পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরীক্ষার সময়সূচী ও এডমিট প্রকাশ
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ২৮.১০.২০২০ তারিখের ৫৯.১১.০০০০.১৫২.১১.০০২.২০-২০৭২ সংখ্যক স্মারকে জারিকৃত নিয়ােগ বিজ্ঞপ্তির ৩৬ ক্যাটাগরি পদের মধ্য হতে গাড়িচালক পদের এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা আগামী ০৩.০৪.২০২১ তারিখ বেলা ০৩.৩০ ঘটিকায় ঢাকা মহানগরীর ৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
DGFP Teletalk Apply, Admit Card 2021
পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগামী ১৯.০৩.২০২১ তারিখ
থেকে পরীক্ষার পূর্ব দিন পর্যন্ত dgfp.teletalk.com.bd ওয়েবসাইট হতে প্রবেশপত্র ডাউনলােড করার জন্য অনুরােধ করা হলাে। প্রবেশপত্র ব্যতিত কেউ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। পরীক্ষার্থীদেরকে অবশ্যই মাদ্ক পরিধান করে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
পরীক্ষার প্রবেশপত্র সংক্রান্ত যেকোন সমস্যার দ্রুত সমাধানে সঠিক মাপের ছবি, স্বাক্ষর, আবেদনের কপি, জাতীয় পরিচয়পত্র বা পাসপাের্ট বা জন্ম নিবন্ধন এর কপি সংযুক্তিপূর্বক [email protected] এবং [email protected] ইমেইলে ৩০.০৩.২০২১ তারিখের মধ্যে প্রেরণের জন্য অনুরােধ করা হলাে।