান্তর করুন: উত্তরঃ খ. (1372)8   

১৫১। এমবেডেড সিস্টেমে সাধারণত কোন ধরনের মেমোরি ব্যবহৃত হয়? উত্তরঃ ক. RAM 

১৫২। নিচের কোনটি Spyware এর উদাহরণ ? উত্তরঃ ক. key loggers    

১৫৩। IPv4 এ নিচের কোনটি Google DNS Server এর IP Address? উত্তরঃ ঘ. 8-8-8-8

১৫৪। ফায়ারওয়ালের প্রাথমিক কাজ কী? উত্তরঃ গ. আগত এবং বহির্গত নেটওয়ার্ক ট্রাফিক নিরীক্ষা ও নিয়ন্ত্রণ করা 

১৫৫। ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল কী? উত্তরঃ ঘ. TCP/IP

১৫৬। নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য নয়? উত্তরঃ ঘ. physical ownership if servers 

১৫৭। একটি কম্পিউটার নেটওয়ার্কে একটি LAN এর একাধিক ডিভাইসকে একটি WAN এর সাথে সংযুক্ত করে এমন ডিভাইস কোনটি? উত্তরঃ ক. রাউটার  

১৫৮। প্রতারণামূলকভধাবে সংবেদনশীল তথ্য যেমন পাসওয়ার্ড ও ক্রেডিট কার্ড নম্বর অর্জন করার জন্য ইন্টারনেট ব্যবহার করার অনুশীলনকে কী বলা হয়? উত্তরঃ ক. phishing

১৫৯। চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটার  এর কাজ কোনটি? উত্তরঃ ঘ. উপরের সবগুলো  

১৬০। নিচের কোনটি সার্বজনীন ডিজিটাল লজিক গেইট? উত্তরঃ গ. NOR

গাণিতিক যুক্তি অংশের সমাধানঃ     

১৬১। x2y + xy2 এবং x2+ xy রাশিদ্বয়ের ল.সা.গু এবং গ.সা.গু এর গুণফল কত? উত্তরঃ গ. x2(x+y)2

১৬২। যদি x : y = 2 : 3 এবং y : z = 5 : 7 হয়, তবে x : y : z =? উত্তরঃ খ. 10 : 15 : 21

১৬৩। জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হল? উত্তরঃ খ. 1%

১৬৪। (x + 5)2 = x2+ bx + c সমীকরণে b ও c এর মান কত হলে সমীকরণটি অভেদ হবে? উত্তরঃ ঘ. 10, 25

১৬৫। নিচের কোনটি সরলরেখার সমীকরণ? উত্তরঃ গ. x/y=1/

১৬৬। p + 1 = 5 p – q = 3 p2+ q2  এর মান কত? উত্তরঃ খ. 17 

১৬৭।  যদি হয় তবে – উত্তরঃ ক. a + b = 1

১৬৮। 2^x+7 = 4^x+2 হলে x এর মান কত? উত্তরঃ খ. 3

১৬৯।  …. ধারাটির পঞ্চম পদ কত? উত্তরঃ 33

১৭০। যদি  এবং  হয়, উত্তরঃ গ. 60°

১৭১। একটি বৃত্তচাপ কেন্দ্রে 600 কোণ উ’ৎপন্ন করে। বৃত্তের ব্যাস 12 cm হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত? উত্তরঃ গ. 2π

১৭২। একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 : 22 :  3 হলে বৃহত্তম কোণটির মান কত? উত্তরঃ  90°

১৭৩। 29 থেকে 38 পর্যন্ত সংখ্যা হতে যেকোন একটিকে ইচ্ছামত বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত? উত্তরঃ খ. 1/3

১৭৪। 0, 1, 2, 3, 4 অংকগুলি দ্বারা কতগুলি পাঁচ অংকের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে? উত্তরঃ ক. 96

১৭৫। A = {xN: x2 – 5x – 14 = 0} হলে, A =  ? উত্তরঃ গ. {2, 7} 

মানসিক দক্ষতা অংশের সমাধানঃ     

১৭৬। কোন সংখ্যাটি পরে আসবে? উত্তরঃ  ক. ১/

১৭৭। কাগজের প্রতি পাতা বিক্রি হয় ২১ পয়সায়। চার পাতা কত পয়সায় বিক্রি হবে? উত্তরঃ ঘ. ৮৪ পয়সা 

১৭৮। মনে কর প্রথম দুটি উক্তি সত্য। তবে শেষের উক্তিটি- উত্তরঃ গ. অনিশ্চিত

১৭৯। কোন সংখ্যাটি নিম্নের শ্রেণিতে সবচাইতে স্বল্প পরিমাণ উপস্থাপন করে? উত্তরঃ ঘ. .৩১ [দশমিক ৩১] 

