Discuss Today
এইচএসসি ডিপ্লোমা ইন কমার্স হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর
অধ্যায় ২ – লেনদেন ও হিসাব সমীকরণ
১. সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়” উদাহরন দাও।
সকল লেনদেন ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন নয়
সাধারণত কোন কিছু সঙ্ঘঠিত হওয়াকে ঘটনা বলে। যেমনঃ স্কুলে যাওয়া, বাজার করা, পরীক্ষায় পাশ করা, মাল ক্রয়ের ফরমায়েশ প্রদান, পণ্য ক্রয়, পণ্য বিক্রয় ভাড়া প্রদান, বিয়ের খরচ ইত্যাদি । ঘটনা আর্থিক হতে পারে আবার না ও হতে পারে ।
অন্যদিকে, লেনদেন হল হিসাববিজ্ঞানে কোন ব্যবসায়ে অর্থ ও অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য সকল ধরনের অর্থনৈতিক কার্যকলাপ বা ঘটনাকে বুঝায়।
যেমন: রাফসানকে ১,০০০ টাকা প্রদান করা হল, কর্মচারীদের ৬,০০০ টাকা বেতন প্রদান করা হল, বিক্রয় করা হল ৫,০০০ টাকা ইত্যাদি । তাই বলা যায় যেসকল ঘটনা আর্থিক শুধু সেগুলোকে লেনদেন বলে।
ব্যবসায় জগতে এরকম বিভিন্ন ঘটনার উদ্ভব হয় । কিন্তু সমস্ত ঘটনাকে হিসাবের বহিতে লিপিবদ্ধ করা হয় না কারণ সকল ঘটনা লেনদেন নয় ।
শুধুমাত্র অর্থের অংকে পরিমাপযোগ্য ঘটনা যেটি ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করে সেই ঘটনাকেই লেনদেন হিসেবে হিসাবের বহিতে লিপিবদ্ধ করা হয়।
আবার অদৃশ্য ভাবে কোন আর্থিক ঘটনা ঘটে থাকলে তাহাও লেনদেন হতে পারে। যেমন: সম্পদ ব্যবহারের ফলে যে মূল্য হ্রাস হয় এটি ও একটি লেনদেন। সুতরাং বলা যায়, সকল লেনদেন ঘটনা কিন্তু সকল ঘটনা লেনদেন নয়।
অধ্যায় ৩ – লিপিবদ্ধকরণ প্রক্রিয়া
২. দুরতফা দাখিলা পদ্ধতি মূলনীতি ব্যাখ্যা কর।
দুতরফা দাখিলা পদ্ধতি
ইতালির গণিতবিদ লুকা প্যাসিওলি (Luca Pacioli) ১৪৯৪ খ্রিষ্টাব্দে দুতরফা দাখিলা পদ্ধতি বর্ণনা করেন।
এটি হিসাবরক্ষণের একমাত্র বিজ্ঞানসম্মত পদ্ধতি। এ পদ্ধতিতে প্রতিটি লেনদেনের ২টি পক্ষ জড়িত থাকে -দাতা (creditor) ও গ্রহীতা (Debtor)। এ পদ্ধতিতে লেনদেনের সাথে জড়িত পক্ষ দুটি বিচার করে সমপরিমাণ টাকা দ্বারা ডেবিট ক্রেডিট করা হয়।
মূলনীতি ও বৈশিষ্ট্য:
৫টি মূলনীতি ও বৈশিষ্ট্য রয়েছে।
১. দ্বৈত স্বত্তা
২. দাতা ও গ্রহীতা
৩. ডেবিট ও ক্রেডিট করা
৪. সমান অঙ্কেও আদান-প্রদান
৫. সামগ্রিক ফলাফল।
দুতরফা দাখিলা পদ্ধতিতে রক্ষিত হিসাবের বই
দুতরফা দাখিলা পদ্ধতিতে ২ ধরনের হিসাবের বই রক্ষিত হয়।
১. জাবেদা (প্রাথমিক হিসাবের বই)
২. খতিয়ান ( হিসাবের পাকা বই)
হিসাবচক্র:
১০টি ধাপ রয়েছে
১. লেনদেন শনাক্তকরণ
২. লেনদেন বিশ্লেষণ
৩. জাবেদা ভুক্তকরণ
৪. খতিয়ানে স্থানান্তর
৫. রেওয়ামিল প্রস্তুতকরণ
৬. সমন্বয় দাখিলা
৭. কার্যপত্র প্রস্তুত
৮. আর্থিক বিবরণী
৯. সমাপনী দাখিলা
১০. হিসাব পরবর্তী রেওয়ামিল
জাবেদা
৩. জনাব রফিক নগদ ১,৫০,০০০ টাকা, ৭৫,০০০ টাকার যন্ত্রপাতি নিয়ে ২০২০ সালের ১লা জানুয়ারী তারিখে ব্যবসা আরম্ভ করল। উক্ত মাসে তার ব্যবসায়ে নি¤œলিখিত লেনদেন সম্পাদিত হয়েছিল।
জানুয়ারী ২ জনাব করিম সাহেবকে ভাড়া প্রদত্ত হল ১৫,০০০টাকা।
জানুয়ারী ৪ কর্মচারী আলালকে বেতন প্রদত্ত হল ১০,০০০ টাকা।
জানুয়ারী ৮ আলমকে নগদ ৮,০০০ টাকা প্রদান করা হল এবং ১০০ টাকা বাট্টা পাওয়া গেল।
জানুয়ারী ২৫ অফিসের ব্যবহারের জন্য ক্যালকুলেটর ক্রয় ৫০০ টাকা।
জানুয়ারী ৩০ ব্যাংকের মাধ্যমে বীমা প্রিমিয়াম প্রদত্ত হল ৩,৫০০ টাকা। জাবেদা করেত হবে ?
