Breaking News

অডিটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ । Auditor Job Circular

অডিটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ঃ অডিটর পদে আবারো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ (ডিইডব্লিউ লিঃ)-এর ২০২১-২০২২ অর্থ বৎসরের চূড়ান্ত হিসাব, এমপ্লয়ীজ পিএফ ট্রাস্ট, শ্রমিক অংশগ্রহণ তহবিল, শ্রমিক কল্যাণ তহবিল, লিভ পে এন্ড গ্র্যাচুইটি ফান্ড এবং গ্রুপ ইন্স্যুরেন্স ফান্ড নিরীক্ষণের জন্য নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে চার্টার্ড একাউন্ট্যান্টস নিয়োগের জন্য সীলমোহরকৃত খামে দরপত্র আহবান করা যাচ্ছে।

অডিটর পদে নিয়োগ ২০২২

চাকরির ধরন সরকারি চাকরি
জেলা সকল জেলা
প্রতিষ্ঠানের দাতা নাম অডিটর
ওয়েবসাইট http://www.cga.gov.bd
পদ সংখ্যা অডিটর পদ
খালি পদ অসংখ্য
শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞপ্তি অনুযায়ী
আবেদন শেষ তারিখ ০৯ মার্চ, ২০২২
আবেদন প্রক্রিয়া নীচে বিস্তারিত দেখুন
আবেদন মাধ্যম ডাকযোগ/কুরিয়ার

আরো দেখুন: সাপ্তাহিক চাকরির খবর 

অডিটর নিয়োগ বিজ্ঞপ্তি

Auditor Job Circular 2022

সিএ ফার্মকে ন্যূনতম ০২ জন অংশীদারসহ সরকারি কাজে ০৫-০৭ বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে। কার্য সম্পাদনের জন্য ভ্রমণ, থাকা-খাওয়া, যাতায়াত এবং অন্যান্য খরচ ফার্মকে বহন করতে হবে। নিরীক্ষা প্রতিবেদনের অতিরিক্ত হিসাবে প্রতিষ্ঠানের সকল বিভাগের (বিভাগ, সেকশন, অনুবিভাগ অনুযায়ী) আর্থিক ও পরিচালনগত দুর্বলতা চিহ্নিত ও তার প্রতিকারের সুপারিশ সম্বলিত প্রতিবেদন প্রদান করতে হবে।

আইটেম অনুযায়ী ভ্যাট-ট্যাক্সসহ আলাদা আলাদা মূল্য উল্লেখপূর্বক মোট মূল্য নির্ধারণ সাপেক্ষে দরপত্র দাখিল করতে হবে।

অন্যান্য শর্তাবলী নিয়োগপত্রে উল্লেখ করা হবে। উক্ত নিরীক্ষা কাজে অংশগ্রহণে ইচ্ছুক সিএ ফার্মসমূহকে ভ্যাট, টিআইএন,

আইসিএবি অডিট রেজিস্ট্রেশন এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যপত্রাদিসহ আগামী ০৯ মার্চ ২০২২ তারিখ বেলা ১২.১৫ ঘটিকার মধ্যে ডিইডব্লিউ লিঃ এর প্রধান ফটকে রক্ষিত টেন্ডার বক্সে অথবা ডাক/কুরিয়ার যোগে দরপত্র প্রেরণের জন্য অনুরোধ করা হলো। ঐ দিনই দুপুর ১২.৩০ ঘটিকায় উপস্থিত দরদাতাদের উপস্থিতিতে (যদি কেউ উপস্থিত থাকেন) দরপত্র খোলা হবে। ডিইডব্লিউ লিঃ কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন সময় দরপত্র গ্রহণ/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।

অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুনঃ

Auditor Job Circular

অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের স্মারক নং- ০৭.০০ ০০০০.০৮২.১১.০০২.১৮.৭২, তারিখ: ১১-০২-২০২১খ্রি. এর মাধ্যমে শূন্য পদ বাবপত্র প্রাপ্তির পরিপ্রেক্ষিতে হিসাব মহানিম্নেক এর কার্যালয় এবং এর আওতাধীন দপ্তরসমূহের জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১১তম গ্রেডভুক্ত নির্মোহ স্থায়ীপনে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য পণের পাশে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা এবং নিম্নবর্দিক শর্ত প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে http://cga.teletalk.com.bd ওয়েবসাইটে) নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন (online) এ আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন (online) ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না।

পদের নাম : অডিটর
খালি পদ : ৩৭৮ জন
শিক্ষাগত যোগ্যতা : কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রী। 
বেতন স্কেল : ১২,৫০০ – ৩০,২৩০ টাকা।

  • খালি পদঃ ৩৭৮ জন
  • আবেদন শুরু তারিখঃ ১২ জানুয়ারি ২০২২
  • আবেদন শেষ তারিখঃ ২৭ জানুয়ারি ২০২২
  • আবেদন প্রক্রিয়াঃ http://cga.teletalk.com.bd

Apply

অফিসিয়াল বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখুনঃ

 

Auditor Job Circular 2022

আবেদন ফরম পুলা এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণীয়ঃ

বয়স (১২/০১/২০২২ খ্রি.) তারিখে ন্যূনতম ১৮ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক মং-০৫,০০,০০০০,১৭০,১১,০১৭:২০-১৪৩, তারিখ: ১৯/০৮/২০২১টি মোতাবেক ২৫/০৩/২০২০ খ্রি. তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা সকল প্রার্থীর (মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী ব্যতীত) ক্ষেত্রে ৩০ বছর।

মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদের পুত্র-কন্যার ক্ষেত্রে ৩২ বছর তবে মুক্তিযোদ্ধা/শহীন মুক্তিযোদ্ধাদের পুত্র/কন্যার পুত্র-কন্যাদের ক্ষেত্রে ৩০ বছর।

শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেটি গ্রহণযোগ্য নয়। সরাসরি ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি সংশোধন সম্পর্কিত জনপ্রশাসন দায়ের বিধি-১ শাখার ০৪/১০/২০১৮টি ০০০০০.১,১১.০১.২০৬ এ বর্ণিত পরতি অনুসরণ করে সম্পন্ন করা হবে।

সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত কপি মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে। প্রার্থীদের অবশ্যই যথায়ন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। অনুমতির B1 লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

চাকরিতে নিয়োগ প্রাপ্তদের বাংলাদেশের যে কোনো নায়গায় অবস্থিত হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের নিয়ন:ধীন যে-কোনো কার্যালয়ে পদস্থাপন করা হবে।কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং নিয়োগ বিজ্ঞটি বাতিল সংশোধন করার অধিকার সংরক্ষণ করে।

CGDF Job Circular 2022

 

Check Also

খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | (শূন্যপদ ১৩৭৭ টি)

খাদ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ -(Directorate General of Food dgfood Job Circular 2023): খাদ্য অধিদপ্তর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *