পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ -Family Planning Job Circular 2023: ২০২২-২৩ অর্থ বছরে “কাজ নাই, ভাতা নাই” ভিত্তিতে Paid Peer Volunteer নিয়োগ প্রদান করা হবে (কর্ম দক্ষতার ভিত্তিতে বছর ভিত্তিক নবায়ন যোগ্য।
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা | উল্লেখিত জেলা |
প্রতিষ্ঠানের দাতা নাম | পরিবার পরিকল্পনা অধিদপ্তর |
ওয়েবসাইট | https://dgfp.gov.bd/ |
পদ সংখ্যা | Paid Peer Volunteer |
খালি পদ | ১৩ টি |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি |
আবেদন শেষ তারিখ | ২৪ মে, ২০২৩ |
আবেদনের মাধ্যম | ডাকযোগে |
পরিবার পরিকল্পনা নিয়োগ ২০২৩
পদের নামঃ Paid Peer Volunteer
যোগ্যতাঃ এসএসসি পাশ। কর্ম এলাকার (সংশ্লিষ্ট ইউনিটের) স্থায়ী বাসিন্দা এবং বিবাহিত মহিলা। নূন্যতম এসএসসি পাশ।শারীরিক ও মানসিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী(যোগদানের সময় ব্যবস্থাপনায় মেডিকেল সার্টিফিকেট দিতে হবে)। সমাজ কল্যাণমূলক কাজ করতে আগ্রহী। বয়স সর্বোচ্চ ১৮-৩০ বৎসর পর্যন্ত। স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টি সংক্রান্ত কাজে পূর্ব অভিজ্ঞতা সমাপন্নদের অগ্রাধিকার প্রদান করা হবে। সন্তষ্ট LARC & PM গ্রহীতাদের অগ্রাধিকার দেয়া হবে। দুই সন্তানের অধিক সন্তান বিশিষ্ট সম্পত্তি অযোগ্য হিসেবে বিবেচিত হবেন। মুক্তিযোদ্ধা পোষ্যদের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। ভবিষ্যতে তথ্যের গড়মিল পাওয়া গেলে নিয়োগ বাতিল বলে গন্য হবে।
বেতন স্কেলঃ দৈনিক ৪০০/- টাকা।
Family Planning Job Circular 2023
পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি
এ নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী, কাজ নাই, ভাতা নাই ভিত্তিতে অপারেশনাল প্ল্যানের মেয়াদকাল জুন / ২০২৪ খ্রিঃ পর্যন্ত বলবৎ থাকবে। আবেদন পত্রের সাথে যে সমস্ত কাগজপত্র দাখিল করতে হবে (১) দুইকপি সদ্যতোলা সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি। শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র। (৩) সংশ্লিষ্ট পৌরসভা মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়াম্যান এর নিকট হতে গৃহীত নাগরিকত্ব সনদপত্র ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি অভিজ্ঞতার (সমাজ কল্যাণমূলক / চাকুরী) সত্যায়িত সনদপত্র (যদি থাকে)।
আগামী ২৪/০৫/২০২৩ খ্রিঃ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে (সরকারী ছুটির দিন ব্যতীত) মেডিকল অফিসার (এমসিএইচ-এফপি), উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, মাদারগঞ্জ, জামালপুর বরাবর সরাসরি আবেদনপত্র উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে রক্ষিত সিলগালাকৃত বাক্সে দাখিল করতে হবে।
আবেদনপত্রে (ক) প্রার্থীর পূর্ণ নাম (বাংলা ও ইংরেজী বড় হাতের অক্ষরে) (খ) পিতা/স্বামীর নাম (গ) মাতার নাম (ঘ) পদের নাম (ও) স্থায়ী ঠিকানা (চ) বর্তমান ঠিকানা (ছ) জন্ম তারিখ (শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অনুযায়ী) বয়স ( ২৪/০৫/২০২৩ খ্রিঃ তারিখে) (ঝ) শিক্ষাগত যোগ্যতা (ঞ) বৈবাহিক অবস্থা ও সন্তান সংখ্যা উল্লেখ করতে হবে।
Family Planning Job Circular
২৪/০৫/২০২৩খ্রিঃ তারিখে বয়স ১৮-৩০ বছর বয়সের ক্ষেত্রে এফিডেফিট গ্রহনযোগ্য হবে না। আবেদনপত্রের খামের উপর পদের নাম, ইউনিট ও ইউনিয়নের নাম ভিন্ন কালিতে লিখতে হবে। একটি খামে একাধিক প্রার্থীর আবেদনপত্র গ্রহনযোগ্য হবে না। আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীকে অবশ্যই স্বাক্ষরসহ পূর্ণ নাম লিখতে হবে।
প্রাথমিক যাচাই বাছাই শেষে চূড়ান্ত তালিকা এবং মৌখিক পরীক্ষার তারিখ ০১/০৬/২০২৩ খ্রিঃ তারিখে উপজেলা পরিষদ এবং উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূলকপি উপস্থাপন করতে হবে। যোগদানের সময় ফিটনেস সার্টিফিকেট জমা দিতে হবে।
যে সমস্ত আবেদনকারীগণ স্বামীর ঠিকানায় আবেদন করতে চাহেন তাদের ক্ষেত্রে আবেদনপত্রের সাথে নিজের এবং স্বামীর ভোটার আইডির সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। অন্য কোন সংস্থা/সরকারী প্রতিষ্ঠানের সহিত যুক্ত থাকিলে তাদের আবেদন করার প্রয়োজন নাই। যদি পরবর্তীতে জুয়া তথ্য প্রমানিত হয় তাহলে তার নিয়োগপত্র বাতিল হিসেবে গণ্য হইবে। অনিবার্য কারণবশত নিয়োগ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।