উত্তর:
১ জানু ২০২০
নগদান হি: – ডেবিট, —১৫০,০০০০ টাকা
যন্ত্রপাতি হি: – ডেবিট —৭৫,০০০ টাকা
মূলধন হি: – ক্রেডিট—২২৫,০০০ টাকা
২ জানু ২০২০
ভাড়া হি:– ডেবিট, —১৫০০০ টাকা
নগদান হি : – ক্রেডিট—১৫০০০ টাকা
৪ জানু ২০২০
বেতন হি:– ডেবিট, —১০০০০ টাকা
নগদান হি : – ক্রেডিট—১০০০০ টাকা
৮ জানু ২০২০
দেনাদার/ আলম হি:– ডেবিট, —৮০০০ টাকা
নগদার হি : – ক্রেডিট—৭৯০০ টাকা
প্রপ্ত বাটা হি: – ক্রেডিট—১০০০ টাকা
২৫ জানু ২০২০
অফিস সাপ্লাইজ হি:– ডেবিট, —৫০০ টাকা
নগদান হি : – ক্রেডিট—৫০০ টাকা
৩০ জানু ২০২০
বীমা প্রিমিয়াম :– ডেবিট, —৩৫০০ টাকা
ব্যাংক হি : – ক্রেডিট—৩৫০০ টাকা
রেওয়ামিল
৪. মালিহা এন্ড সন্সের ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখের উদ্ধৃত্তসমূহ নিন্ম রুপ:
মূলধন ২,০০,০০০ টাকা, বিক্রয় ৩,০০,০০০ টাকা, দেনাদারবৃন্দ ৮০,০০০ টাকা, ক্রয়
১,৭০,০০০ টাকা, উত্তোলন ১০,০০০ টাকা, মজুদ পণ্য (১.১.২০২০) ৭০,০০০ টাকা, কলকব্জা
ও যন্ত্রপাতি ৩,৫০,০০০ টাকা, হাতে নগদ ৫০,০০০ টাকা, ডাক ও তার ৫,০০০ টাকা,
বিজ্ঞাপন খরচ ২০,০০০ টাকা,
ভ্যাট চলতি হিসাব ১,০০,০০০ টাকা, আয়কর ৩০,০০০ টাকা,
উপ ভাড়া ৪৫,০০০ টাকা, প্রভিডেন্ট ফান্ড ১,০০,০০০ টাকা, আইন খরচ ৬,০০০ টাকা, রপ্তানি
শুল্ক ১৮,০০০ টাকা, শিক্ষানবিশ সেলামী ১৫,০০০ টাকা, পাওনাদারবৃন্দ ৭৫,০০০ টাকা, অবচয়
১৮,০০০ টাকা।
উত্তর কাজ চলতাছে
অধ্যায় ৫ – নগদ নিয়ন্ত্রণ
উত্তরের কাজ চলতাছে।
অধ্যায়: ৬ কার্যপত্র
অধ্যায়: ৭ একতরফা দাখিলা পদ্ধতি
এইচ এস সি ডিপ্লোমা ইন কমার্স হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর
অধ্যায়: আথিক বিররণী
উত্তরের কাজ চলতাছে।
এইচএসসি ডিপ্লোমা ইন কমার্স হিসাব বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর
খতিয়ানে
উত্তরের কাজ চলতাছে।
HSC Diploma in Commerce Accounting Science Assignment Answer
উওরগুলা কখন দিবেন
update 2nd sse cek it