বাংলার প্রাচীন যুগ
⏺বাংলার প্রথম
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
?প্রথম সাম্রাজ্য- মৌর্য
?প্রথম স্বাধীন রাজা- শশাঙ্ক
?প্রথম স্বাধীন সুলতান- ফখরুদ্দীন মোবারক শাহ
?শেষ হিন্দু রাজা- লক্ষণ সেন
⏺মৌর্য সাম্রাজ্য
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
▶মৌর্যবংশের রাজাদের ক্রম-
>চন্দ্রগুপ্ত মৌর্য
> বিন্দুসর
> সম্রাট অশোক
> দাশরথ
> সম্প্রতি
> সালিশুকা
> দেববর্মণ
> শতধনবান
> বৃহদ্রথা
?প্রতিষ্ঠাতা- চন্দ্রগুপ্ত মৌর্য
?রাজধানী- পাটলীপুত্র
?প্রথম সর্বভারতীয় রাষ্ট্র/ ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্য- মৌর্য সাম্রাজ্য
?প্রথম সর্বভারতীয় রাষ্ট্র/ ভারতীয় উপমহাদেশে
?প্রথম সাম্রাজ্য স্থাপন করেন- চন্দ্রগুপ্ত মৌর্য
?সম্রাট অশোক ছিলেন – মৌর্য সম্রাট
?সম্রাট অশোক বৌদ্ধধর্ম গ্রহণ করেন- কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে
?প্রাচীন ভারতের সর্বপ্রথম সর্বভারতীয় সম্রাট- চন্দ্রগুপ্ত মৌর্য
?মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা – চন্দ্রগুপ্ত মৌর্য
?সর্বশেষ মৌর্য সম্রাট – বৃহদ্রথ
?দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল – বিক্রামাদিত্য
?ভারত বর্ষ থেকে গ্রীকদের বিতাড়িত করেন – চন্দ্রগুপ্ত
?নন্দবংশের শেষ রাজাকে পরাজিত করে মগধ্ দখল করেন – চন্দ্রগুপ্ত
?ইন্ডিকা (Indika) নামক বিবরনমুলক গ্রন্থের লেখক – মেগাস্থিনিস
?অর্থশাস্ত্র’ গ্রন্থটির লেখক – কৌটিল্য
?কৌটিল্য আমলে চন্দ্রগুপ্তের প্রধান পরামর্শদাতা ও সাহায্যকারী – চানক্য ও বিষ্ণুগুপ্ত
?মৌর্য সাম্রাট অশোক ছিলেন – বিন্দু সারের পুত্র
?অশোক কলিঙ্গ জয়ে বের হন – ২৬০ খ্রিস্ট পূর্বাব্দে
?মৌর্য যুগে বাংলার প্রাদেশিক রাজধানী ছিল – পুন্ডনগর
⏺গুপ্ত সাম্রাজ্যঃ
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
▶গুপ্তবংশের রাজাদের ক্রম-
>শ্রীগুপ্ত
>ঘটোৎকচ
>প্রথম চন্দ্রগুপ্ত
> নিশামুসগুপ্ত
> সমুদ্রগুপ্ত
> রামগুপ্ত
> দ্বিতীয় চন্দ্রগুপ্ত
> প্রথম কুমারগুপ্ত
> স্কন্ধগুপ্ত
> পুরুগুপ্ত
> দ্বিতীয় কুমারগুপ্ত
> বুদ্ধগুপ্ত
> নরসিংহগুপ্ত বালাদিত্য
> তৃতীয় কুমারগুপ্ত
> বিষ্ণুগুপ্ত
> বৈন্যগুপ্ত
> ভানুগুপ্ত
?প্রতিষ্ঠাতা – শ্রীগুপ্ত (শ্রীগুপ্ত না থাকলে উত্তর দিতে হবে চন্দ্রগুপ্ত বা প্রথম চন্দ্রগুপ্ত)
?গুপ্ত সাম্রাজ্যের গোড়া পত্তন হয় ৩২০ খ্রিঃ পূর্বাব্দে
?গুপ্তযুগে বঙ্গের ভাগ ছিল – দুটি
?গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা- সমুদ্রগুপ্ত
?চন্দ্রগুপ্ত মৌর্যর রাজধানী- পাটলীপুত্র
?সমুদ্রগুপ্তের মুদ্রা- অশ্বমেধ পরিক্রমা
?ফা-হিয়েন ভারতবর্ষে আসেন- দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে
?দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি- বিক্রমাদিত্য, সিংহবীর
?অজান্তার গুহাচিত্রের সৃস্টি – গুপ্তযুগে
?ভারতীয় নেপোলিয়ন বলা হত – সমুদ্রগুপ্তকে
?কালিদাস ছিলেন – গুপ্ত যুগের কবি
?কালিদাসের মহাকাব্য- মেঘদূত
?সর্ব প্রথম চীনা পরিব্রাজক ভারতবর্ষে আগমন করেন – ফা-হিয়েন
?ফা-হিয়েন য়ে ভারতবর্ষ পরিভ্রমন করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত সময়ে
?ফা-হিয়েনের ভারত পরিভ্রমনের কারণ ছিল –
?বৌদ্ধ ধর্মপুস্তক ‘বিনায়াপিটক’ এর মূল রচনা সংগ্রহ করা
?ফা-হিয়েন ভারতবর্ষে অবস্থান করেন – তিন বছর
?গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে – স্কন্দগুপ্তের বিক্রমাদিত্যের জীবনাবসনে
?গুপ্ত বংশের রাজত্বকাল স্থায়ী হয়েছিল – ৩২০-৫৫০ খ্রিঃ
?গুপ্ত বংশের মধ্যে স্বাধীন ও শক্তিশালী রাজা ছিলেন – ১ম চন্দ্রগুপ্ত
?১ম চন্দ্রগুপ্তের উপাধি ছিল – রাজাধিরাজ
?সমূদ্রগুপ্ত সিংহাসনে আরোহন করেছিল – ৩৩৫ খ্রিঃ
?সমূদ্রগুপ্ত রাজ্য শাসন করেন – ৪৫ বছর (৩৮০ খ্রিঃ পর্যন্তু)
?সমূদ্রগুপ্তের পিতা ছিলেন – ১ম চন্দ্রগুপ্ত
?মহাকবি কালিদাস সভাকবি ছিলেন – ২য় চন্দ্রগুপ্ত
?২য় চন্দ্রগুপ্ত-এর রাজত্বকাল ছিল – ৩৮০-৪১৩ খ্রিঃ
⏺উপমহাদেশে আলেকজান্ডারের আগমনঃ
?আলেকজান্ডার ছিলেন- গ্রিসের অধিবাসী
?আলেকজান্ডার- মেসিডোনিয়ার রাজা
?প্রথম আক্রমণ করেন- হিন্দুকুশ পর্বত
?ভারত আক্রমণে সৈন্যসংখ্যা- ৪০ হাজার
?আলেকজান্ডারের গৃহশিক্ষক- এরিস্টটল
⏺গুপ্ত বংশের পতনের পর বাংলায় এক অরাকজ অবস্থার উদ্ভব হয় । সে সময়ে কোন শক্তিশালী কেন্দ্রীয় শাসন না থাকায় বাংলার বিভিন্ন অঞ্চলে অনেকগুলো স্থানীয় শাসনকর্তার উদ্ভব হয় এবং তারা তাদের ইচ্ছেমত শাসন করতে থাকে । এই নেতৃত্বহীন অরাজক সময়টাকে ইতিহাসে ‘মাৎসান্যায়বলে অভিহিত করা হয়েছে ।
⏺এ অরাজক অবস্থার অবসান হয় বাংলার প্রথম স্বাধীন সম্রাট শশাঙ্ক গৌড়ের সিংহাসনে বসলে । ধারণা করা হয়, তিনি বাঙালি বা স্থানীয় ছিলেন । সেই হিসেবে মুক্তিযুদ্ধের আগে শশাঙ্কই বাংলার সর্বশেষ বাঙালি অধিপতি ।
⏺গৌড় বংশ–
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
?প্রথম ও শ্রেষ্ঠ রাজা- শশাঙ্ক
?গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা – শশাঙ্ক
?শশাঙ্কের উপাধি – মহাসামন্ত, রাজাধিরাজ
?শশাঙ্কের রাজধানী- কর্ণসুবর্ণ (মুর্শিদাবাদ)
?নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন- রাজা হর্ষবর্ধন
?হর্ষবর্ধনের সভাকবি- বাণভট্ট
?চীনা বৌদ্ধ পন্ডিত হিউয়েন সাঙ ভারতে আসেন – রাজা হর্ষবর্ধন এর আমলে
⏺পাল বংশঃ
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
?পালবংশের রাজাদের ক্রম-
>প্রথম গোপাল
> ধর্মপাল
> দেবপাল
> মহেন্দ্রপাল/প্রথম সূরপাল/প্রথম বিগ্রহপাল
