BGB Job Circular 2023

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | BGB Job Circular

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ -Border Guard Bangladesh (BGB) Job Circular 2023: বর্ডার গার্ড বাংলাদেশ এ নিম্নবর্ণিত পদসমূহে ভর্তির জন্য ইচ্ছুক প্রার্থীদেরকে বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ্ধতি অনুসরণ করত টেলিটক প্রিপেইড মোবাইল হতে এসএমএস (SMS) প্রেরণের মাধ্যমে রেজিষ্ট্রেশন (Registration) করতে আহ্বান করা যাচ্ছে।

চাকরির ধরনসরকারি চাকরি
জেলা নামসকল জেলা
প্রতিষ্ঠানের দাতা নামবর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি
ওয়েবসাইটhttps://www.bgb.gov.bd/
পদ সংখ্যাসিপাহি
খালি পদঅসংখ্য
শিক্ষাগত যোগ্যতাএসএসসি/এইচএসসি
আবেদনের শুরু তারিখ২২ জানুয়ারি, ২০২৩
আবেদনের শেষ তারিখ৩১ জানুয়ারি ,২০২৩
আবেদনের মাধ্যমএসএমএসে মাধ্যমে

আরো দেখুনঃ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা

বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ ২০২২

শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম): এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে (পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য)।

শারীরিক যোগ্যতা(ন্যূনতম):

পুরুষ প্রার্থী উচ্চতাঃ ৫ ফুট ৬ ইঞ্চি ওজনঃ ৪৯.৮৯৫ কেজি বুকের মাপঃ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি দৃষ্টিশক্তিঃ ৬/৬

মহিলা প্রার্থী উচ্চতাঃ ৫ ফুট ২ ইঞ্চি ওজনঃ ৪৭.১৭৩ কেজি বুকের মাপঃ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি দৃষ্টিশক্তিঃ ৬/৬

বেতন স্কেলঃ জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯০০০-২১৮০০/- টাকা। তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি।

বয়সঃ ০২-৭-২০২৩ তারিখে বয়স ১৮ হতে ২৩ বছর (জন্ম তারিখ ০৩-৭-২০০০ হতে ০২-৭-২০০৫ এর মধ্যে হতে হবে)। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণ যোগ্য নয় (পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য)।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নহে)।

রেজিস্ট্রেশনের নিয়ম:
বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ১ ও ২ অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ আগামী ২২ জানুয়ারি ২০২৩ তারিখ ১০০০ ঘটিকা হতে ৩১ জানুয়ারি ২০২৩ তারিখ ২৪০০ ঘটিকা পর্যন্ত টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে ইংরেজিতে এসএমএস (SMS) প্রেরণের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। পর্যন্ত। প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে BGB<space>HSC PASS YEAR<space>HSC Board Keyword<space>HSC Roll<space>SSC Pass Year<space>SSC Board Keyword<space>SSC Roll<space>Home District Code<space>Upazilla Name লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। প্রত্যেক জেলার কোড নম্বর বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

BGB Job Circular 2022

এসএমএসে পাঠানো তথ্য যাচাই করে যোগ্য প্রার্থীদের তাৎক্ষণিক ফিরতি এসএমএসে একটি পিন (PIN) নম্বর পাঠানো হবে। প্রাপ্ত পিন নম্বরসহ BGB<space>YES<space>PIN Number<space>Contact Mobile Number লিখে পুনরায় ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। দ্বিতীয় এসএমএস পাঠানোর সময় মোবাইলে পরীক্ষার ফি বাবদ ১৫০ টাকা এবং এসএমএস চার্জসহ মোট ১৬০ টাকা ব্যালেন্স থাকতে হবে।

আবেদন ফি কেটে রেজিস্ট্রেশন নম্বরসহ একটি কনফার্মেশন এসএমএস পাঠানো হবে। রেজিস্ট্রেশন নম্বরসহ এসএমএসটি সংরক্ষণ করতে হবে।এসএমএস সংক্রান্ত বিষয়ে জানার জন্য যে কোন মোবাইল থেকে ০১৭৬৯৬০০৮৯৮ নম্বরে ফোন করে অথবা টেলিটক থেকে ১২১ নম্বরে ফোন করে বিস্তারিত জানা যাবে।

Border Guard Bangladesh Job Circular 2022

  • আবেদনের শুরু তারিখঃ ২২ জানুয়ারি, ২০২৩
  • আবেদনের শেষ তারিখঃ ৩১ জানুয়ারি, ২০২৩
  • আবেদন নিয়মঃ এসএমএসে মাধ্যমে

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তে নিয়োগ বিজ্ঞপ্তি

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি | Border Guard Bangladesh Job Circular 2023 | বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি | BGB Job Circular | বিজিবি নিয়োগ ২০২৩ | BGB Job Circular 2023 | বর্ডার গার্ড নিয়োগ ২০২৩ | Border Guard Bangladesh Job Circular | বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি 2023

Check Also

Office Assistant Job Circular

অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Office Assistant Job Circular

অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – (Office Assistant Job Circular 2023): Recruitment Notice of Office …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *