স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ -(Health Engineering Department HED Job Circular 2023): ৬৬ জনকে নিয়োগ দিবে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) এর রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতনস্কেল, ২০১৫ এর ১৪তম, ১৬তম ও ২০তম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে (https://alljobs.teletalk.com.bd/hed বা http://hed.teletalk.com.bd ওয়েবসাইটে) আবদেনপত্র আহবান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা নাম | উল্লেখিত জেলা পদে পাশে |
প্রতিষ্ঠানের দাতা নাম | স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর |
অফিসিয়াল ওয়েবসাইট | http://hed.gov.bd/ |
পদ সংখ্যা | ০৩ টি |
খালি পদ | ৬৬ জন |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি/এইচএসসি/স্নাতক |
আবেদন প্রক্রিয়া | http://hed.teletalk.com.bd/ |
আবেদনের শুরু তারিখ | ১৬ মার্চ, ২০২৩ |
আবেদনের শেষ তারিখ | ৩০ মার্চ, ২০২৩ |
আবেদনের মাধ্যম | টেলিটক/অনলাইনে |
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ ২০২৩
পদের নামঃ হিসাব রক্ষক
পদ সংখ্যাঃ ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতাঃ সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হইবে।
বেতন স্কেলঃ ১০,২০০-২৪,৬৮০/- টাকা।
পদের নামঃ অফিস সহকারী- কাম-কম্পিউটার- মুদ্রাক্ষরিক
পদ সংখ্যাঃ ১১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতাঃ কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত এবং ওয়ার্ড প্রসেসিং/ডাটা এন্ট্রি টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিট বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ হতে হবে।
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০/- টাকা।
পদের নামঃ অফিস সহায়ক
পদ সংখ্যাঃ ৫১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেলঃ ৮,২৫০-২০,০১০/- টাকা।
Health Engineering Department Job Circular 2023
- আবেদন শুরু তারিখঃ ১৬ মার্চ, ২০২৩
- আবেদনের শেষ তারিখঃ ৩০ মার্চ, ২০২৩
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
শর্তাবলীঃ
প্রার্থী প্রার্থীগণকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। প্রার্থীদের বয়স ২৮/০৩/২০২৩ খ্রিঃ তারিখে ১৮-৩০ বৎসরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা
এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বৎসর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেফিট গ্রহণযোগ্য হবে না।
জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পত্র নং- ০৫.00.0000.১৭০.১১.২০-১৪৯ তারিখঃ ২২/০৯/২০২২ খ্রিঃ অনুযায়ী কোভিড-১৯ পরিস্থিতির কারণে প্রার্থীদের বয়স ২৫/০৩/২০২০ খ্রিঃ তারিখ পর্যন্ত সর্বোচ্চ বয়স সীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং
মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে।
এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আবেদনকারী মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনকারী যে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টিও উল্লেখ করতে হবে।
HED Job Circular 2023
কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। আবেদনপত্রে প্রার্থী কর্তৃক কোন রুপ অসত্য বিবরণ/তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্য বা ভূয়া প্রমানিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে, এমনকি আবেদনকারী চূড়ান্তভাবে মনোনীত হওয়া সত্ত্বেও আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং ঐ প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাকরি প্রাপ্তির পরও যে কোন পর্যায়ে তার সনদপত্র / প্রদত্ত তথ্য অসত্য প্রমানিত হলে তাঁকে চাকরি থেকে তাৎক্ষনিকভাবে বরখাস্ত করা এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে কর্তৃপক্ষ সকল ক্ষমতা সংরক্ষণ করবে। শূন্য পদ পূরণের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। (১২) স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গত ০২/১২/২০২০ খ্রিঃ তারিখের ৪৫.০২.০০০০.০১০.১১.০০৫.২০-২৪২৬ নম্বর স্মারকের মাধ্যমে প্রকাশিত
নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যে সকল চাকরিপ্রার্থী পূর্বে আবেদন করেছেন পুনরায় তাঁদের আবেদন করার প্রয়োজন নেই, তাঁরা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি)’র ওয়েবসাইট (www.hed.gov.bd) এ দেখা যাবে। নিয়োগ বিজ্ঞন্তির পদসমূহের বাছাই পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে) আগামী এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষাসমূহের সুনির্দিষ্ট তারিখ সময় ও নির্দেশনা যথাসময়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি)’র ওয়েবসাইট (www.hed.gov.bd) এ প্রকাশ করা হবে।