বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ বিষয়াবলি
বাংলাদেশের সংবিধান (MCQ-1)
1. বর্তমানে একাদশ জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্য কতজন?
(A) ২১ জন
(B) ২৩ জন
(C) ২২ জন✅
(D) ২৪ জন
2. বর্তমানে একাদশ জাতীয় সংসদে মােট নারী সংসদ সদস্য কতজন?
(A) ৭০ জন
(B) ৭১ জন
(C) ৭২ জন✅
(D) ৭৩ জন
3. সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী অ্যাটর্নি জেনারেল নিয়ােগ দেয়া হয় :
(A) ৮৬(২)
(B) ৬৪(১)✅
(C) ৫৭(২)
(D) ৮৫(১)
4. আইন প্রণয়নের অধ্যাদেশ জারির ক্ষমতা রয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদেঃ
(A) ১১৬ নং অনুচ্ছেদে
(B) ৯৩(১) অনুচ্ছেদে✅
(C) ৮৬(২) অনুচ্ছেদে
(D) ১১৭ নং অনুচ্ছেদে
5. বিচারপতিদে শৃঙ্খলা পদায়নের কথা বলা আছে সংবিধানের কত নং অনুচ্ছেদেঃ
(A) ১১৬ নং অনুচ্ছেদে✅
(B) ৯৬(২) অনুচ্ছেদে
(C) ৮৬(২) অনুচ্ছেদে
(D) ১১৭ নং অনুচ্ছেদে
6. প্রথম প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন করা হয় :
(A) ১৯৮৮ সালে
(B) ১৯৮২ সালে✅
(C) ১৯৮৪ সালে
(D) ১৯৮০ সালে
7. প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের কথা বলা আছে সংবিধানের কত নং অনুচ্ছেদেঃ
(A) ৭৭(২) অনুচ্ছেদে
(B) ৯৬(২) অনুচ্ছেদে
(C) ৮৬(২) অনুচ্ছেদে
(D) ১১৭ নং অনুচ্ছেদে✅
8. স্বাধীন বিচার বিভাগের যাত্রা শুরু হয় :
(A) ০১ নভেম্বর, ২০০৭✅
(B) ১০ এপ্রিল, ২০০৭
(C) ১০ নভেম্বর, ২০০৭
(D) ৭ এপ্রিল, ২০০৭
9. সুপ্রীম কোর্টের আপীল বিভাগ বিচার বিভাগ কে নির্বাহী বিভাগ থেকে পৃথক করে রায় দেয় :
(A) ২ ডিসেম্বর ১৯৯৯✅
(B) ১০ এপ্রিল, ১৯৯৯
(C) ১০ নভেম্বর, ১৯৯৯
(D) ৭ এপ্রিল, ১৯৯৯
10. নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরনের মামলা হয় :
(A) ১৯ নভেম্বর, ১৯৯৫✅
(B) ১০ এপ্রিল, ১৯৯৫
(C) ১০ নভেম্বর, ১৯৯৫
(D) ৭ এপ্রিল, ১৯৯৫
11. নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদেঃ
(A) ৭৭(২) অনুচ্ছেদে
(B) ২২ নং অনুচেছদে✅
(C) ৮৬(২) অনুচ্ছেদে
(D) ৬৪ নং অনুচ্ছেদে
12. সুপ্রিম জুডিশিয়াল সার্ভিস কমিশন প্রজ্ঞাপন জারি করা হয় :
(A) ১০ এপ্রিল, ২০০৪
(B) ১০ নভেম্বর, ২০০৪✅
(C) ৭ এপ্রিল, ২০০৪
(D) ২৪ এপ্রিল, ২০০৪
13. অ্যাটর্নি জেনারেল নিয়ােগ দেন :
(A) প্রধানমন্ত্রী
(B) রাষ্ট্রপতি✅
(C) প্রধান বিচারপতি
(D) স্পীকার
14. অ্যাটর্নি জেনারেলের বিষয়ে বলা আছে সংবিধানের কত নং অনুচ্ছেদেঃ
(A) ৭৭(২) অনুচ্ছেদে
(B) ৯৬(২) অনুচ্ছেদে
(C) ৮৬(২) অনুচ্ছেদে
(D) ৬৪ নং অনুচ্ছেদে✅
15. বিচারপতিকে অভিশংসনের কথা বলা আছে সংবিধানের কত নং অনুচ্ছেদেঃ
(A) ৭৭(২) অনুচ্ছেদে
(B) ৯৬(২) অনুচ্ছেদে✅
(C) ৮৬(২) অনুচ্ছেদে
(D) ৫১(১) অনুচ্ছেদে
16. রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ােগ দেয়ার কথা বলা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদেঃ
(A) ৭৭(২) অনুচ্ছেদে
(B) ৯৫(১) অনুচ্ছেদে✅
(C) ৮৬(২) অনুচ্ছেদে
(D) ৫১(১) অনুচ্ছেদে
17. সুপ্রিম কোর্ট গঠনের কথা বলা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদেঃ
(A) ৭৭(২) অনুচ্ছেদে
(B) ৯৪(১) অনুচ্ছেদে✅
(C) ৮৬(২) অনুচ্ছেদে
(D) ৫১(১) অনুচ্ছেদে
18. বর্তমানে টেকনােক্র্যাট মন্ত্রী:
(A) ৩ জন✅
(B) ৭জন
(C) ৫ জন
(D) ৯ জন
19. টেকনাক্র্যাট মন্ত্রীগণ নিয়ােগ লাভ করার কথা বলা আছে সংবিধানের কোন অনুচ্ছেদে:
(A) ৫৬(২) অনুচ্ছেদ✅
(B) ৬৫(১) অনুচ্ছেদ
(C) ৭৬(২) অনুচ্ছেদ
(D) ৭১(২) অনুচ্ছেদ
20. সংবিধানের ৭৬(১) অনুচ্ছেদে সংসদীয় স্থায়ী কয় ধরনেরকমিটির কথা বলা হয়েছে :
(A) চার ধরনের
(B) তিন ধরনের✅
(C) পাচ ধরনের
(D) ছয় ধরনের
21. সাংসদদের মধ্য হতে সংসদের ১ম বৈঠকে স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন হওয়ার কথা বলা আছে সংবিধানের কোন অনুচ্ছেদে:
(A) ৭২(১) অনুচ্ছেদে
(B) ৬৫(৩) অনুচ্ছেদে
(C) ৭৪(১) অনুচ্ছেদ✅
(D) ৬০(২) অনুচ্ছেদে
22. সংসদ নির্বাচনের ফলাফল ঘােষণার ৩০ দিনের মধ্যে সংসদের ১ম অধিবেশন আহবান করা হয় সংবিধানের কোন অনুচ্ছেদে:
(A) ৭২(২) অনুচ্ছেদে✅
(B) ৬৫(৩) অনুচ্ছেদে
(C) ৭৪(১) অনুচ্ছেদ
(D) ৬০(২) অনুচ্ছেদে
23. রাষ্ট্রপতি সংসদ আহবান, স্থগিত ও ভঙ্গ হওয়ার কথা বলা আছে সংবিধানের কোন অনুচ্ছেদে:
(A) ৭২(১) অনুচ্ছেদে✅
(B) ৬৫(৩) অনুচ্ছেদে
(C) ৭৪(১) অনুচ্ছেদ
(D) ৬০(২) অনুচ্ছেদে
24. সংরক্ষিত মহিলা আসনে ৫০ জন সংসদ সদস্য হওয়ার কথা বলা আছে সংবিধানের কোন অনুচ্ছেদে:
(A) ৭২(২) অনুচ্ছেদে
(B) ৬৫(৩) অনুচ্ছেদে✅
(C) ৭৪(১) অনুচ্ছেদ
(D) ৬০(২) অনুচ্ছেদে
25. প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে ৩০০ জন সদস্য নির্বাচিত হওয়ার কথা বলা আছে সংবিধানের কোন অনুচ্ছেদে:
(A) ৭২(২) অনুচ্ছেদে
(B) ৬৫(২) অনুচ্ছেদে✅
(C) ৭৪(১) অনুচ্ছেদ
(D) ৬০(২) অনুচ্ছেদে
26. জাতীয় সংসদের কথা সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে :
(A) ৬৫(১) অনুচ্ছেদে✅
(B) ৭৫(২) অনুচ্ছেদে
(C) ৫৫(২) অনুচ্ছেদে
(D) ৮৫(২) অনুচ্ছেদে
27. সংবিধানের রক্ষক-
(A) সংসদ
(B) শাসন বিভাগ
(C) বিচার বিভাগ✅
(D) আইন বিভাগ
28. দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ কে?
(A) আইন বিভাগ✅
(B) শাসন বিভাগ
(C) বিচার বিভাগ
(D) মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
29. সংবিধানের কত অনুচ্ছেদে ন্যায়পাল নিয়ােগের বিধান রয়েছে?
(A) ১৮ নং অনুচ্ছেদে
(B) ৩৮ নং অনুচ্ছেদে
(C) ৫৯ নং অনুচ্ছেদে
(D) ৭৭ নং অনুচ্ছেদে✅
30. সংসদ কর্তৃক গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট পেশ করার কতদিনের মধ্যে রাষ্ট্রপতি তাতে সম্মতি দান করবেন?
(A) ৭ দিন
(B) ১০ দিন
(C) ১৫ দিন✅
(D) ৩০ দিন
31. সংসদ আহবান, স্থগিত ও ভেঙ্গে দেয়ার ক্ষমতা কার?
(A) রাষ্ট্রপতি✅
(B) প্রধানমন্ত্রী
(C) স্পিকার
(D) প্রধান বিচারপতি
32. বাংলাদেশ সংবিধানের কত ধারায় মৌলিক অধিকার বলবকরণ সম্পর্কে বলা আছে?
(A) ৩৯ ধারায়
(B) ৪৩ ধারায়
(C) ৪৪ ধারায়✅
(D) ৪৫ ধারায়
33. মৌলিক অধিকার লঙ্ন হলে সংবিধানের কোন ধারায় মামলার ক্ষমতা দেয়া আছে?
(A) ধারা ৪৪ এ✅
(B) ধারা ৪৭ এ
(C) ধারা ১০২ এ
(D) ধারা ১০৩ এ
34. সংবিধান অনুযায়ী গ্রেফতারকৃত ও প্রহরায় আটক কোন ব্যক্তিকে কতক্ষণ সময়ের মধ্যে ম্যাজিস্ট্রেটের সম্মুখে হাজির করতে হয়?
(A) ৬ ঘন্টা
(B) ১২ ঘন্টা
(C) ১৮ ঘন্টা
(D) ২৪ ঘন্টা✅
35. জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে কোন অনুচ্ছেদে?
(A) ২৪ নং অনুচ্ছেদ
(B) ২৮ নং অনুচ্ছেদ
(C) ৩২ নং অনুচ্ছেদ✅
(D) ৩৬ নং অনুচ্ছেদ
36. সংবিধানের ২৮(২) নং অনুচ্ছেদের বিষয়বস্তু কী?
(A) সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান
(B) সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার✅
(C) সকল নাগরিকের চাকরি লাভের সুযােগ
(D) জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার
37. বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর বা অন্যভাবে বিলি- ব্যবস্থা করার অধিকার থাকবে বলে বলা হয়েছে। বাংলাদেশ সংবিধানের-
(A) ৪২ নং অনুচ্ছেদ✅
(B) ২৫ নং অনুচ্ছেদ
(C) ৩০ নং অনুচ্ছেদ
(D) ২৭ নং অনুচ্ছেদ
38. সংবিধানের কোন অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতা উল্লেখ রয়েছে-
(A) ৩৬ নং অনুচ্ছেদ✅
(B) ৩০ নং অনুচ্ছেদ
(C) ৩৭ নং অনুচ্ছেদ
(D) ৩১ নং অনুচেছদ
39. বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের কয়টি আর্টিকেল আছে?
(A) ১০ টি
(B) ১৮ টি
(C) ২২ টি✅
(D) ১৫ টি
40. বাংলাদেশের সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকার দেয়া আছে?
(A) দ্বিতীয় ভাগে
(B) চতুর্থ ভাগে
(C) তৃতীয় ভাগে✅
(D) নবম ভাগে
41. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়?
(A) ২৫(৭)
(B) ২৮(৪)✅
(C) ৪০(৩)
(D) ৪২
42. রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী ও পুরুষের সমতা বিধান করা হয়েছে বাংলাদেশের সংবিধানের-
(A) ২৬ (১) ধারাবলে
(B) ২৭ ধারাবলে
(C) ২৮ (২) ধারাবলে✅
(D) ২৯ (২) ধারা বলে
43. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে?
(A) ধারা ২৬
(B) ধারা ২৭✅
(C) ধারা ২৮
(D) ধারা ২৯
44. সংবিধানের কোন অনুচ্ছেদটি তুলে দেওয়া হয়েছে?
(A) ১১ নং অনুচ্ছেদ
(B) ১২ নং অনুচ্ছেদ✅
(C) ১৩ নং অনুচ্ছেদ
(D) ১০ নং অনুচ্ছেদ
45. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে?
