উপজেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ঃ উপজেলা পরিষদ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2021 প্রকাশ করেছে। স্থানীয় সরকার , পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় , স্থানীয় সরকার বিভাগ , উপজেলা -১ শাখার স্মারক নং ৪৬,০০,০০০০,০৪৬,১১.০০৮.১৬.৮২ তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২১ খ্রিস্টাব্দের নির্দেশনার আলোকে রাজস্ব খাতে সৃজিত ধামরাই উপজেলা পরিষদের নিম্নবর্ণিত শূন্য পদ পূরণের নিমিত্ত নিম্নলিখিত শর্তে বাংলাদেশী প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে ।
উপজেলা পরিষদ নিয়োগ 2021
চাকরির ধরন | সরকারি চাকরি |
জেলা নাম | উল্লেখিত জেলা |
প্রতিষ্ঠানের দাতা নাম | উপজেলা পরিষদ |
পদ সংখ্যা | ০১ টি |
খালি পদ | ০১ জন |
শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি |
আবেদনের শেষ তারিখ | ১৫ নভেম্বর, ২০২১ |
আবেদনের মাধ্যম | সরাসরি/ডাকযোগে |
Upazila Parishad Job Circular 2021
পদের নাম : সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
খালি পদ : ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি পাশ।
বয়স : ১৮-৩০ বছর।
বেতন স্কেল : ১০,২০০ – ২৪,৬৮০ টাকা।
উপজেলা পরিষদ নিয়োগ ২০২১
আবেদন নিয়মঃ আগামী ১৫/১১/২০২১ খ্রি . তারিখের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে সরাসরি/ডাকযোগে পৌঁছাতে হবে ।
অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুন:
Upazila Parishad Job Circular 2021
শর্তাবলী
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে । আবেদনপত্রে প্রার্থীর নাম , পিতা/স্বামীর নাম , মাতার নাম , স্থায়ী ঠিকানা/বর্তমান ঠিকানা/অস্থায়ী ঠিকানা , জাতীয়তা , ধর্ম , জন্ম তারিখ , বয়স , শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ( যদি থাকে ) উল্লেখসহ প্রার্থীকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে । আবেদন পত্রের ফরমেট dhamrai.dhaka.gov.bd এর নোটিশ বোর্ড থেকে ডাউনলোড করা যাবে।
উপজেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি
সহস্তে চেয়ারম্যান , উপজেলা পরিষদ , ধামরাই বরাবর আবেদন করতে হবে । আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে । ( ক) জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধনের অনুলিপি । (খ ) সদ্য তোলা ০২ ( দুই ) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি । ( গ ) সকল শিক্ষাগত যোগ্যতা / অভিজ্ঞতা সনদের অনুলিপি । ( ঘ ) উপজেলা নির্বাহী অফিসার , ধামরাই বরাবর ৫০০ (পাঁচ শত) টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট / পে – অর্ডার । ( ঙ ) মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে প্রার্থীর পিতা / মাতা মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণের জন্য সর্বশেষ সরকারি সার্কুলার অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত সনদপত্রের ছায়ালিপি।
(চ) এতিম এতিম ও প্রতিবন্ধী , উপজাতীয় , আনসার ও ভিডিপি কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্র । ( ছ ) প্রার্থীকে যোগাযোগের ঠিকানা সম্বলিত ৪.৫ ইঞ্চি X ১০ ইঞ্চি সাইজের একটি ফেরত ধাম সংযুক্ত করতে হবে এবং more খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে । প্রার্থীর বয়স ২৫/০৩/২০২০ খ্রি . তারিখে ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে । তবে মুক্তিযোদ্ধার সন্তানদের সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য ।
Upazila Parishad Job Circular
চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত তারিখের মধ্যে আবেদন করতে হবে । এক্ষেত্রে বয়স শিথিলযোগ্য নয় এবং অগ্রীম কপি গ্রহণ করা হবে না আবেদনপত্র আগামী 15/11/2021 খ্রি . তারিখের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে সরাসরি/ডাকযোগে পৌঁছাতে হবে । প্রার্থীকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনরূপ টিএ/ডিএ দেয়া হবে না । লিখিত পরীক্ষা , ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে।
উপজেলা পরিষদ নিয়োগ
পরীক্ষা অনুষ্ঠানের সময় , তারিখ এবং স্থান ডাকযোগে উপজেলা পরিষদ ওয়েবসাইটে “ উপজেলা নির্বাহী অফিসার , ধামরাই ” ফেইসবুক পেইজ ( @unodhamraidhaka ) মাধ্যমে জনানো হবে । পরবর্তীতে প্রার্থীদের চাকুরী স্থায়ীকরণের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় , স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে । নিয়োগ সংক্রান্ত যেকোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত এবং যে কোন ধরনের তদবির / সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে।
Other Jobs