১৮০। যখন প্রতি ফুট দড়ি ১০ টাকায় বিক্রি হয়, তখন ৬০ টাকায় ‍তুমি কত ফুট দড়ি ক্রয় করতে পারবে? উত্তরঃ গ. ৬ ফুট

১৮১। কোনটি ভারসাম্যপূর্ণ অবস্থা? উত্তরঃ গ 

১৮২। নিম্নলিখিত সংখ্যা শ্রেণির সর্বশেষ সংখ্যার পরের সংখ্যাটি কত হবে? উত্তরঃ গ. ১৬ 

১৮৩। নিম্নের চিত্রে একটি নম্বরযুক্ত প্রতিকৃতি অন্যদের চাইতে সম্পূর্ণ আলাদা। সেই প্রতিকৃতিতে নম্বরটি কত? উত্তরঃ ঘ. ৪ 

১৮৪। নোবেল বিজয়ী নারী কয়জন? উত্তরঃ খ. ৫৭ জন

১৮৫। যদি চ x G = ৪২ হয় তবে J x ট = ? উত্তরঃ ঘ. ১১০ 

১৮৬। ROSE এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে? উত্তরঃ  গ. 

১৮৭। 1/A = 3/C =5/E ? উত্তরঃ  খ. 7/G 

১৮৮। একটি ট্রেন ১/৫ সেকেন্ডে চলে ২০ ফুট। একই দ্রুততায় ট্রেনটি ৩ সেকেন্ডে কত ফুট চলবে? উত্তরঃ গ. ৩০০ ফুট

১৮৯। যাদের বুদ্ধ্যঙ্ক ১৪০ বা তার উর্ধ্বে তাদের বলা হয়- উত্তরঃ  ক. অতিশয় প্রতিভাশালী 

১৯০। RESENT, RESERVE-এই শব্দগুলো কী? উত্তরঃ খ. বিপরীত ধর্মী অর্থ

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন অংশের সমাধানঃ 

১৯১। ভালো-মন্দ কোন ধরনের মূল্যবোধ? উত্তরঃ ক. নৈতিক 

১৯২। সুশাসনের পূর্বশর্ত কী? উত্তরঃ ঘ. মোট প্রকাশের স্বাধীনতা 

১৯৩। Utilitarianism গ্রন্থের লেখক কে? উত্তরঃ ক. জন স্টুয়ার্ট মিল

১৯৪। সুশাসন প্রত্যয়টি উদ্ভাবক কে? উত্তরঃ গ. বিশ্বব্যাংক 

১৯৫। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের কোন দিকটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে? উত্তরঃ খ. অর্থনৈতিক দিক 

১৯৬। জ্ঞান হয় পূণ্য-এই উক্তিটি কার? উত্তরঃ ঘ. প্লেটো 

১৯৭। নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে কী বলে? উত্তরঃ ক. শুদ্ধাচার 

১৯৮। মূল্যবোধের উৎস কোনটি? উত্তরঃ গ. নৈতিক চেতনা 

১৯৯। শর্তহীন আদেশ ধারণাটির প্রবর্তক কে? উত্তরঃ ঘ. ইমানুয়েল কাণ্ট

২০০। সুশাসনের মূলভিত্তি- উত্তরঃ গ. আইনের শাসন 

 

পরীক্ষা সংক্রান্ত জরুরি নির্দেশনাঃ

প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর ৮ (আট) ডিজিট সংবলিত। রেজিস্ট্রেশন নম্বরের ডিজিটসমূহ ( সংখ্যাসমূহ) উত্তরপত্রের প্রযোজ্য ঘরে কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে লিখে নিচের প্রযোজ্য বৃত্ত ভরাট করতে হবে।

প্রতিটি উত্তরপত্রে সেট নম্বরের নির্ধারিত স্থানে সেট নম্বর এবং সেট নম্বরের জন্য নিচের সংশ্লিষ্ট বৃত্তটি মুদ্রিত থাকবে। কাজেই প্রার্থীদের উত্তরপত্রে সেট নম্বর লেখা এবং সেট নম্বরের বৃত্ত ভরাট করার প্রয়োজন হবে না। সকাল ১০:০০ মিনিটে প্রশ্নপত্র প্রাপ্তির পর প্রার্থী তার প্রশ্নপত্রের সেট নম্বর এবং উত্তরপত্রের সেট নম্বর অভিন্ন কিনা তা চেক করে নিশ্চিত হবেন। প্রশ্নপত্র এবং উত্তরপত্রের সেট নম্বর অভিন্ন না হলে সাথে সাথে পরিদর্শককে অবহিত করতে হবে।

45th BCS Preli MCQ Question Solution

Check Also

১৪ তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার MCQ প্রশ্নের সমাধান

১৪ তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার MCQ প্রশ্নের সমাধান – 14th BCS Priliminary Question Solution

১৪ তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার MCQ প্রশ্নের সমাধান 1. জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *