Breaking News

গাক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ – GUK Job Circular

গাক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ -GUK Job Circular 2022: নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটিতে ৫ টি পদে ৬৯৫ জনকে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গাক এনজিও। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ ১০ অক্টোবর, ২০২২পর্যন্ত।  আরো সরকারি বেসরকারি চাকরির খবর পেতে আপডেট ভিজিট করুন priojob.com

চাকরির ধরনএনজিও চাকরি
জেলাউল্লেখিত জেলা
প্রতিষ্ঠানের নামগাক এনজিও
ওয়েবসাইটwww.gukbd.com
পদ সংখ্যা০৫ টি
খালি পদ৬৯৫ জন
শিক্ষাগত যোগ্যতাস্নাতকোত্তর ডিগ্রী
আবেদনের শেষ তারিখ১০ অক্টোবর, ২০২২
আবেদনের মাধ্যমডাকযোগে

আরো দেখুনঃ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা 

গাক নিয়োগ ২০২২

গাক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ঃগ্রাম উন্নয়ন কর্ম (গাক) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। সংস্থাটি দীর্ঘ ৩০ বছর যাবত সমগ্র দেশে প্রায় ১০ লক্ষ পরিবারের মাঝে ঋণ কার্যক্রমসহ শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সংস্থার চলমান ঋণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদের নামঃ জোনাল ম্যানেজার
পদ সংখ্যাঃ ৫ টি।
বয়সঃ সর্বোচ্চ ৪৫ বছর।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী। ৩ বছরের কাজের অভিজ্ঞতা। ৩০টি শাখা পরিচালনার দক্ষতা থাকতে হবে।
বেতনঃ ৬০,৪৭১ টাকা।

পদের নামঃ এরিয়া ম্যানেজার
পদ সংখ্যাঃ ২০ টি।
বয়সঃ সর্বোচ্চ ৪৫ বছর।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী। ৩ বছরের কাজের অভিজ্ঞতা। মোটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে।
বেতনঃ ৫১,৮১৩ টাকা।

পদের নামঃ শাখা ব্যবস্থাপক
পদ সংখ্যাঃ ৭০ টি।
বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রী। ১ বছরের কাজের অভিজ্ঞতা। মোটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে।
বেতনঃ ৩৯,৬৬২ টাকা।

পদের নামঃ ফিল্ড অফিসার
পদ সংখ্যাঃ ৫০০ টি।
বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর।
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/ সমমানের ডিগ্রী।
বেতনঃ ২৭,৫২২ টাকা।

পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট কাউন্টার অফিসার
পদ সংখ্যাঃ ১০০ টি।
বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর।
শিক্ষাগত যোগ্যতাঃ বিকম/ বিবিএস পাস। মোটর সাইকেল চালনায় দক্ষ হতে হবে।
বেতনঃ ২১,৩২২ টাকা।

Gram Unnayan Karma Job Circular 2022

 আবেদনের প্রক্রিয়াঃ প্রার্থীকে নিজ হাতে লিখে ডাকযোগে আবেদনপত্র প্রেরণ করতে হবে। আবেদন পত্রের সাথে পূর্ণ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ পত্র, অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয় পত্রের অনুলিপি, ২ কপি ছবি, ওজন, উচ্চতা, ২ জন পরিচয় প্রদানকারীর নাম এবং মোবাইল নাম্বার, সহ দরখাস্ত আগামী ১০ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে নিম্নের ঠিকানায় প্রেরণ করতে হবে।

আবেদনের ঠিকানা
বরাবর,
বিভাগীয় প্রধান
মানবসম্পদ বিভাগ
গ্রাম উন্নয়ন কর্ম গাক
প্রধান কার্যালয়, গাক টাওয়ার
বনানী, বগুড়া।

 
অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুনঃ

গাক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

গাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি

১, ২, ৩ ও ৪ নং পদের প্রার্থীকে মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। সকল পদের প্রার্থীদের কম্পিউটারে অফিস প্রোগ্রাম ও ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে। ৪ ও ৫নং পদের প্রার্থীদের মৌলিক প্রশিক্ষণ কাল হবে ২ মাস এবং প্রশিক্ষণকালে প্রশিক্ষণ ভাতা বাবদ ১০,০০০/- টাকা প্রাপ্য হবেন। উল্লেখ্য, সকল পদের ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকুরী বিধিমালা অনুযায়ী বছরে ৩টি উৎসব ভাতা, সিপিএফ, গ্রাচ্যুইটি, দূরত্ব ভাতা, সিটি এলাউন্স, লীভ এনক্যাশমেন্ট সুবিধা, যাতায়াত এবং দুর্ঘটনাজনিত বীমা সুবিধা প্রাপ্য হবেন।
 
আগ্রহী প্রার্থীদের আগামী ১০ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা, উচ্চতা, ওজন, ২ জন পরিচয় প্রদানকারীর (আত্মীয় নন এমন ব্যক্তি) নাম এবং মোবাইল নম্বর, আবেদন পত্রের খামের উপর পদের নাম, নিজ জেলা ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখসহ কো-অর্ডিনেটর, মানবসম্পদ |
 
বিভাগ, গ্রাম উন্নয়ন কর্ম (গাক), প্রধান কার্যালয়, গাক টাওয়ার, বনানী, বগুড়া বরাবরে আবেদনপত্র প্রেরণ করতে হবে অথবা [email protected] এবং [email protected]’তে ই-মেইলে প্রেরণ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল ফোন / এস এম এস এর মাধ্যমে জানানো হবে । সকল পদে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীদেরকে বিশেষ অগ্রাধিকার দেয়া হবে । বিঃদ্রঃ নির্বাচিত প্রার্থীদের পরীক্ষা ঢাকা, কুমিল্লা, কুষ্টিয়া, যশোর এবং বগুড়ায় অনুষ্ঠিত হবে।

গাক এনজিও নিয়োগ

GUK Job Circular 2022

Gana Unnayan Kendra Job circular 2022

গাক নিয়োগ বিজ্ঞপ্তি

GUK Job

গাক নিয়োগ

GUK Job Circular

গাক নিয়োগ বিজ্ঞপ্তি

 others job 

  1. চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা

Check Also

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ | KhulnaVat Job Circular

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪-Customs Excise and VAT Commissionerate KhulnaVat Job …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *