Breaking News

পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ – PMK Job Circular

পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ঃ নিয়োগ বিজ্ঞপ্তিটিতে ০৩টি পদে ২৫০ জনকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী মঙ্গল কর্মসূচী। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর, ২০২২পর্যন্ত। আরো সরকারি বেসরকারি চাকরির খবর পেতে ভিজিট করুন priojob.com

চাকরির ধরন এনজিও চাকরি
জেলা সকল জেলা
প্রতিষ্ঠানের নাম পল্লী মঙ্গল কর্মসূচী  (পিএমকে)
ওয়েবসাইট https://www.pmk-bd.org
পদ সংখ্যা ০৩ টি
খালি পদ ২৫০ জন
শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতকোত্তর/বিবিএস
বয়সসীমা ২৪-৩৩ বছর
আবেদনের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর, ২০২২
আবেদনের মাধ্যম ডাকযোগে

আরো দেখুনঃ চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা

পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ ২০২২

PMK Job Circular 2022: পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে), মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর সনদপ্রাপ্ত একটি জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত বেসরকারী উন্নয়নমূলক প্রতিষ্ঠান, যার এমআরএ সনদ নম্বর ০০৮৬২-০০৩৮৭-০০৩১২। উক্ত প্রতিষ্ঠানে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে কাজ করার জন্য নিম্নবর্ণিত পদে লোক নিয়োগ করা হবে।

পদের নামঃ ক্রেডিট অফিসার-
পদ সংখ্যাঃ ১০০ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোন বিষয়ে স্নাতকোত্তর অথবা সমমান।
বেতন স্কেলঃ শিক্ষানবিশকালে ২২,০০০ টাকা স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে ২৮,৪১৩ টাকা (পিএফসহ)।

পদের নামঃ ফিল্ড অফিসার
পদ সংখ্যাঃ ১০০ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক অথবা সমমান।
বেতন স্কেলঃ শিক্ষানবিশকালে ২০,০০০ টাকা স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে ২৫,৩৯০ টাকা (পিএফসহ)।

পদের নামঃ একাউন্টস্ অফিসার
পদ সংখ্যাঃ ৫০ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ বিবিএস।
বেতন স্কেলঃ শিক্ষানবিশকালে ২০,০০০ টাকা স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে ২৫,৩৯০ টাকা (পিএফসহ)।।

Palli Mongal Karmosuchi Job Circular 2022

আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত, প্রয়োজনীয় কাগজপত্র (শিক্ষাগত যোগ্যতা, চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক/নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ও অভিজ্ঞতা) এবং সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি (সত্যায়িতসহ) প্রধান নির্বাহী, পল্লী মঙ্গল

কর্মসূচী (পিএমকে), প্রধান কার্যালয়, জিরাবো,আশুলিয়া, ঢাকা এই ঠিকানায় আগামী ০৫.০৯.২০২২ তারিখ “ক্রেডিট অফিসার ০৭.০৯.২০২২ তারিখ “ফিল্ড অফিসার” এবং ১২.০৯.২০২২ তারিখ “একাউন্টস্ অফিসার-II” পদের প্রার্থীগণ সকাল ৮.৩০ ঘটিকায় আবেদনপত্রসহ উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্রে অবশ্যই পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুনঃ

পল্লী মঙ্গল কর্মসূচী নিয়োগ বিজ্ঞপ্তি

নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদানের পূর্বে ০৩ (তিন) দিনের প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে বাছাইকৃতদের ১ (এক) বৎসরের জন্য শিক্ষানবিশ হিসেবে নিয়োগ দেওয়া হবে। শিক্ষানবিশকাল শেষে মূল্যায়ন সাপেক্ষে নিয়মিত বেতন কাঠামোভুক্ত করাসহ পি.এফ. গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, মূল বেতনের অর্ধেক বৈশাখী ভাতা, কর্ম এলাকায় বিনা খরচে একক আবাসন সুবিধা, বৎসরান্তে নির্ধারিত অভোগকৃত ছুটি নগদায়ন, প্রতি বৎসর ১০% হারে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান, সাপ্তাহিক ছুটি ০২ (শুক্র ও শনিবার) দিন ও অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত, প্রয়োজনীয় কাগজপত্র (শিক্ষাগত যোগ্যতা, চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক/নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ও অভিজ্ঞতা) এবং সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি (সত্যায়িতসহ) প্রধান নির্বাহী, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে), প্রধান কার্যালয়, জিরাবো,আশুলিয়া, ঢাকা এই ঠিকানায় আগামী ০৫.০৯.২০২২ তারিখ “ক্রেডিট অফিসার ০৭.০৯.২০২২ তারিখ “ফিল্ড অফিসার” এবং ১২.০৯.২০২২ তারিখ “একাউন্টস্ অফিসার-II” পদের প্রার্থীগণ সকাল ৮.৩০ ঘটিকায় আবেদনপত্রসহ উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্রে অবশ্যই পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

PMK Job Circular 2022

শর্তাবলীঃ সাক্ষাৎকারের সময় সকল মূল সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখাতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন ফি বাবদ ২০০ (দুইশত) টাকা (অফেরতযোগ্য) নগদে প্রদান করতে হবে। চাকরিতে যোগদানের সময়ে মোট বেতনের সমপরিমান টাকা জামানত হিসেবে জমা দিতে হবে; যা চাকরি শেষে সংস্থার নিয়ম অনুযায়ী সুদসহ ফেরৎযোগ্য। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।

নোটঃ নিয়োগের ক্ষেত্রে নারী/পুরুষ প্রার্থীকে সমসুযোগ প্রদান করা হবে। ধুমপায়ীদের আবেদন করার প্রয়োজন নেই।

Check Also

মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | (শূন্যপদ ৭৩২টি)

মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ -(Department of Fisheries DOF Job Circular 2023): গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *