Discuss Today
এইচএসসি ডিপ্লোমা ইন কমার্স কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন অ্যাসাইনমেন্ট উত্তর
১ম অধ্যায়:
কম্পিউটারের প্রাথমিক
ধারনা
১। ক) ডিজিটাল কম্পিউটার বলতে কি বুঝায়?
খ) কোভিড-১৯ সময় কালে চিকিৎসা ক্ষেত্রে আধুনিক কম্পিউটারের ব্যবহার লিখ।
উত্তর:
গ) সফটওয়্যার ব্যতীত হার্ডওয়ার অচল বর্ণনা কর।
এইচ এস সি বি ডিপ্লোমা ইন কমার্স কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন অ্যাসাইনমেন্ট উত্তর
২য় অধ্যায়:
ইনপুট আউটপুট
ডিভাইস
২। ক) প্রিন্টার কি?
উত্তর:
প্রিন্টার : যে যন্ত্রের মাধ্যমে কম্পিউটারে প্রাপ্ত ফলাফল কাগজে ছাপানাে যায়, তাকে প্রিন্টার বলা হয়। এটা বহুল ব্যবহৃত আউটপুট ডিভাইস। কম্পিউটারে কোন ডকুমেন্ট তৈরি করে হার্ড কপি আকারে সংরক্ষণ করার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়। প্রত্যেক প্রিন্টারের নিজস্ব প্রিন্ট ড্রাইভার (প্রাগ্রাম) আছে। কম্পিউটারের সাথে সংযুক্ত প্রিন্টারের ড্রাইভারটি ইনস্টল করে নিতে হবে
খ) ইনপুট আউটপুট ডিভাইস বলতে কি বুঝায়?
গ) OMR ও OCR এর পার্থক্য লিখ।
উত্তর:
HSC Diploma in Commerce Computer Office Application Assignment Answer
৩য় অধ্যায়:
ষ্টোরেজ মিডিয়া
৪। ক) জিপ ড্রাইভ কি?
উত্তর: জিপ ড্রাইভটি একটি অপসারণযােগ্য ফ্লেপি ডিস্ক স্টোরেজ সিস্টেম যা 1994 সালের শেষদিকে lomega দ্বারা প্রবর্তিত হয়েছিল। মুক্তির সময় মাঝারি থেকে উচ্চ-ক্ষমতা হিসাবে বিবেচিত, জিপ ডিস্কগুলি মূলত 100 এমবি, তার পরে 250 এমবি, এবং সক্ষমতা সহ চালু হয়েছিল এবং অবশেষে 750 এমবি।
খ) RAM ও ROM এর পার্থক্য লিখ?
গ) হার্ড ডিস্কের বৈশিষ্ট লিখ?
এইচ এস সি ডিপ্লোমা ইন কমার্স কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন এসাইনমেন্ট উত্তর
উত্তর:
Diploma in Commerce Computer Office Application Assignment Answer
৪র্থ অধ্যায়:
নম্বর সিস্টেম ও ডিজিটাল
লজিক
৪। ক) সংখ্যা পদ্ধতি কি?
খ) ডেটা কোডিং এর নিয়ম লিখ?
উত্তর:
গ) ৯৯.২৭৫ দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রুপান্তর কর?
উত্তর:
কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন এসাইনমেন্ট উত্তর
৫ম অধ্যায়:
কম্পিউটার অপারেটিং
সিস্টেমের মৌলিক ধারণা
৫। ক) অপারেটিং সিস্টেম কি?
