Discuss Today
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদে ন্যস্ত প্রাথমিক শিক্ষা বিভাগের আওতাধীন বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভূক্ত সহকারী শিক্ষকের শূন্য পদে এবং জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইডিপি-৪ এর আওতায় প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য রাজস্বখাতে সৃষ্ট সহকারী শিক্ষক পদে অস্থায়ীভাবে নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিক ও বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের (পুরুষ/মহিলাদের) নিকট হতে নিম্নলিখিত নির্দেশনা/শর্তানুযায়ী স্ব-হস্তে লিখিত/অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আমাদের আরো চাকরির খবর পড়ুন।
Primary Assistant Teacher Job Circular 2021
পদের নাম: সহকারী শিক্ষক
পদের সংখ্যা: রাজস্ব খাত সহকারী ভূক্ত
শিক্ষক পদ : ৯৫ টি
প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য
রাজস্বখাত ভূক্ত সৃষ্ট সহকারী
শিক্ষক পদ : ১৮৬ টি
সহকারী শিক্ষক নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-স স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রী।
বয়স: ৩২ বছর।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
আবেদন নিয়ম: bhdc.eservicebd.com আগ্রহী প্রার্থীরা এ-র মধ্যেমে আবেদন করতে পারবেন।
আবেদন শুরু সময়: ১০ ফেব্রুয়ারি ২০২১ তারিখে সকাল ১০:৩০ টা সময় আবেদন শুরু হবে।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদন শেষ সময়: ২৫ ফেব্রুয়ারি ২০২১ তারিখে বিকাল ০৫:০০ টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুন:
Assistant Teacher Job Circular 2021
শর্তবলী
১) অনলাইনে বা চেয়ারম্যান, বান্দরাবন পার্বত্য জেলা পরিষদ বরাবর স্ব-হস্তে লিখিত/পূরণকৃত সরকারি চাকরি আবেদনপত্র আগামী ২৫/০২/২০২১ খ্রিঃ
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
তারিখের বিকাল : ৫.০০ টার মধ্যে অফিস চলাকালীন সময়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে পৌছাতে হবে। উক্ত তারিখ/সময়ের পরে অনলাইনে কিংবা সরাসরি, ডাকযােগে বা অন্যকোন উপায়ে প্রাপ্ত দরখাস্ত গ্রহণ করা হবেনা।
২) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ওয়েব সাইট : www.bhdc.gov.bd – তে প্রবেশ করে আভ্যন্তরীন ই-সেবায় “অনলাইন চাকরি
আবেদন” অপশনে অথবা http://bhdc.eservicebd.com এ প্রবেশ করে আগামী ২৫/০২/২০২১ খ্রিঃ এর মধ্যে বিকাল ৫.০০ টর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে – ১০/০২/২০২১ খ্রি: তারিখ সকাল ১০.৩০ টা হত এবং শেষ হবে-২৫/২/২০২১ খ্রি: তারিখ বিকাল-৫.০০টা।
সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
৩) আবেদনকারী যে উপজেলার স্থায়ী বাসিন্দা তার প্রার্থীতা উক্ত উপজেলার অনুকূলে নির্ধারিত হবে এবং তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রমমতদানুযায়ী নিয়ন্ত্রিত হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়ােগ বিধিমালা, ২০১৯- এ বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলায় নিয়ােগের অগ্রাধিকার দেয়া হবে।
৪) সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুযায়ী মেধা ক্রমানুসারে নির্বাচিত প্রার্থীদের দ্বারা প্রথমে (উপজেলাভিত্তিক)
প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি pdf
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভুক্ত ‘সহকারী শিক্ষক’ এর শূন্যপদসমূহ পূরণ করা হবে। মেধা তালিকার অবশিষ্ট প্রার্থী দ্বারা জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য রাজস্বখাতে সৃষ্ট “সহকারী শিক্ষক’ এর পদসমূহ পূরণ করা হবে।
৫) বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানায় আবেদন করতে পারবেন। তবে এ দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদনে উল্লেখ করবেন তার প্রার্থিতা সেই উপজেলার কোটায় বিবেচিত হবে।
Pre Primary Job Circular 2021
৬) ২৫/০২/২০২১ খ্রি: তারিখে প্রার্থীর বয়স ২১-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শুধুমাত্র মুক্তিযাদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর হবে। বয়স নিরূপণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
৭) অসত্য/ভুয়া তথ্য সংবলিত/ক্রুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র কোন কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক দাখিলকৃত/প্রদত্ত
কোন তথ্য বা কাগজপত্র নিয়ােগ কার্যক্রম চলাকালে যে কোন পর্যায়ে বা নিয়ােগ প্রাপ্তির পরেও অসত্য/ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত/নির্বাচন/নিয়ােগ বাতিল করা হবে এবং মিথ্যা/ভুয়া তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইনগত/প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষক নিয়োগ
৮) পােষ্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রের সাথে অবশ্যই পোষ্য কোটার স্বপক্ষে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। এর ব্যত্যয় হলে তার প্রার্থীতা পোষ্য কোটায় বিবেচনা করা হবে না।
৯) সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৯ এর ব্যাখ্যা অনুযায়ী “পােষ্য” অর্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োজিত আছেন
বা ছিলেন এমন শিক্ষকের অবিবাহিত সন্তান, যিনি উক্ত শিক্ষকের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল আছেন বা তিনি জীবিত থাকলে বা চাকরিতে থাকলে সম্পূর্ণরূপে নির্ভরশীল থাকতেন এবং উক্ত শিক্ষকের বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী বা তালাকপ্রাপ্ত কন্যা যিনি উক্ত শিক্ষকের উপর
সম্পূর্ণরূপে নির্ভরশীল ছিলেন বা ক্ষেত্রমতে, তিনি জীবিত থাকলে অনুরূপভাবে নির্ভরশীল থাকতেন শুধুমাত্র তারাই পোষ্য কোটার প্রার্থী হিসেবে বিবেচিত হবে।
Primary Teacher job
১০) কোটার প্রার্থীগণ স্ব-স্ব আবেদনপত্রের খামের শিরোভাগে লাল কালিতে কোটার নাম, পুরুষ/মহিলা প্রার্থী এবং উপজেলার নাম লিখতে হবে।
১১) সরকারি/আধা-সরকারি প্রতিষ্ঠানসমূহে চাকুরিরত/কর্মরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন পত্র দাখিল করতে হবে। অগ্রিম কপি গ্রহণযােগ্য নহে।
১২) আবেদনপত্রে স্পষ্টাক্ষরে- (ক) আবেদনকারীর নাম, (খ) পিতা/স্বামীর নাম, (গ) মাতার নাম, (ঘ) বর্তমান ঠিকানা, (ঙ) পূর্ণাঙ্গ স্থায়ী ঠিকানা,
(চ) শিক্ষাগত যােগ্যতা, (ছ) অভিজ্ঞতা (যদি থাকে), (জ) জন্ম তারিখ, (ঝ) বয়স (২৫/২/২০২১ তারিখে), (এ) ধর্ম, (ট) জাতীয়তা,
(ঠ) বৈবাহিক অবস্থা, ড) পুরুষ/মহিলা, ঢ) মোেবাইল নম্বর ইত্যাদি উল্লেখ করতে হবে।
১৩) স্ব-হস্তে লিখিত আবেদনকারীদেরকে আবেদন পত্রের সাথে নিম্নবর্ণিত সত্যায়নকৃত কাগজপত্রাদি এবং অনলাইনে আবেদনকারীদের মধ্যে যারা মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত/মনােনিত হবেন তাদেরকে নিম্নবর্ণিত সত্যায়নকৃত কাগজপত্রাদি মৌখিক পরিক্ষার পূর্বে দাখিল করতে হবে।
ক) সদ্যতােলা পাসপাের্ট সাইজের ৪ কপি রঙিন ছবি।
খ) বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দার স্বপক্ষে বােমাং সার্কেল চীফ/জেলা প্রশাসক এর প্রদত্ত স্থায়ী বাসিন্দা সনদপত্র।
Primary Job
গ) শিক্ষাগত যােগ্যতা সম্পর্কিত সকল প্রকার সনদপত্র/ সাময়িক সনদপত্র।
ঘ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকতা সনদপত্র।
৬) জাতীয় পরিচয়পত্রের উভয় পৃষ্ঠার সত্যায়িত ফটোকপি এবং জন্ম নিবন্ধনের কপি।
চ) পােষ্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক (০১/০১/২০২১ তারিখের পূর্বে স্বাক্ষরিত নয়) প্রদত্ত পােষ্য সনদপত্র।
ছ) সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছরের কোটার প্রার্থীদের প্রমাণের ক্ষেত্রে: –
Primary School Teacher Jobs 2021
১) মুক্তিযােদ্ধার সন্তান প্রার্থীদের জন্য সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযাদ্ধার প্রয়ােজনীয় কাগজপত্র এবং
২) শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের অনুকূলে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র।
Primary Job circular
১৪) প্রার্থীর সনদপত্র ও ছবি সত্যায়নকারী কর্মকর্তার (৯ম বা তদু্ধ্ব গ্রেডের গেজেটেড কর্মকর্তা) স্বাক্ষরের এর নিচে নামসহ সীল থাকতে হবে।
১৫) নিয়ােগের ক্ষেত্রে নিয়ােগ কমিটির ১৮/০১/২০২১ খ্রিঃ তারিখের সভার সিদ্ধান্ত অনুসরণ করা হবে।
১৬) লিখিত ও মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
১৭) আবেদনপত্রের সাথে নিম্ন্বাক্ষরকারী অনুকূলে যে কোন তফসিলী ব্যাংক হতে ৩০০ (তিনশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে। পােস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়।
১৮) আবেদনপত্র গ্রহণ বা বাতিলের বিষয়ে নিয়ােগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোনো প্রকার আপত্তি গ্রহণযােগ্য হবে না। এছাড়া অনিবার্য কারণবশত: নিয়ােগ প্রক্রিয়া স্থগিত/বাতিল/প্রত্যাহার করার সম্পূর্ণ ক্ষমতা নিয়ােগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
Primary School Teacher Jobs
১৯) আবেদনপত্র প্রাথমিকভাবে বাছাইয়ের পর কেবলমাত্র যাদের আবেদনপত্র সঠিক এবং প্রাপ্ত কাগজপত্রাদি উপযুক্ত বলে বিবেচিত হবে তাদেরকে লিখিত পরীক্ষায় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।
২০) নিয়ােগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শূন্য পদের সংখ্যা বাড়ানাের/কমানোর সম্পূর্ণ ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
২১) এ নিয়ােগের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমােদন রয়েছে।
good
Hm
Good jobs
Hmmm
প্রাইমারি নিয়োগ ২৫ থেকে আপ্লাই করা জাবে কি
Primari abedon 25 theke
good news
Tx
Nice
ধন্যবাদ,আমাদের সাথে থাকুন
kobe dibe
dile janbo
thank you
w.c
Valo laglo news ta
thanks
exam date kobe
প্রকাশিত হলে জানাব
Date kobe
Dile janabo
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ কত দিনে দিবে সার্কুলার টা
R besi din nai
Primary Assistant Teacher Job Circular 2020
primaru
Sikkha goto joggota lagbe kon class porjonto
ager niyome
Primary Head Teacher Job Circular 2020
nice
ki vabe apllication korbo
elakar computer diye koro jara aply koro
সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০
প্রাথমিক শিক্ষক নিয়োগ পদ্ধতি
প্রাথমিক শিক্ষক নিয়োগ আবেদনের নিয়ম
Primary Assistant Teacher Job Circular 2020
আমরা যারা ২০২০ সালের অনার্স ষেশ পর্বের ছাত্র তারাই loss খাইলাম, আমরা কোণ সুযোগই পাইলাম না, আমাদের একটা ব্যবস্থা বরা উচিত ছিল সরকারের।
Thik to
যারা স্নাতক পরিক্ষা ৩য় শ্রেনী পেয়েছে,তাদেরকে স্নাতকোত্তর পরিক্ষায় ২য় শ্রেনী, আবেদন করার সুযোগ দেওয়া হোক
প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ ২০২০
প্রাথমিক শিক্ষক নিয়োগ যোগ্যতা 2020
প্রাথমিক শিক্ষক নিয়োগ আবেদনের নিয়ম
প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২০ সার্কুলার
প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২০ যোগ্যতা
প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২০ যোগ্যতা
প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২০
Primary Assistant Teacher Job Circular 2020
Primary Job Circular 2020 PDF download
http://www.dpe.gov.bd notice board 2020
Primary Assistant Teacher Job Circular 2020
পদের নাম: সহকারী শিক্ষক
পদ সংখ্যা: দেয়া নাই।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দবিতীয় শ্রেণি বা সমমানের
সিজিপিএসহ পাতক বা স্নাতক ( সম্মান) বা সমমানের ডিগ্রী।
বয়স: ৩২ বছর।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
আবেদন নিয়ম: httn://dpe.eletalk.com.bd আগ্রহী প্রার্থীরা এ-র মধ্যেমে আবেদন করতে পারবেন।
Primary Assistant Teacher Job Circular 2020
u r right bro
tx u