বাংলা সাহিত্যঃ- আধুনিক যুগ-২
রবীন্দ্রনাথ ঠাকুর-MCQ প্রশ্ন
1. ‘আমার সােনার বাংলা’ ১ম কোন পত্রিকায় প্রকাশিত হয়-
(A) বঙ্গলিপি
(B) বঙ্গদর্শন✅
(C) সমচার দর্পণ
(D) ধুমকেতু
2. ‘আমার সােনার বাংলা’ কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
(A) গীতাঞ্জলি
(B) স্বরবিতান
(C) গীতবিতান✅
(D) কোনটিই নয়
3. ‘জীবনস্মৃতি’ কার রচনা?
৪০তম বিসিএস
(A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(B) রবীন্দ্রনাথ ঠাকুর✅
(C) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
(D) রােকেয়া সাখাওয়াত হােসেন
4. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে:
৩৯তম বিসিএস
(A) বিবাহ-বিভ্রাট
(B) হিতে বিপরীত
(C) বৈকুণ্ঠের খাতা✅
(D) জামাই বারিক
5. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?
বিসিএস ৩৮তম
(A) শেষলেখা✅
(B) শেষপ্রশ্ন
(C) শেষকথা
(D) শেষদিন
6. কোন কাব্যগ্রন্থটি স্বদেশী আন্দোলনের পটভূমিতে লেখা ?
(A) ঘরে বাইরে✅
(B) বাঁশী
(C) খেয়া
(D) বলাকা
7. গোড়া কোন ধরণের উপন্যাস ?
(A) আর্থসামাজিক
(B) সামাজিক
(C) রাজনৈতি✅
(D) রোমান্টিক
8. রবীন্দ্রনাথ তার স্ত্রীর মৃত্যুতে কোন কাব্যগ্রন্থটি লেখেন?
(A) পূরবী
(B) বিমলা
(C) নৈবেদ্য✅
(D) যেতে নাহি দেব
9. ভিক্টোরিয়া ওকাম্পোকে বিজয়া নাম দেন কে?
(A) সুকান্ত
(B) রবীন্দ্রনাথ ঠাকুর✅
(C) কাজী নজরুল ইসলাম
(D) প্রমথ চৌধুরী
10. রবীন্দ্রনাথ পূরবী কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন কাকে?
(A) কাজী নজরুল ইসলাম
(B) ভিক্টোরিয়া ওকাম্পো✅
(C) জীবনানন্দ দাস
(D) রবীন্দ্রনাথ ঠাকুর
11. গীতাঞ্জলীতে মোট কবিতা আছে?
(A) ১৫৫
(B) ১৫৬
(C) ১৫৭✅
(D) ১৫৪
12. প্রথম প্রকাশিত কবিতা কী?
(A) বনফুল
(B) হিন্দু মেলার উপহার✅
(C) কবিকাহিনী
(D) সোনার তরী
13. রবীন্দ্রনাথের সার্ধশত জণ্মবার্ষিক পালিত হয় কোন সালে?
(A) ২০১১✅
(B) ২০১২
(C) ২০১৪
(D) ২০১৫
14. রবীন্দ্রনাথকে বিশ্বকবি উপাধি কে দেন?
(A) কাজী নজরুল ইসলাম
(B) জীবনানন্দ দাস
(C) ব্রহ্মবান্ধব উপাধ্যায়✅
(D) বঙ্কিমচন্দ্র
15. ঠাকুর পরিবারের আসল পদবী কি ছিল?
(A) সেন
(B) রায়
(C) কুশারি✅
(D) বন্দ্যোপাধ্যায়
16. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঙ্গলি’ কাব্য প্রকাশিত হয় কত সনে?
বিসিএস ৩৭ তম
(A) ১৯১০✅
(B) ১৯১১
(C) ১৯১২
(D) ১৯১৩
17. আমরা আরম্ভ করি শেষ করি না, আড়ম্বর করি কাজ করি না, যাহা অনুশীলন করি, তাহা বিশ্বাস করি না’-এ উক্তিটি করেন-
(A) কাজী নজরুল ইসলাম
(B) রবীন্দ্রনাথ ঠাকুর✅
(C) অরুদ্ধতী রায়
(D) রাজা রামমোহন রায়
18. কবি রবি ঠাকুরের স্মৃতি বিজরিত শিলাইদহ কোন জেলায়?
(A) রাজশাহী
(B) কুমিল্লা
(C) কুষ্টিয়া✅
(D) ঢাকা
19. রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্য গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?
(A) সোনারতরী
(B) বিদ্রোহী
(C) গীতাঞ্জলি✅
(D) বিষাদ সিন্ধু
20. রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি?
(A) শেষের কবিতা✅
(B) গীতাঞ্জলি
(C) সমাপ্তি
(D) শেষ লেখা
21. কোনটি রবীন্দ্ররচনার অন্তর্গত নয়?
বিসিএস ৩৫ তম
(A) “কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও”?
(B) “অগ্নিগ্রাসী বিশ্বত্রাসি জাগুক আবার আত্মদান”।✅
(C) “প্রানের মানুষ আছে প্রানে তাই হেরি তায় সকল খানে”?
(D) “কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে”।
22. রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদিবসতি কোথায় ছিল?
বিসিএস ৩৫ তম
(A) খুলনার দক্ষিন ডিহি✅
(B) ছোটনাগপুর মালভূমি
(C) যশোরের কেশবপুর
(D) কুষ্টিয়ার শিলাইদহ
23. নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক নয়?
NBR সহকারী রাজস্ব কর্মকর্তা 2012
(A) রাজা
(B) চির কুমার সভা
(C) দুই বোন✅
(D) তাসের দেশ
24. ‘আমার সোনার বাংলা’ রবীন্দ্র সঙ্গীতের প্রথম কত পঙতি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত?
NBR সহকারী রাজস্ব কর্মকর্তা 2012
(A) ৬
(B) ৮
(C) ১০✅
(D) ১২
25. ভানু সিংহ ঠাকুরের পদাবলী’-রচয়িতা কে?
(A) ভানু বন্দোপাধ্যায়
(B) চন্ডীদাস
(C) রবী্ন্দ্রনাথ ঠাকুর✅
(D) ভারতচন্দ্র
26. তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি’–রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
(A) পূরবী
(B) শেষলেখা✅
(C) আকাশ প্রদীপ
(D) সেজুঁতি
27. শেষের কবিতার রচয়িতা কে?
(A) রবীন্দ্রনাথ ঠাকুর✅
(B) কাজী নজরুল ইসলাম
(C) জীবনানন্দ দাশ
(D) জসীমউদ্দিন
28. রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান–
(A) ১৯০১ সালে
(B) ১৯১৩ সালে✅
(C) ১৯৩০ সালে
(D) ১৯৪১ সালে
29. রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’ কোন ধরনের গ্রন্থ?
(A) কাব্য
(B) নাটক
(C) উপন্যাস✅
(D) ছোটগল্প
30. ‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন?
(A) রবীন্দ্রনাথ ঠাকুর✅
(B) কাজী নজরুল ইসলাম
(C) জসীমউদ্দিন
(D) মাইকেল মধুসূদন দত্ত
31. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
(A) অগ্নিবীণা✅
(B) সোনার তরী
(C) চিত্রা
(D) বলাকা
32. ‘বাংলার মাটি, বাংলার জল’ সনেটটি কার রচনা-
(A) অতুলপ্রসাদ সেন
(B) দ্বিজেন্দ্রলাল রায়
(C) কাজী নজরুল ইসলাম
(D) রবীন্দ্রনাথ ঠাকুর✅
33. রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?
(A) মধ্যবর্তিনী
(B) ক্ষুধিত পাষাণ✅
(C) নষ্টনীড়
(D) একরাত্রি
34. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি ?
