Discuss Today
বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০
বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)-এর নিম্নবর্ণিত শূন্যপদসমূহ পূরণের জন্য বাংলাদেশের যোগ্য প্রার্থীগণের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহবান করা যাচ্ছে। আমাদের আরো চাকরির খবর পড়ুন।
Bangladesh Space Research and Remote Sensing Organization Job Circular 2020
পদের নাম: সায়েন্টিফিক অফিসার
পদ সংখ্যা: ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্পারসাে-র বিদ্যমান বিভাগসমূহের কর্ম-সংশ্লিষ্ট: (ক)বিজ্ঞান বিষয়ে (ওশেনােগ্রাফি/ ওশান ফিজিক্স, ফিশারিজ, ফরেস্ট্রি, এটমসফেয়ারিক সায়েন্স, ফিজিক্স, এপ্লাইড ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্স, এস্ট্রো ফিজিক্স, জিআইএস,রিমােট সেন্সিং, জিএনএসএস, স্পেস ল, জিওলজি, স্পেস ফিজিক্স এণ্ড রকেট ডিনামিক্স) ০৩টি প্রথম শ্রেণি বা বিভাগসহ স্নাতকোত্তর (বিএসসিসহ এমএসসি/এমএস) ডিগ্রি; অথবা (খ) কৃষি বিজ্ঞান বিষয়ে ০৩টি প্রথম শ্রেণি বা বিভাগসহ বিএজি ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
আবেদন নিয়ম: bncc.teletalk.com.bd এ-র মধ্যেমে আবেদন করতে পারবেন।
আবেদন শুরু তারিখ: ২৩ নভেম্বর ২০২০ সকাল ১০:০০ টা সময় আবেদন শুরু হবে।
আবেদন শেষ তারিখ: ২২ ডিসেম্বর ২০২০ বিকাল ১১:৫৯ টা সময় পর্যন্ত থেকে আবেদন করা যাবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুন:
SPARRSO Job Circular 2020
প্রতিদিন এর চাকরির খবর গুল পড়তে আমাদের এপ্লিকেশনটি ইন্সটল করুন