ঘন কুয়াশা ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা তাপমাত্রার পারদ বেড়ে গত কয়েকদিনে শীতের দাপট কিছুটা কমেছে। তবে এখনো কোথাও কোথাও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ।
যদিও কুয়াশা ভেদ করে প্রতিদিন সূর্য উঁকি দেয়ায় দিনের বেলায় কমেছে শীতের তীব্রতা। তবে আগামী দুই দিনে রাতের তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
পাশাপাশি এর বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। এই অবস্থায় আগামী মঙ্গলবার (২১ জানুয়ারি) পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ফলে এই সময়ে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
যদিও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত আগের মতোই কুয়াশার দাপট থাকবে। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
সেই সঙ্গে দেশের অন্যত্র রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
এদিকে আগামী সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। পাশাপাশি এই সময়ে দিনের তাপমাত্রাও কিছুটা কমতে পারে।
তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যদিকে আগামী মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তবে এই সময়েও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। শনিবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।