গ্রামপুলিশ (মহল্লাদার) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ -Village Police (Mahalladar) Job Circular 2023: স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ০৬ মে ২০১৫ তারিখের প্রজ্ঞাপন (এস. আর.ও নং ৮৯ আইন/২০১৫ এবং ০৩ জুলাই ২০১৭ খ্রি. তারিখের প্রজ্ঞাপন (এস.আর, ও নং-২৩২-আইন/২০১৭) মোতাবেক রংপুর জেলাধীন পীরগাছা উপজেলার নিম্নবর্ণিত ইউনিয়ন পরিষদসমূহের সংশ্লিষ্ট ওয়ার্ডে গ্রামপুলিশ (মহল্লাদার) পদে সরাসরি লোক নিয়োগের নিমিত্ত নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে আবেদন আহবান করা যাচ্ছে।
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা নাম | উল্লেখিত জেলা |
প্রতিষ্ঠানের দাতা নাম | গ্রামপুলিশ (মহল্লাদার) |
ওয়েবসাইট | |
পদ সংখ্যা | ০৭ টি |
খালি পদ | ১৩ জন |
শিক্ষাগত যোগ্যতা | ৮ম শ্রেণি |
আবেদনের শেষ তারিখ | ০৭ ডিসেম্বর, ২০২৩ |
আবেদনের ঠিকানা | আবেদনপত্র উপজেলা নির্বাহী অফিসার, পীরগাছা, রংপুর বরাবরে আগামী ০৭/১২/২০২৩ খ্রি. তারিখে বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে (অফিস চলাকালীন সময়ে) ডাকযোগে পৌছাইতে হবে। |