কৃষি বিপণন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ -(Department of Agricultural Marketing DAM Job Circular 2022): কৃষি মন্ত্রণালয়ের ২০/০৪/২০২২ তারিখের ১২,০০,০০০০.০৫৩.১১.০০১.১৮.১৬২ নং পত্রের মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী কৃষি বিপণন অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকার রাজস্বখাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে https://alljobs.teletalk.com.bd/dam অথবা (http://dam.teletalk.com.bd এবং ওয়েবসাইটে) দরখাস্ত আহ্বান করা যাচ্ছে । অনলাইন (online) ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না।
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা নাম | উল্লেখিত জেলা পদে পাশে |
প্রতিষ্ঠানের দাতা নাম | কৃষি বিপণন অধিদপ্তর |
ওয়েবসাইট | http://www.dam.gov.bd |
পদ সংখ্যা | ০৩ টি |
খালি পদ | ২৫ জন |
শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি/স্নাতক |
আবেদন প্রক্রিয়া | http://dam.teletalk.com.bd/ |
আবেদনের শুরু তারিখ | ১০ নভেম্বর, ২০২২ |
আবেদনের শেষ তারিখ | ৩০ নভেম্বর, ২০২২ |
আবেদনের মাধ্যম | টেলিটক/অনলাইনে |
কৃষি বিপণন অধিদপ্তর নিয়োগ ২০২২
পদের নামঃ মাঠ ও বাজার পরিদর্শক
পদ সংখ্যাঃ ১১ টি।
যোগ্যতাঃ স্নাতক/ কৃষি ডিপ্লোমা/ সমমানের ডিগ্রী।
বেতন স্কেলঃ ১১,৩০০-২৭,৩০০ টাকা।
পদের নামঃ সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ০২ টি।
যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী। সাঁটলিপিতে ইংরেজি ও বাংলায় সর্বনিম্ন গতি যথাক্রমে ৮০ ও ৫০ শব্দ। কম্পিউটার টাইপে ইংরেজী ও বাংলায় সর্বনিম্ন গতি যথাক্রমে ৩০ ও ২৫ শব্দ।
বেতন স্কেলঃ ১১,০০০-২৬,৫৯০ টাকা।
পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যাঃ ০৫ টি।
যোগ্যতাঃ উচ্চমাধ্যমিক/ সমমানের ডিগ্রী। কম্পিউটার টাইপে ইংরেজী ও বাংলায় সর্বনিম্ন গতি যথাক্রমে ২০ ও ২০ শব্দ।
বেতন স্কেলঃ ৯,৩০০-২২,৪৯০ টাকা।
Department of Agricultural Marketing Job Circular 2022
- আবেদন শুরু তারিখঃ ১০ নভেম্বর, ২০২২
- আবেদন শেষ তারিখঃ ৩০ নভেম্বর, ২০২২
কৃষি বিপণন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবেঃ ০১/১১/২০২২ খ্রিঃ তারিখে সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের পুত্র কন্যার ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
সরকারি, আধা-সরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application Form সহ সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে।
DAM Job Circular 2022
এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আবেদনকারী মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হলে আবেদনকারী যে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র/কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টিও উল্লেখ করতে হবে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।