বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ -Air Force (BAF) Job circular 2023: বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন ৯০ BAFA কোর্স নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে। বিমান সেনা নিয়োগ সার্কুলারে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিশটি মনোযোগ সহকারে পড়ুন। আগ্রহী প্রকৃত বাংলাদেশের নাগরিকগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত কোন প্রকার আবেদন গ্রহণ করা হবে না।
বিমান বাহিনী নিয়োগ ২০২৩
আবেদনের শুরু তারিখঃ ০১ নভেম্বর, ২০২৩
আবেদনের শেষ তারিখঃ ২৪ এপ্রিল, ২০২৪
বিমান বাহিনী অফিসার ক্যাডেট আবেদনের শারীরিক মান (ন্যূনতম)।
উপযুক্ততা | পুরুষ | মহিলা |
উচ্চতা : | কমপক্ষে ৬৪ ইঞ্চি | কমপক্ষে ৬২ ইঞ্চি |
ওজন : | বয়স ও উচ্চতানুযায়ী | বয়স ও উচ্চতানুযায়ী |
বুকের মাপ | স্বাভাবিক কমপক্ষে ৩২ ইঞ্চি,প্রসারণ ২ ইঞ্চি | স্বাভাবিক ৭কমপক্ষে ২৮ ইঞ্চি,প্রসারণঃ ২ ইঞ্চি |
বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট আবেদনের শিক্ষাগত যোগ্যতাঃ
মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ ৪.৫০ এবং উভয় পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড ‘এ’ থাকতে হবে।
অথবা
GCE ‘ও’ লেভেলে পদার্থ ও গণিতসহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড ‘বি’ এবং GCE ‘এ’ লেভেল পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড ‘বি’ থাকতে হবে।