মোবাইল ইন্টারনেট আজ রোববার (২৮ জুলাই) চালু হচ্ছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। আজ বিকেল ৩টা থেকে মোবাইল ফোনের ইন্টারনেট চালু হবে বলে তিনি জানিয়েছেন।
একইসঙ্গে মেয়াদ শেষ হওয়া ডাটার জন্য গ্রাহকদের তিন দিন মেয়াদে ৫ জিবি ইন্টারনেট বোনাস দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
সকালে বিটিআরসি কার্যালয়ে মোবাইল টেলিকম অপারেটরদের সঙ্গে সভা শেষে জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানান। তিনি বলেছেন, পরিষেবা চালু হলে প্রত্যেক গ্রাহক পাবেন তিনদিনের ৫ জিবি বোনাস ইন্টারনেট ডাটা।
গত ২৬ জুলাই মোবাইল টেলিকম অপারেটরদের সঙ্গে সভায় বসবেন বলে জানিয়েছিলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) সঙ্গে বৈঠক করবেন তিনি।
এরপর রোববার ও সোমবারের মধ্যে মোবাইল ফোনের ফোর-জি ইন্টারনেট চালুর চেষ্টা চলবে।