(A) ভানুসিংহ ঠাকুর✅
(B) পরশুরাম
(C) নীললোহীত
(D) গাজী মিয়া
35. কবি কাজী নজরুল ইসলাম ‘সঞ্চিতা’ কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন ?
(A) বারীন্দ্রকুমার ঘোষ
(B) বীরজাসুন্দরী দেবী
(C) মোজাফফর আহমদ
(D) রবীন্দ্রনাথ ঠাকুর✅
36. ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন । হউক দূর অকল্যাণ সকল অশোভন’ । -চরণ দুটি কার লেখা ?
(A) কাজী নজরুল ইসলাম
(B) রবীন্দ্রনাথ ঠাকুর
(C) শেখ ফজলুল করিম ✅
(D) গোলাম মোস্তফা
37. কোন সালে রবীনন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয় ?
(A) ১৯৬১✅
(B) ১৯৫১
(C) ১৯৭১
(D) ১৯৮১
38. ‘তোমার সৃষ্টির পথ রেখেছে আকীর্ণ করি’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যের কবিতা ?
(A) পূরবী
(B) শেষলেখা✅
(C) সেঁজুতি
(D) আকাশ প্রদীপ
39. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন ?
(A) বিসর্জন
(B) ডাকঘর
(C) অচলায়তন
(D) বসন্ত✅
40. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘আমার সোনার বাংলা’ কবিতার প্রথম কত লাইন বাংলাদেশের জাতীয় সংগীত রূপে নেওয়া হয়েছে ?
(A) ৫ লাইন
(B) ১০ লাইন✅
(C) ৬ লাইন
(D) ১২ লাইন
41. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকটি সাংকেতিক নাটক নয়?
(A) রাজা
(B) রক্তকরবী
(C) ডাকঘর
(D) বৈকুন্ঠের খাতা✅
42. রবীন্দ্রনাথ ঠাকুর এর নাটক নয়?
(A) বিসর্জন
(B) রক্তকরবী
(C) মালিনী
(D) পুতুলের বিয়ে✅
43. ‘কিন্তু মঙ্গল-আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল’ রবীন্দ্রনাথ ঠাকুর এর কোন গল্প থেকে নেওয়া হয়েছে?
(A) হৈমন্তী
(B) কাবুলীওয়ালা
(C) জন্মভূমি
(D) কাবুলিওয়ালা✅
44. রবীন্দ্রনাথ ঠাকুর এর রাজনৈতিক উপন্যাস কোনটি?
(A) চার-অধ্যায়✅
(B) যোগাযোগ
(C) চোখের বালি
(D) নৌকাডুবি
45. রবীন্দ্রনাথ ঠাকুর এর লেখা প্রথম উপন্যাস কোনটি?
(A) ঘরে-বাইরে
(B) নৌকাডুবি
(C) করুণা✅
(D) গোরা
46. ”এ জগতে হায়,সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি।” চরণদ্বয় রবীন্দ্রনাথ ঠাকুর এর কোন কবিতার অংশ?
(A) পুরাতন ভৃত্য
(B) নিস্ফল উপহার
(C) দুই বিঘা জমি✅
(D) দেবতার গ্রাস
47. রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রথম কাব্য কোনটি?
(A) সোনারতরী
(B) মানসী
(C) বনফুল✅
(D) পত্রপুট
48. রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি লাভ করেন কত সালে?
(A) ১৯১৩ সালে
(B) ১৯১৫ সালে✅
(C) ১৯১৭ সালে
(D) ১৯১৮ সালে
49. ‘দেনাপাওনা’ উপন্যাস ও ‘দেনাপাওনা’ ছোট গল্পের লেখক যথাক্রমে–
(A) রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(B) অবনীন্দ্রনাথ ঠাকুর ও জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
(C) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
(D) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর✅
50. রবীন্দ্রনাথ এর প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ?
(A) ইউরোপ প্রবাসীর পত্র✅
(B) ইউরোপ প্রবাসীর ডায়রী
(C) জাপানযাত্রী
(D) রাশিয়ার চিঠি
➡সংকলন – মোস্তাফিজার মোস্তাক