উত্তর:
অপারেটিং সিস্টেম প্রাগ্রাম : অপারেটিং সিস্টেম সফটওয়্যার (Operating System Soffrware) ছাড়া একটি কম্পিউটার Start হতে পারে না। একটি কম্পিউটারের পাওয়ার সুইচ On করার সাথে সাথে অপারেটিং সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের সকল হার্ডওয়্যারকে সচল করে তােলে এবং এ্যাপ্লিকেশন সফটওয়্যারকে চালনা করার মতাে পরিবেশ তৈরি করে। বাজারে বিভিন্ন ধরনের সিস্টেম প্রােগ্রাম রয়েছে। তার মধ্যে ডস (DOS = Disk Operating System), উইন্ডোজ (Windows), লিনাক্স (Linux), ইউনিক্স (Unix) ইত্যাদি উল্লেখযােগ্য। একটি কম্পিউটারের প্রথম সফটওয়্যারই হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার।
খ) মহামারি কালীন সময়ে বানিজ্যিক সফটওয়্যার ব্যবহারের মাধ্যেমে ব্যবসয়িক পরিচলনা করার সুবিধা বর্ণনা কর।
উত্তর:
গ) সিঙ্গেল ও মাল্টি ইউজার অপরেটিং সিস্টেম বর্ণনা কর।
উত্তর:
সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম : যে অপারেটিং সিস্টেম একক ব্যবহারকারী বা এক টার্মিনালযুক্ত কম্পিউটার
পরিচালনার জন্য ব্যবহ্ূত হয় তাকে সিজঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম বলে। আই, বি. এম পিসি সাধারণ মাইক্রোকম্পিউটারে উধারণঃ DOS, BOS, TOS, WINDOWS 3.I, WINDOWS 95. WINDOWS 98 ইত্যাদি।
মান্টি ইউজার অপারেটিং সিস্টেম : যে অপারেটিং সিস্টেম একাধিক ব্যবহারকারী এবং বহু টার্মিনালযুক্ত কম্পিউটার পরিচালনার জন্যব্যবহিত হয় তাকে মান্টি ইউজার অপারেটিং সিস্টেম বলে। সুপার, মেইনফ্রেম, মিনি কম্পিউটারে, মান্টি ইউজার অপারেটিং সিস্টেম উদাহরণ: UNIX. LINUX. UBUNTU, WINDOWS XP, WINDOWS VISTA, WINDOWS-7 ইত্যাদি।
৭ম অধ্যায়: ফাইল
অরগাইনেজশন
৮ম-৮ম অধ্যায়:
এ্যাপ্লিকেশন প্যাকেজ
৯ম অধ্যায়: কম্পিউটার
ভাইরাস ও আন্টি ভাইরাস
৬। ক) VIRUS এর পূর্ণরূপ কি ?
উত্তর:
খ) ফাইল ও ফোল্ডারের মধ্যে পার্থক্য লিখ?
উত্তর:
ফাইল
১। হার্ডডিস্ক, পেনড্রাইভ বা সিডিতে কোন ডেটা বা ডকুমেন্ট নির্দিষ্ট নামে সংরক্ষণ করে রাখাকে ফাইল বলে।
২। ফাইলের মধ্যে ফোল্ডার রাখা যায় না।
৩। ফাইল প্রধানত : দুই প্রকার। (i) ডেটা ফাইল (ii) প্রােগ্রাম ফাইল
৪। ফাইল হল তথ্যাধার।
ফোল্ডার
১। যে ডাইরেক্টরিতে বা যার মধ্যে বিভিন্ন ধরনের ফাইল রাখা হয় তাকে ফোল্ডার বলে।
২। ফোল্ডারের মধ্যে ফাইল রাখা যায়।
৩। ফোল্ডারের কোন প্রকারভেদ নেই।
৪। ফোল্ডার হল ফাইলের আধার ।
গ) ওয়ার্ড প্রসেসিং ও স্প্রেডশীট প্যাকেজ প্রােগ্রমের ২ টি
উদাহরণ বর্ণনা কর।
উত্তর: জনপ্রিয় কয়েকটি প্যাকেজ প্রােগ্রামের নাম ও ব্যবহার উল্লেখ করা হলাে:
ওয়ার্ডপ্রসেসিং প্যাকেজ : এ প্রােগ্রামের মাধ্যমে টাইপ রাইটারের চেয়ে শতগুণ বেশি সুবিধা সহকারে যে কোন ভাষায় চিঠি পত্র লেখা থেকে শুরু করে অফিসিয়াল যে কোন ধরনের লেখা-লেখির ও বই পত্র ছাপানাের কাজ করা হয়ে থাকে। বাজারে বিভিন্ন সফটওয়্যার কোম্পানির তৈরি করা ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ প্রােগ্রাম পাওয়া যায়। তার মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড (MS Word) ও ওয়ার্ডপ্রাে (Wordpro) উল্লেখযােগ্য।
স্পেশীট প্যাকেজ : এ প্রােগ্রামের সাহায্যে প্রচুর পরিমাণ ডাটা নিয়ে গাণিতিক ক্যালকুলেশন কিংবা বিভিন্ন ধরনের এ্যানালাইসিসমূলক কাজে করা যায়। সাধারণত বড় বড় হিসাব নিকাশের কাজে এ প্রােগ্রাম বেশি ব্যবহার করা হয়। ব্যবসা প্রতিষ্ঠানে এ ধরনের প্রােগ্রামের অনেক প্রয়ােজনীয়তা রয়েছে। বাজারে যে সব সে্প্রেডশীট প্যাকেজ প্রােগ্রাম রয়েছে তার ম্যে এম এস এক্সেল (MS Excell), লােটাস ১-২-৩ (Lotus 1-2-3)’ ও কোয়াট্রো-প্রা (Quattro-pro)-এর নাম উল্লেখযােগ্য।