জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ সমূহের কোভিড-১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশন
জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ সমূহের কোভিড-১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশন: বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর সংক্রমণরােধ ও স্বাস্থ্যবুঁকি এড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা গ্রহণ সংক্রান্ত তথ্যাবলী সংগ্রহের জন্য বর্ণিত লিংক http://103.113.200.29/student_covidinfo/ -এ প্রদত্ত ছক পুরণ করে আগামী ১২ই জুলাই ২০২১ তারিখের মধ্যে submit করার জন্য বলা হলাে।
National University Corona Vaccine Registration 2021
বিষয়টি জাতীয় জনগুরুত্বপূর্ণ ও জনস্বাস্থ্য সম্পর্কিত জরুরী বিবেচনায় অধিভুক্ত কলেজের সম্মানিত অধ্যক্ষবৃন্দকে স্ব স্ব কলেজের শিক্ষার্থীদের তথ্য ছক পুরণ নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কোভিড-১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশন
বিঃ প্রঃ-সূত্র নং-০১(১৬২)জাতীঃবিঃ/প্রশাঃ/৯২//১৩৯৬, তারিখ: ১৭ই মে ২০২১ অফিস আদেশ মােতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/গবেষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা গ্রহণ সংক্রান্ত তথ্যাবলী www.nubd.info/college এ login করে College Profile-এ জরুরীভিত্তিতে অনলাইনে প্রেরণের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুরােধ জানানাে হয়। এখন পর্যন্ত যেসব কলেজ উপর্যুক্ত তথ্য College Profile-এ submit করেনি তাদেরকে অনতিবিলম্বে submit করার জন্য বলা হলাে।
জাতীয় বিশ্ববিদ্যালয় করোনা ভ্যাক্সিন রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি
ধাপ: ১
প্রথমে এখানে ক্লিক করে “কোভিড-19 টিকা নিবন্ধনের লক্ষ্যে শিক্ষার্থী তথ্য ছক” পূরণ করুন।
ফরমে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নাম্বারটি লিখুন। তারপর Next বাটনে ক্লিক করুন।
ধাপ: ২ Next বাটনে ক্লিক করার পর নিচের মতো একটি পেইজ আসবে।
এই পেইজে আপনার জন্মতারিখ (dd-mm-yyyy) ফরম্যাটে লিখুন। যেমন: 31-12-1990
এরপর যথাক্রমে আপনার সচল ব্যাক্তিগত মোবাইল নাম্বার ও আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার লিখুন।
Covid-19 vaccine taken? অপশনটির ক্ষেত্রে,করোনা টিকা না নিয়ে থাকলে ‘No’ সিলেক্ট করুনটিকা নিয়ে থাকলে ‘Yes’ সিলেক্ট করুন
জাতীয় বিশ্ববিদ্যালয় কোভিড-১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশন ২০২১
Residential status? অপশনের ক্ষেত্রে, আপনি বর্তমানে হোস্টেল, মেস কিংবা বাসায়/বাড়িতে আছেন কি-না সে হিসেবে Hostel, Mess, Home যেকোনো একটি সিলেক্ট করুন।
সবশেষে আরেকবার পুরো তথ্যছক/ফরম পড়ে দেখুন এবং আপনার প্রদত্ত সব তথ্য সঠিক নিশ্চিত হওয়ার পর Submit বাটনে ক্লিক করুন।
ধাপ: ৩
Submit বাটনে ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন নাম্বার প্রদর্শন করে একটি কনফার্মেশন পেইজ আসবে।
এর মানে হচ্ছে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সফলভাবে করোনা টিকা রেজিস্ট্রেশনের আবেদন সম্পন্ন করেছেন।
প্রথমে আপনাকে formfillup.nu@gmail.com এখানে ইমেইল করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কোভিড-১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশন
কোভিড- ১৯ করোনা ভাইরাসের টিকার জন্য পোর্টালে নিবন্ধন, পরবর্তী করনীয়, এসএমএস বার্তা প্রাপ্তি, টিকা কার্ড প্রাপ্তি , টিকা কেন্দ্র , টিকা গ্রহণের সময়, টিকার ডোজ, চূড়ান্ত সনদ প্রাপ্তি ইত্যাদি বিষয়ক বিভিন্ন প্রশ্ন ও উত্তর নিচের অংশে পাওয়া যাবে।
কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক সচরাচর জিজ্ঞাসা
নিবন্ধনের শেষ পর্যায়ে OTP পাই নাই করণীয় কি?
কোভিড-১৯ করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে ইচ্ছুক, কিভাবে অনলাইনে নিবন্ধন করব?
আমি অনলাইনে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছি, এখন আমার পরবর্তী করনীয় কি?
কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য নিবন্ধন পরবর্তী অবস্থা অনলাইনে কিভাবে যাচাই করব?
কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের জন্য ভ্যাকসিন কার্ড কিভাবে পেতে পারি?
National University Colleges Covid-19 Vaccine Registration
ভ্যাকসিন গ্রহণের জন্য কেন্দ্র ও তারিখ সম্পর্কে কিভাবে জানবো?
কোভিড-১৯ ভ্যাকসিন সম্পন্ন হওয়ার পর ভ্যাকসিন সনদ কিভাবে পেতে পারি?
কোভিড-১৯ টিকা কাদের দেওয়া হবে?
এই ক্যাম্পেইনে কাদের টিকা দেওয়া যাবে না?
একজন প্রশ্ন করলেন, গর্ভবর্তী মহিলা কি এই টিকা পাবে?
এনআইডি কার্ড হারিয়ে গেছে কীভাবে রেজিস্ট্রেশন করব?
টিকাদান কার্ড আনি নাই, মোবাইলে কোনো তথ্য দেখা যাচ্ছে না; এখন কী করব?
ইতোমধ্যে কোভিড-১৯ হয়েছিল। চিকিৎসার পর ভালো হয়েছে, কোভিড-১৯ টিকা পাব?
২৮ বছর বয়সী ৫ মাসের গর্ভবতী। সে কোভিড হাসপাতালে চাকরি করে; কোভিড-১৯ টিকা পাবে?
একজন ফ্রর্টলাইন ওয়ার্কার। উনি কাজ শেষে প্রতিদিন বাসায় যান। তাহলে বাসার সবাই কি এই টিকা পাবেন?
প্রতিদিন প্রেসারের ঔষধ খেতে হয়; টিকা দেওয়া যাবে ?
পনেরো দিন আগে হার্টের অপারেশন হয়েছে; টিকা দেওয়া যাবে কিনা?