Discuss Today
Bangladesh Air Force Job Circular 2021
BAF Job Circular : বাংলাদেশ বিমান বাহিনী সাংগঠনিক কাঠামোভুক্ত বেসামরিক শূন্য পদ সরাসরি নিয়ােগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিয়ােক্ত শর্তে প্রকৃত বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিকদের নিকট হতে Online Apply করা যাচ্ছে ৷ আমাদের আরো চাকরির খবর পড়ুন।
Bangladesh Air Force BAF Job Circular 2021
শিক্ষাগত যােগ্যতা:
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান
জিডি(পি): উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-এ।
জিডি(এন): উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-এ।
ইঞ্জিনিয়ারিং: উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ ৪.৫০ এবং পদার্থ, রসায়ন ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-এ।
লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি: উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ৪.৫০০ এবং পদার্থ ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-এ। লজিস্টিক/এডমিন/এটিসি/এডিডব্লিউসি প্রার্থীদের শাখা এক বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে।
এডমিন: উভয় পরীক্ষায় যে কোনাে শাখায় জিপিএ ৪.৫০।
GCE ও এবং ও লেভেল
জিডি(পি): ও লেভেলে পদার্থ ও গণিত-সহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-বি এবং এ লেভেলে পদার্থ ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-বি।
জিডি(এন): ও লেভেলে পদার্থ ও গণিত-সহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-বি এবং এ লেভেলে পদার্থ ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-বি।
ইঞ্জিনিয়ারিং: ও লেভেলে পদার্থ, রসায়ন ও গণিত-সহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-বি এবং ‘এ’ লেভেলে পদার্থ, রসায়ন ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-‘বি।
লজিস্টিক/এটিসি/এডিডব্লিউসি: ও লেভেলে পদার্থ ও গণিত-সহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-বি এবং এ লেভেলে পদার্থ ও গণিত-এ ন্যূনতম লেটার গ্রেড-বি। লজিস্টিক/এডমিন/এটিসি/এডিডব্লিউসি প্রার্থীদের শাখা এক বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে।
এডমিন: ও লেভেলে কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-বি এবং এ লেভেলে ২টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-বি।
নাগরিকত্ব: বাংলাদেশী পুরুষ/মহিলা নাগরিক।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
বয়স: ১৬ বছর ৬ মাস হতে ২২ বছর (০১ জুলাই ২০২১ তারিখে), বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযােগ্য নয়।
পুরুষ প্রার্থীদের জন্য
উচ্চতা: কমপক্ষে ৬৪ ইঞ্চি।
বুকের মাপ: কমপক্ষে ৩২ ইঞ্চি।
প্রসারণ: ২ ইঞ্চি।
মহিলা প্রার্থীদের জন্য
উচ্চতা: জিডি(পি)- কমপক্ষে ৬৪ ইঞ্চি।
অন্যান্য: কমপক্ষে ৬২ ইঞ্চি।
বুকে মাপ: কমপক্ষে ২৮ ইঞ্চি।
প্রসারণ: ২ ইঞ্চি।
ওজন: উচ্চতা অনুযায়ী।
চোখ: জিডি(পি) শাখার প্রার্থীদের জন্য দু’চোখের দৃষ্টশক্তি ৬/৬ এবং Color Perception Standard-অন্যান্য শাখার প্রার্থীদের জন্য বিধি অনুসারে।
আবেদন নিয়ম: সরাসরি www.joinbangladeshairforcc.mil.bd ওয়েবসাইটে ‘Apply Now’-এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফি বাবদ ১,০০০/- টাকা পরিশােধ করা হলে রেজিস্ট্রকৃত মােবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড-এর মাধ্যমে ‘Login’ করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে। উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে সম্প্রতি তােলা পাসপাের্ট আকারের ১২ কপি সত্যায়িত ছবি (অবশ্যই ল্যাব প্রিন্ট ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কলারসহ শার্ট পরিহিত ছবি হতে হবে), শিক্ষাগত যােগ্যতার সনদ ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপিসহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে।
আবেদন শেষ তারিখ: ২০ নভেম্বর থেকে ২৮ মার্চ ২৮ এপ্রিল ২০২১
অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুন:
বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন 85 BAFA কোর্স
বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন 85 BAFA কোর্স
BAF Job Circular 2021
বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি
Tx u
Wc
Good
ধন্যবাদ আমাদের সাথে থাকুন
good
tx u