> নারায়ণপাল
> রাজপাল
> দ্বিতীয় গোপাল
> দ্বিতীয় বিগ্রহপাল
> প্রথম মহীপাল
> ন্যায়পাল
> তৃতীয় বিগ্রহপাল
> দ্বিতীয় মহীপাল
> দ্বিতীয় সূরপাল
> রামপাল
> কুমারপাল
> তৃতীয় গোপাল
> মনদপাল
> গোবিন্দপাল
?প্রতিষ্ঠাতা- গোপাল
?শ্রেষ্ঠ রাজা- ধর্মপাল
?পাল বংশের রাজারা রাজত্ব করেন- ৪০০ বছর
?সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন- ধর্মপাল
?সোমপুর বিহার- নওগাঁ জেলার পাহাড়পুর
?বাংলায় পাল বংশের শেষ রাজা- রামপাল
⏺সেন বংশঃ
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
?সেনবংশের রাজাদের ক্রম-
>হেমন্ত সেন
>বিজয় সেন
>বল্লাল সেন
>লক্ষ্মণ সেন
>বিশ্বরূপ সেন
>কেশব সেন
?প্রতিষ্ঠাতা- হেমন্ত সেন
?শেষ্ঠ রাজা/সম্রাট- বিজয়সেন
?বিজয় সেনের উপাধি- গৌড়েশ্বর
?বল্লাল সেনের রচনা – দানসাগর, অদ্ভূত সাগর
?সেন বংশের শেষ রাজা – লক্ষণ সেন
?বাংলার শেষ হিন্দু রাজা- লক্ষণ সেন
?লক্ষণ সেনের উপাধি- পরমেশ্বর, পরম ভট্টারক, মহারাজাধিরাজ
?বখতিয়ার খিলজী বাংলা আক্রমণ করেন- ১২০৪ খ্রিস্টাব্দে
?লক্ষ্মণ সেনের শাসনামলের শেষদিকে ইখতিয়ার উদ্দীন মুহম্মদ বিন বক্তিয়ার খিলজীর কাছে পরাজিত হয়ে সেন সাম্রাজ্য বাংলার শাসনাধিকার হারায়।
⏺বিভিন্ন শাসনামলে বাংলার রাজধানীঃ
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
?মৌর্য বংশ – গৌড়
?গুপ্ত বংশ – গৌড়
?গৌড় (শশাঙ্ক) – কর্ণসুবর্ণ (মুর্শিদাবাদ)
?মৌর্যযুগ – পুণ্ড্রবর্ধন (মহাস্থানগড়)
?চন্দ্রগুপ্ত মৌর্য – পাটলিপুত্র
?ঈশা খাঁ – সোনারগাঁও
?পুণ্ড্র জনপদ – পুণ্ড্রবর্ধন (মহাস্থানগড়)
?লক্ষণ সেন – নদীয়া বা নবদ্বীপ
?গুপ্ত রাজবংশ – বিদিশা
⏺সুলতানি আমল
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
?ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজী নদীয়া আক্রমন করে – ১২০৪ খ্রিঃ
?যে সম্রাট অশ্ববিক্রেতার বেশে নদীয়া আক্রমন করেন – বখতিয়ার খলজি
?বখতিয়ার খলজি যে স্থানে মৃত্যুবরন করেন – দেবকোটে
?বখতিয়ার খলজি বাংলাদেশ জয় করেন – ১৭ জন সৈন্য নিয়ে
?বাংলায় মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয় – ত্রয়োদশ শতকে
?সুলতান মাহমুদ ছিলেন — গজনীর অধিপতি
?সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমন করে কত বার – ১৭ বার
?সুলতাল মাহমুদ ভারত আক্রমন করেন – ১০০০ সালে
?সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেন – মহাকবি ফেরদৌসি
?সুলতানী আমলে লোকেরা বেচাকেনার জন্য ব্যবহার করত – রৌপ্য মুদ্রা
?আল বিরুনী নামকরা দার্শনিক ও জ্যের্তিবিদ হিসাবে কর্মরত ছিলেন — সুলতান মাহমুদের
?সুলতান মাহমুদ বারবার ভারত আক্রমনের করেন – ধনসম্পদ লুট করার জন্য
?মুহম্মদ ঘুরী ও পৃথ্বীরাজের মধ্যে অনুষ্ঠিত হয় – তরাইনের প্রথম যুদ্ধ
?দিল্লীর সিংহাসনে আরোহনকারী প্রথম মুসলমান নারী — সুলতানা রাজিয়া
?পরিব্রাজক ইবনে বতুতা যার সময়ে দিল্লীতে আসেন– মুহাম্মদ বিন তুঘলক এর সময়ে
?ইবনে বতুতা যে দেশের অধিবাসী ছিলেন – – উত্তর আফ্রিকার মরক্কো
?পূর্বে বলঘকপুর বা বিদ্রোহের দেশ নামে পরিচিতি ছিল – বাংলা
?ইবনে বতুতা কেন বাংলাদেশকে ধনসম্পদপূণ নরক বা দোযখপুর নিয়ামত বলেন – সম্পদের ?প্রাচুর্য ও প্রতিকূল আবহাওয়ার জন্য
?বাংলার অপরূপ বর্ণনা পাওয়া যায় ইবনে বতুতার যে গ্রন্থে – কিতাবুল রেহালা
?দিল্লী হতে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন – – মুহম্মদ বিন তুঘলক
?ভারতে সর্বপ্রথম তুর্কী সাম্রাজ্য বিন্তার করেন – মুহাম্মদ ঘুরী
?ভারতে তুর্কী সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা – কুতুবউদ্দিন আইবেক
?কুতুবউদ্দিন আইবেক মৃত্যুবরন করেন – ১২১০ সালে
?কোন সুলতান সুলতানই আজম খেতাবে ভুষিত হন – সুলতান ইলতুৎমিশ
?দিল্লীর কুতুব মিনার নির্মান করেন – সুলতান কুতুবউদ্দিন-এর সময় নির্মান শুরু এবং ইলতুৎমিশের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় সমাপ্ত
?মুহম্দ বিন তুঘলক (উলুখ খান) দিল্লীর সিংহাসনে আসীন হয় – ১৩২৫ সালে
?ইব্রাহীম লোদী সিংহাসনে আরোহন করেন – ১৫১৭ সালে
?পানি পথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় – ১৫২৬ সালে, ইব্রাহিম লোদী ও সম্রাট বাবরের মধ্যে
?শাহ-ই- বাঙালা উপাধিতে ভুষিত করা হয় – সমগ্র বাংলার ১ম সুলতান শামছুদ্দীন ইলিয়াস শাহ
?বাংলার সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুলতান ছিলেন – আলাউদ্দিন হোসেন শাহ
?আলাউদ্দিন হোসেন শাহের রাজধানী ছিল – একডালা
?নাসিরউদ্দিন মাহমুদ বাংলার সিংহাসনে বসেন – ১৪৪২ সালে
?জালাল উদ্দিন মুহম্মদ নাম ধারন করে বাংলার সিংহাসনে আরোহণ করেন – রাজা গণেশের ছেলে যদু সেন
?যার পৃষ্ঠপোষকতায় বাংলায় মহাভারত রচিত হয় – পরাগল খান ও ছুটি খান
?যে মুসলমান সুলতান সর্বপ্রথম সমগ্র বাংলার অধিপতি হন – ইলিয়াস শাহ
?মালদহের বড় পান্ডু্রয়ার বিখ্যাত আদিনা মসজিদ নির্মান করেন – সিকান্দার শাহ
?গৌড়ের কদম রসুল ও বড় সোনা মসজিদ কে নির্মান করেন – নসরত শাহ
?উত্তর আফ্রিকার পর্যটক ইবনে বতুতা পূর্ব বাংলায় কার এসেছিলেন – মুহম্মদ বিন তুঘলক আমলে
?যার শাসনামলে পীর খান জাহান আলী খুলনা অঞ্চলে ইসলাম ধর্ম প্রচারে নিয়োজিত হন – নাসিরুদ্দীন মুহাম্মদ শাহ
?বাংলার যে শাসনকর্তার সময় হযরত শাহজালাল (রাঃ) ধর্ম প্রচারে বাংলায় আসেন – সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ
?বাংলায় মহাভারত রচিত হয় – পরাগল খান ও ছুটি খান এর পৃষ্ঠপোষকতায়
➡সংকলন – মোস্তাফিজার মোস্তাক
➖➖➖➖➖➖???➖➖➖➖➖➖