Discuss Today
বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
BSCIC Job Circular: নুকশা কেন্দ্র, বিসিক, ঢাকা এর অধীন পরিচালিত ২ দুই) মাস মেয়াদী “ফ্যাশন ডিজাইন ও পােষাক তৈরি শীর্ষক নিম্নবর্ণিত কোর্সসমূহে ০২ (দুই) বছরের জন্য চুক্তিভিত্তিক প্রশিক্ষক’ পদে নিয়ােগের লক্ষ্যে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।। আমাদের আরো চাকরির খবর পড়ুন। পদের সম্পূূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত নীচে দেওয়া হল।
Bangladesh Small Cottage Industries Corporation Job Circular 2021
পদের নাম: প্রিশিক্ষক (ফ্যাশন)
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাশন ডিজাইন এ স্নাতক/ডিপ্লোমাসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।(সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ বছরের অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যােগ্যতা শিথিলযােগ্য)
নির্ধারিত সম্মানি: প্রতিটি ক্লাস ১০০০ (এক হাজার) টাকা করে প্রতি কোর্সে মােট ৫ (পাঁচ)টি ক্লাস ১০০০×৫=৫০০০/-
নির্ধারিত প্রশিক্ষণ কার্যক্রম: প্যাটার্ন মেকিং ফিগার ড্রইং ও বডি মেজারমেন্ট।
পদের নাম: প্রিশিক্ষক (কাটিং)
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচ এস সি/সমমান পাস ও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফ্যাশন ডিজাইন ও কাটিং এ কমপক্ষে ০২ মাসের শ্ট কোর্স এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা। (সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ বছরের অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যােগ্যতা শিথিলযােগ্য)
নির্ধারিত সম্মানি: প্রতিটি আইটেম ৩৫০০ (তিন হাজার পাঁচ শত) টাকা করে প্রতি কোর্সে মােট ৫ (পাঁচ)টি ৩৫০০ x ৫-১৭৫০০/-
নির্ধারিত প্রশিক্ষণ কার্যক্রম: আইটেম কাটিং ও প্যাটার্ন তৈরি।
পদের নাম: প্রিশিক্ষক (সেলাই)
পদ সংখ্যা: ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা: এস এস সি/সমমান পাস ও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেশিনে সেলাই বিষয়ে কমপক্ষে ০২ মাসের শর্ট কোর্স এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা। (সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ বছরের অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যােগ্যতা শিথিলযােগ্য)
নির্ধারিত সম্মানি: প্রশিক্ষণ চলাকালীন মাসিক ৬০০০ টাকা।
নির্ধারিত প্রশিক্ষণ কার্যক্রম: সিলাই কার্যক্রম ও পােষাক তৈরি।
বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদন নিয়ম: পরিচালক (বিপণন, নকশা ও কারুশিল্প) বিসিক ঢাকা এর ই-মেইল dirmarketing@bscic.gov.bd এর মাধ্যমে দাখিল করতে হবে। শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা সনদের স্ক্র্যন কপি পাঠাতে হবে।
বিসিক নিয়োগ বিজ্ঞপ্তি
আবেদন শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২১
অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুন:
BSCIC Job Circular 2021
শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্ত
পরিচালক (বিপণন, নকশা ও কারুশিল্প) বিসিক ঢাকা এর ই-মেইল dirmarketing@bscic.gov.bd এর মাধ্যমে দাখিল করতে হবে। শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা সনদের স্ক্র্যন কপি পাঠাতে হবে।
আবেদনে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, বয়স, শিক্ষাগত যোগ্যতা (পরীক্ষার নাম, পাসের
ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি
সন, বাের্ড, বিভাগ/জিপিএসহ) এবং অভিজ্ঞতা উল্লেখ করতে হবে। প্রার্থীকে আবেদনপত্রে অবশ্যই ই-মেইল, মােবাইল/ফোন নম্বর উল্লেখ
করতে হবে। ই-মেইল (chairman@bscic.gov.bd) এর মাধ্যমেও আবেদন করা যাবে; আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যােগ্যতা, জাতীয়তা/নাগরিকত্ব সনদপত্র ও অভিজ্ঞতার সনদপত্র (সত্যায়িত ফটোকপি) ও সদ্য তােলা ০২ (দুই) কপি পাসপাের্ট সাইজের রঙিন ছবি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। (মৌখিক সাক্ষাৎকার এর সময় সকল প্রকার শিক্ষাগত যােগ্যতার মূল সনদ অবশ্যই সাথে নিয়ে আসতে হবে আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারি, ২০২১ খ্রি। উল্লেখিত তারিখের পর কোন আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
Bscic job circular
প্রার্থীর বয়সসীমা ৩১ জানুয়ারি, ২০২১ খ্রি. তারিখে ৫০-৬২ বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তবে অভিজ্ঞদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযােগ্য।
প্রার্থীকে অবশ্যই শারিরিক ও মানসিকভাবে পরিশ্রমী ও সুস্থ হতে হবে ০১ (এক) বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ করা হবে এবং চাকরিকাল সন্তাষজনক হলে চুক্তির মেয়াদ ০৫ (পঁচ) বছর পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে;
www.bsc.gov.bd job circular 2021
অসম্পূর্ণত্রুটিপূর্ণ বা শর্তাবলী অপূর্ণ থাকলে আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়ােগ/ যে কোন আবেদনপত্র বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন সাক্ষাৎকার/পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
ফেইসবুকে আপডেট পেতে আমাদের অফিসিয়াল পেইজ সাথে যুক্ত থাকুন।