Discuss Today
রূপালী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত রূপালী ব্যাংক লিমিটেড এ নিম্নবর্ণিত সংখ্যক শূন্য পদসমূহ প্রতিযােগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে Online এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আমাদের আরো চাকরির খবর পড়ুন।
Rupali Bank Job Circular 2020
পদের নাম: সিনিয়র অফিসার (এসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার)
Job ID No: 10110 যা আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। ভুল Job ID No ব্যবহারপূর্বক ফি জমা দিলে আবেদন সম্পন্ন হবে না এবং কোনােক্রমেই সিস্টেম হতে জমাকৃত টাকা ফেরত পাওয়া যাবে না।
পদ সংখ্যা: ৬০ টি।
বেতন স্কেল: ২০১৫ এর টাকা ২২০০০-২৩১০০-২৪২৬০…-৪৮১২০-৫০৫৩০-৫৩০৬০ স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।
শিক্ষাগত যোগ্যতা:
ক) যে কোন বিষয়ে ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী অথবা ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতক ডিগ্রী থাকতে হবে।
(খ) শিক্ষা জীবনের কোন পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণযােগ্য হবে না।
গ) গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ০২/০৬/২০০৯ ও ০২/০৩/২০১০ তারিখের প্রজ্ঞাপন নং শিম/শাঃ১১/৫-১(অংশ)/৫৮২ এবং শিম/শাঃ১১/১৯-১/২০০৭/১৭৪ অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত, সিজিপিএ এর বিপরীতে পূর্বের ১ম ও ২য় বিভাগ/শ্রেণি নিম্নরূপে নির্ধারিত হবেঃ
(১) এস.এস.সি বা সমমান এবং এইচ.এস.সি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে- জিপিএ ৩.০০ বা তদূধ্ধ্ব জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কম প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ
(২) অনুমােদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে অর্জিত সিজিপিএ
সমতুল্য শ্রেণি/বিভাগ ৪.০০ পয়েন্ট স্কেলে
৫.০০ পয়েন্ট স্কেলে ৩.৭৫ বা তদূধ্ধ্ব
২.৮১৩ বা তদূ্ধ্ব কিন্তু ৩.৭৫ এর কম প্রথম বিভাগ/শ্রেণি দ্বিতীয় বিভাগ/শ্রেণি ৩.০০ বা তদূধ্ব্ব ২.২৫ বা তদূধ্ব্ব কিন্তু ৩.০০ এর কম
ঘ) প্রার্থীকে Aptitude Test এবং প্রােগ্রামিংসহ ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ভ) কোন স্বীকৃত পেশাদার (Professional) কম্পিউটার সােসাইটির সহযােগী সদস্য হতে হবে।
আবেদন নিয়ম: (https://erecruitment.bb.org.bd) আগ্রহী প্রার্থীরা এ-র মধ্যেমে আবেদন করতে পারবেন।
আবেদনপত্র পূরণ ও ফি প্রদানের শেষ তারিখ ও সময়: ০২/১২/২০২০ তারিখ, রাত ১১.৫৯ টা।
Tracking Page সংগ্রহের শেষ তারিখ ও সময়: ০৬/১২/২০২০ তারিখ, রাত ১১.৫৯ টা।
অফিসিয়াল জব সার্কুলার চিত্র দেখুন:
Rupali Bank Job Circular 2020
ফেসবুকে শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন
প্রতিদিন এর চাকরির খবর গুল পড়তে আমাদের এপ্লিকেশনটি ইন্সটল করুন
No.1 season H s c past Gpo 2.93
এই জবটা সুন্দর করে আমার মনের মত করে পাবলিস্ট করেছেন | ধন্যবাদ ওয়েব সাইটের এডমিন ভাইকে
w.c
Vi Ami Honours complete.apply Korte parbo ki? Please ans me
Vi Ami Honours completed.apply Korte parbo ki? Ekta job khubi dorkar.Please ans me
Parbrn