(A) ৩৭
(B) ১৫
(C) ২২✅
(D) ১১
46. বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ (অধ্যায়)?
(A) ০৯টি
(B) ১০টি
(C) ১১টি✅
(D) ১২টি
47. বাংলাদেশ সংবিধান গ্রন্থের লিপিকর কে?
(A) শিল্পী কামরুল হাসান
(B) শিল্পী আব্দুর রউফ✅✅
(C) আনােয়ারুল হক
(D) শফিউদ্দিন আহমেদ
48. বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক কে?
(A) ড. কামাল হােসেন
(B) আব্দুর রউফ✅
(C) শাহ আব্দুল হামিদ
(D) মােহাম্মদ উল্লাহ
49. বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন-
(A) মির্জা গােলাম হাফিজ
(B) ব্যারিস্টার মওদুদ আহমে
(C) ড. কামাল হােসেইন✅
(D) বিচারপতি আবু সাঈদ চৌধুরী
50. বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি?
(A) ২টি
(B) ৩টি
(C) ৪টি✅
(D) ৬টি
51. বাংলাদেশ গণপরিষদের সংসদ নেতা কে ছিলেন?
(A) জনাব তাজউদ্দিন আহমেদ
(B) সৈয়দ নজরুল ইসলাম
(C) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান✅
(D) ক্যাপ্টেন মনসুর আলী
52. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখে?
(A) ১৬ ডিসেম্বর
(B) ২৩ অক্টোবর
(C) ৭ মার্চ
(D) ৪ নভেম্বর✅
53. The Proclamation of Independence’সংবিধানের কোন তফসিলে সন্নিবেশিত হয়েছে?
(A) ৪র্থ
(B) ৬ষ্ঠ✅
(C) ৭ম
(D) ৫ম
54. বাংলাদেশ সংবিধানের অভিভাবক কে?
(A) স্পীকার
(B) আইন মন্ত্রণালয়
(C) রাষ্ট্রপতি
(D) সুপ্রিম কোর্ট✅
55. বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারী করেন কে?
(A) শেখ মুজিবুর রহমান✅
(B) খন্দকার মােস্তাক
(C) সৈয়দ নজরুল ইসলাম
(D) মােহাম্মদ উল্লাহ
56. গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান মােট কতটি তফসিল রয়েছে?
(A) ৫টি
(B) ৭টি✅
(C) ৬টি
(D) ৮টি
57. বাংলাদেমের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?
(A) ১৫ আগস্ট ১৯৭২
(B) ১২ অক্টোবর, ১৯৭২✅
(C) ১৬ ডিসেম্বর, ১৯৭১
(D) ০৪ ডিসেম্বর, ১৯৭২
58. কোন তারিখে বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়?
(A) ৭ মার্চ, ১৯৭১
(B) ২৬ মার্চ, ১৯৭২
(C) ১৬ ডিসেম্বর, ১৯৭১
(D) ১৬ ডিসেম্বর,১৯৭২ ✅
59. প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ’- এ ঘােষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখিত হয়েছে?
(A) ৫(২)
(B) ৭(১)✅
(C) ১৫(৩)
(D) ২৯(১)
60. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে?
(A) প্রথম
(B) দ্বিতীয়
(C) তৃতীয়✅
(D) চতুথ
61. বাংলাদেশের সাংবিধানিক নামের ইংরেজি পাঠ কী?
(A) People Republic of Bangladesh
(B) Bangladesh People’s Republic
(C) The Republic of Bangladesh
(D) People’s Republic of Bangladesh ✅
62. বাংলাদেশের নাগরিকদের পরিচয় কোনটি?
(A) বাংলা
(B) বাঙালি
(C) বাঙ্গালি
(D) বাংলাদেশি ✅
63. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন?
(A) ৬(১)
(B) ৬(২)✅
(C) ৭
(D) ৮
64. বাংলাদেশের সংবিধান কী জাতীয়?
(A) পরিবর্তনীয়
(B) দুস্পরিবর্তনীয়✅
(C) অপরিবর্তনীয়
(D) সংশােধনীয়
65. ১৬ ডিসেম্বর, ১৯৭২ তারিখের আগে বাংলাদেশের সংবিধানের ভিত্তি ছিল-
(A) ম্যাগনাকার্ট
(B) স্বাধীনতার ঘােষণাপত্র✅
(C) বিল অব রাইটস
(D) সাত মার্চের ভাষণ
66. সংবিধানে পরিবর্তনের অযােগ্য অনুচ্ছেদ-
(A) ১১ (খ) নং অনুচ্ছেদটি
(B) ৭ (খ) নং অনুচ্ছেদটি✅
(C) ১১৭ (ক) নং অনুচ্ছেদটি
(D) ৭১ (গ) নং অনুচ্ছেদটি
67. সুপ্রিম কোর্ট এর প্রধান বিচারপতি কে-
(A) মাহবুবে আলম
(B) সৈয়দ মাহমুদ হােসেন✅
(C) এ.এস.এম সায়েম
(D) নাজমুন আরা সুলতানা
68. বাংলাদেশ পেনাল কোডের একটি ধারা যেখানে প্রতারণার জন্য শাস্তির বিধান কোন ধারার অন্তর্ভুক্ত –
(A) ১৪৪ ধারা
(B) ৪২০ ধারা✅
(C) ১৬৪ ধারা
(D) ১৫৪ ধারা
69. জবানবন্দি রেকর্ড করা কোন ধারার অন্তর্ভুক্ত –
(A) ১৪৪ ধারা
(B) ৫৪ ধারা
(C) ১৬৪ ধারা✅
(D) ১৫৪ ধারা
70. এজাহার রেকর্ড করা কোন ধারার অন্তর্ভুক্ত ঃ
(A) ১৪৪ ধারা
(B) ৫৪ ধারা
(C) ১৬৪ ধারা
(D) ১৫৪ ধারা✅
71. মানুষের চলাচল, আচরণ এবং কর্মকাণ্ডের উপর বিধিনিষেধ কিংবা নিয়ন্ত্রণ কোন ধারার অন্তর্ভুক্ত ঃ
(A) ১৪৪ ধারা✅
(B) ৫৪ ধারা
(C) ১৬৪ ধারা
(D) ১৫৪ ধারা
72. বিনা ওয়ারেন্টে পুলিশ কর্তৃক গ্রেপ্তার করার ক্ষমতা কোন ধারার অন্তর্ভুক্ত ঃ
(A) ১৪৪ ধারা
(B) ৫৪ ধারা✅
(C) ১৬৪ ধারা
(D) ১৫৪ ধারা
73. বাহাত্তরের সংবিধানের মূলনীতি সমুহ পুনরায় ফিরিয়ে আনা হয় সংবিধান কত সালে সংশােধন করা হয় –
(A) ১৯৭৯
(B) ১৯৮৮
(C) ২০১১✅
(D) ১৯৯১
74. বিচারপতির অবসর বয়সমীমা ৬৫ থেকে ৬৭ বছর করাসহ মােট সাতটি পরিবর্তন আনা হয় সংবিধান কত সালে সংশােধন করা হয় –
(A) ১৯৭৯
(B) ১৯৮৮
(C) ২০০৪✅
(D) ১৯৯১
75. সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃ প্রবর্তন সংবিধান কত সালে সংশােধন করা হয় –
(A) ১৯৭৯
(B) ১৯৮৮
(C) ১৯৭
(D) ১৯৯১✅
76. Bengali থেকে Bangla হয় সংবিধান কত সালে সংশােধন করা হয় –
(A) ১৯৭৯
(B) ১৯৮৮✅
(C) ১৯৭৪
(D) ১৯৭৩
77. Dacca থেকে Dhaka হয় সংবিধান কত সালে সংশােধন করা হয় –
(A) ১৯৭৯
(B) ১৯৮৮✅
(C) ১৯৭৪
(D) ১৯৭৩
78. রাষ্ট্রধর্ম ইসলাম চালু সংবিধান কত সালে সংশােধন করা হয় –
(A) ১৯৭৯
(B) ১৯৮৮✅
(C) ১৯৭৪
(D) ১৯৭৩
79. বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন সংবিধান কত সালে সংশােধন করা হয় –
(A) ১৯৭৯
(B) ১৯৮৮✅
(C) ১৯৭৪
(D) ১৯৭৩
80. জরুরী অবস্থা ঘােষণার বিধান সম্বলিত সংবিধান কত সালে সংশােধন করা হয় –
(A) ১৯৭৯
(B) ১৯৮৮
(C) ১৯৭৪
(D) ১৯৭৩✅
81. যুদ্ধাপরাধী এবং অন্যান্য গণবিরােধীদের বিচার নিশ্চিতকরণ সংবিধান কত সালে সংশােধন করা হয় –
(A) ১৯৭৯
(B) ১৯৮৮
(C) ১৯৭৪
(D) ১৯৭৩✅
82. সংবিধান সংশােধন বিষয়ক বিধানাবলি কোন অনুছেদ এর অংশ –
(A) ১১৮ নং
(B) ১৪২ নং✅
(C) ১৩৭ নং
(D) ১২৩ নং
83. জরুরি অবস্থা জারির বিধানাবলি কোন অনুছেদ এর অংশ –
(A) ১১৮ (ক) নং
(B) ১৪১ (ক) নং✅
(C) ১৩৭ (ক) নং
(D) ১২৩ (ক) নং
84. সরকারি কর্ম কমিশন বিষয়ক বিধানাবলি কোন অনুছেদ এর অংশ –
(A) ১১৮ নং
(B) ১১৭ নং
(C) ১৩৭ নং✅
(D) ১২৩ নং
85. নির্বাচনকালীন সরকার কোন অনুছেদ এর অংশ –
(A) ১১৮ নং
(B) ১১৭ নং
(C) ৯৬ নং
(D) ১২৩ নং✅
86. নির্বাচন কমিশন কোন অনুছেদ এর অংশ –
(A) ১১৮ নং✅
(B) ১১৭ নং
(C) ৯৬ নং
(D) ৯৪ নং
87. প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন কোন অনুছেদ এর অংশ –
(A) ৯৩ নং
(B) ১১৭ নং✅
(C) ৯৬ নং
(D) ৯৪ নং
88. বিচারপতিদের অভিসংশনের ক্ষমতা সংসদের হাতে কোন অনুছেদ এর অংশ –
(A) ৯৩ নং
(B) ৭৭ নং
(C) ৯৬ নং✅
(D) ৯৪ নং
89. সুপ্রীম কোর্ট গঠনের বিধানাবলি কোন অনুছেদ এর অংশ –
(A) ৯৩ নং
(B) ৭৭ নং
(C) ৭০নং
(D) ৯৪ নং ✅
90. অধ্যাদেশ প্রণয়ন কোন অনুছেদ এর অংশ –
(A) ৯৩ নং✅
(B) ৭৭ নং
(C) ৭০নং
(D) ৬৪নং
91. ন্যায়পাল কোন অনুছেদ এর অংশ –
(A) ৪৮নং
(B) ৭৭ নং✅
(C) ৭০নং
(D) ৬৪নং
92. ফ্লোর ক্রসিং কোন অনুছেদ এর অংশ –
(A) ৪৮নং
(B) ৭৭ নং
(C) ৭০নং✅
(D) ৬৪নং
93. সংসদ প্রতিষ্ঠা কোন অনুছেদ এর অংশ –
(A) ৪৮নং
(B) ৪৯ নং
(C) ২৩নং
(D) ৬৫নং✅
94. অ্যাটর্নি জেনারেল নিয়ােগ ও দায়িত্ব কোন অনুছেদ এর অংশ –
(A) ৪৮নং
(B) ৪৯ নং
(C) ৭০নং
(D) ৬৪নং✅
95. রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন কোন অনুছেদ এর অংশ –
(A) ৪৮নং
(B) ৪৯ নং
(C) ২৩নং✅
(D) ৬৫নং
96. রাষ্ট্রপতি নিয়ােগ কোন অনুছেদ এর অংশ –
(A) ৪৮নং✅
(B) ৪৯ নং
(C) ৭০নং
(D) ৬৪নং
97. উপজাতি, নৃ-গােষ্ঠীদের সংস্কৃতির স্বীকৃতি কোন অনুছেদ এর অংশ –
(A) ৪৮নং
(B) ৪৯ নং
(C) ২৩নং✅
(D) ৮নং
98. নির্বাহী বিভাগ হতে বিচারবিভাগকে পৃথকীকরণ কোন অনুছেদ এর অংশ –
(A) ১২নং
(B) ১৭ নং
(C) ২২নং✅
(D) ৮নং
99. অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার কোন অনুছেদ এর অংশ –
(A) ১২নং
(B) ১৭ নং✅
(C) ২২নং
(D) ৮নং
100. ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা কোন অনুছেদ এর অংশ –
(A) ১২নং✅
(B) ১৭ নং
(C) ২২নং
(D) ৮নং
➡সংকলন – মোস্তাফিজার মোস্তাক