বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ বিষয়াবলি – বাংলাদেশের ঐতিহাসিক স্থান
⏺বাংলাদেশের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ প্রশ্ন:
প্রশ্ন: বাংলাদেশের প্রাচীন শহর কোনটি?
উঃ পুন্ড্রবর্ধন।
প্রশ্ন: বর্তমানে যা মহাস্থানগড় নামে পরিচিত। প্রশ্ন: মহাস্থানগড় কোথায় অবস্থিত?
উঃ বগুড়া জেলায়।
প্রশ্ন: খোদার পাথর ভিটা কোথায় অবস্থিত?
উঃ মহাস্থানগড়।
প্রশ্ন: বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত?
উঃ মহাস্থানগড়।
প্রশ্ন: আনন্দ রাজার দীঘি কোথায় অবস্থিত?
উঃ কুমিল্লার ময়নামতিতে।
প্রশ্ন: রামু মন্দির কোথায় অবস্থিত?
উঃ কক্সবাজারের রামু থানায়।
প্রশ্ন: উত্তরা গণভবন কোথায়?
উঃ নাটোর।
প্রশ্ন: কান্তজীর মন্দির কোথায় অবস্থিত?
উঃ দিনাজপুর।
প্রশ্ন: বাঘা জামে মসজিদ কোথায় অবস্থিত?
উঃ রাজশাহী।
প্রশ্ন: পানাম নগর কোথায় অবস্থিত?
উঃ সোনারগাঁয়ে।
প্রশ্ন: আফগান দুর্গ কোথায় অবস্থিত?
উঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারের মধ্যে।
প্রশ্ন: আহসান মঞ্জিল কে নির্মাণ করেন?
উঃ নবাব আব্দুল গণি ।
প্রশ্ন: আহসান মঞ্জিল কত সালে নির্মাণ করা হয়?
উঃ ১৮৭২ সালে।
প্রশ্নঃ ঢাকার কোথায় সর্বপ্রথম বিদ্যুৎ সরবরাহ করা হয়? আহসান মঞ্জিলে।
প্রশ্ন: কত সালে প্রথম আহসান মঞ্জিলে/ঢাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়?
উঃ ১৯০১ সালের ৭ ডিসেম্বর।
প্রশ্ন: বলধা গার্ডেন কোথায় অবস্থিত?
উঃ পুরান ঢাকার টিকাটুলিতে।
প্রশ্ন: বলধা গার্ডেন কে নির্মাণ করেন?
উঃ গাজীপুর জেলার বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌঃ
প্রশ্ন: বলধা গার্ডেন কখন নির্মাণ করা হয়?
উঃ ১৯০৯ সালে।
প্রশ্ন: বলধা গার্ডেন কেন বিখ্যাত?
উঃ দেশে-বিদেশি দুর্লভ বৃক্ষের জন্য। এখানে ৮০০ প্রজাতির প্রায় ১৮ হাজার দেশি-বিদেশি উদ্ভিদ রয়েছে।
প্রশ্ন: শিলাইদহ কুঠিবাড়ি কোথায় অবস্থিত?
উঃ কুষ্টিয়ায়।
প্রশ্ন: শিলাইদহ কুঠিবাড়ি স্থাপিত হয় কবে?
উঃ ১৮১৩ সালে।
প্রশ্ন: মহাস্থানগড় কোথায় অবস্থিত?
উঃ বগুড়া জেলায়।
প্রশ্ন: ভাসু বিহার কোথায় অবস্থিত?
উঃ বগুড়ার মহাস্থানগড়ে।
প্রশ্ন: বগুড়ার মহাস্থানগড়ের কোন যুগের শিলালিপি পাওয়া গেছে?
উঃ মৌর্য যুগের।
প্রশ্ন: সোমপুর বিহার কোথায় অবস্থিত?
উঃ নওগাঁ জেলার পাহাড়পুরে।
প্রশ্ন: পাহাড়পুর বৌদ্ধ বিহারটি কী নামে পরিচিত?
উঃ সোমপুর বিহার।
প্রশ্ন: সোমপুর বিহার কে নির্মাণ করেন?
উঃ রাজা ধর্মপাল।
প্রশ্ন: হলুদ বিহার কোথায় অবস্থিত?
উঃ নওগাঁ জেলায়।
প্রশ্ন: জগদ্দল বিহার কোথায় অবস্থিত?
উঃ নওগাঁ জেলায়।
প্রশ্ন: শালবন বিহার কোথায় অবস্থিত?
উঃ কুমিল্লা জেলার ময়নামতিতে।
প্রশ্ন: শালবন বিহার কে নির্মাণকরেন?
উঃ রাজা ভবদেব।
প্রশ্ন: আনন্দ বিহার কোথায় অবস্থিত? উঃ কুমিল্লা জেলায়।
প্রশ্ন: আনন্দ বিহার কে নির্মাণ করেন?
উঃ রাজা আনন্দ দেব।
প্রশ্ন: ভোজ বিহার কোথায় অবস্থিত?
উঃ কুমিল্লা জেলায়।
প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার কোনটি?
উঃ শালবন বিহার । (নির্মিত হয় ৬ষ্ঠ শতকে
প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ বিহার কোনটি?
উঃ সোমপুর বিহার।
প্রশ্ন: সীতাকোট বিহার কোথায় অবস্থিত?
উঃ দিনাজপুর। (নির্মিত হয় ৭ম-৮ম শতকে]
প্রশ্ন: মহামুনি বিহার কোথায় অবস্থিত?
উঃ চট্টগ্রামের রাউজানে।
প্রশ্ন: আন্তর্জাতিক বৌদ্ধ বিহার কোথায় অবস্থিত?
উঃ ঢাকা বাড্ডায়।
প্রশ্ন: শাক্যমনি বিহার কোথায় অবস্থিত?
উঃ ঢাকার মিরপুরে।
প্রশ্ন: প্রাক-মুঘল আমলে ঢাকা শহরের প্রাচীনতম কোনটি?
উঃ বিনত বিবির মসজিদ।
প্রশ্ন: মুঘল আমলে ঢাকা শহরের প্রাচীনতম মসজিদ
কোনটি?
উঃ আওলাদ হােসেন লেনের মসজিদ |
প্রশ্ন: সোনারগাঁও কোন আমলে বাংলাদেশের রাজধানী ছিল?
উঃ মুঘল আমলে।
প্রশ্ন: বাংলার রাজধানী সোনারগাঁও কে স্থাপন করেন?
উঃ ঈশা খাঁ
প্রশ্ন: সোনারগাঁ কার নামানুসারে নামকরণ হয়েছে?
উঃ ঈশা খাঁর স্ত্রী সােনা বিবির নামে।
প্রশ্ন: সোনারগাঁও পূর্বে বাংলার রাজধানী কোথায় ছিল?
উঃ মহাস্থানগড়।
প্রশ্ন: সােনা বিবির মাজার কোথায় অবস্থিত?
উঃ সোনারগাঁতে।
প্রশ্ন: পাঁচ বিবির মাজার কোথায় অবস্থিত?
উঃ সোনারগাঁতে।
প্রশ্ন: পরি বিবির মাজার কোথায় অবস্থিত?
উঃ ঢাকার লালবাগ কেল্লায়।
প্রশ্ন: বাংলাদেশের একমাত্র লােকশিল্প জাদুঘরটি কোথায় অবস্থিত?
উঃ সোনারগাঁতে।
প্রশ্ন: সােনারগাঁয়ের পূর্ব নাম কী ছিল?
উঃ সুবর্ণ গ্রাম।
প্রশ্ন: ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী হয়?
উঃ ১৬১০ সালে।
প্রশ্নঃ বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন কে?
উঃ সুবেদার ইসলাম খান।
প্রশ্ন: যাট গম্বুজ মসজিদ কে নির্মাণ করেন?
উঃ খান জাহান আলী।
প্রশ্ন: যাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত?
উঃ বাগেরহাট।
প্রশ্ন: যাট গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কত?
উঃ ৮১ টি।
প্রশ্ন: মধ্যযুগে শ্রেষ্ঠ মুসলিম স্থাপত্য কোনটি?
উঃ খাট গম্বুজ মসজিদ।
➡সংকলন – মোস্তাফিজার মোস্তাক